গণিত প্রস্তুতি বিষয়ক কথা
বলা হয়ে থাকে, বিজ্ঞানের ভাষা হল গণিত । তাই বিজ্ঞানের যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইলে গণিতে গভীর জ্ঞান অত্যাবশ্যক ।তবে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর ভর্তি পরীক্ষায় গণিত অংশে জটিল কিংবা কড়াকড়ি (Rigorous) প্রমাণনির্ভর কোন প্রশ্ন আসে না বললেই চলে ।এসব পরীক্ষার MCQ based গাণিতিক সমস্যায় অধিক গুরত্ব দেওয়া হয়ে থাকে ।কিন্তু, এরূপ প্রশ্নগুলোর সমাধানে বেশ সময়সাপেক্ষ হওয়ায় অনেকেই লড়াইয়ের আগেই হাল ছেড়ে দেন অর্থাৎ ধরেই নেন যে গণিতে ভালো করা যাবে না ।
আসলে আপাত দৃষ্টিতে অতন্ত্য সময়সাপেক্ষ প্রশ্নগুলো কিছু সূক্ষ্ম কৌশল, short-cut ও calculator প্রয়েগের মাধ্যমে অল্প সময়ে সহজেই করে ফেলা যায় । তবে পূর্বশর্ত হিসেবে থাকছে strong basic ও প্রচুর অনুশীলন । Practice makes a man perfect.
আশা করি গণিতে perfect score পেতে edpdbd আপনার সহায়ক হবে ।
বীজ গণিত
বাস্তব সংখ্যা
জটিল সংখ্যা
ম্যাট্রিক্স
বিন্যাস ও সমাবেশ
জ্যামিতি
কণিক (পরাবৃত্ত, উপবৃত্ত,অধিবৃত্ত)
ত্রিকোণমিতি
সংযুক্ত, যৌগিক, গুণিতক ও উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
বৃত্তীয় ফাংশন ও তাদের লেখচিত্র
ক্যালকুলাস
চলক সর্ম্পকিত ফাংশন
অন্তরকের প্রয়োগ
অনির্দিষ্ট যোগজ
নির্দিষ্ট যোগজ
নির্দিষ্ট যোগজের প্রয়োগ
বলবিদ্যা
স্থিতিবিদ্যা
গতিবিদ্যা
বিছিন্নগণিত