হিসাববিজ্ঞান প্রস্তুতি বিষয়ক কথা
বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ’তে ভর্তি হওয়ার জন্য হিসাববিজ্ঞান (Accounting) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বিবিএ’র ভর্তি পরীক্ষায় কী-সাবজেক্ট হিসেবে কাজ করে ইংরেজি ও হিসাববিজ্ঞান। আর তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে হিসাববিজ্ঞানের উপর একটু বাড়তি জোর দিতেই হয়।
হিসাববিজ্ঞানে দু’ধরনের প্রশ্ন হয়- বিষয়ভিত্তিক প্রশ্ন ও গাণিতিক প্রশ্ন। এই দু’ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য যাতে আপনি প্রস্তুত হতে পারেন, সেভাবেই edpdbd-র হিসাববিজ্ঞান বিষয়টি সাজানো হয়েছে। এখানে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয় তথ্য ও থিওরি যেমন অন্তর্ভূক্ত করা হয়েছে, তেমনি প্রয়োজনীয় অঙ্কও দেয়া হয়েছে। আছে বিগত বছরের সকল অঙ্কের সমাধান।
হিসাববিজ্ঞানের প্রস্তুতি নেয়ার সময় থিওরি ও অঙ্ক, দু’টিতেই প্রয়োজনীয় গুরুত্ব দেয়া দরকার। অধিকাংশ শিক্ষার্থী-ই উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাববিজ্ঞানের থিওরি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সময় এই অংশটি-ই শিক্ষার্থীদের বেশি ভোগায়। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক অঙ্ক না করেও উত্তর করার সুবিধা থাকায় প্রায় সব শিক্ষার্থীই অনেক অঙ্ক শিখে না, আর সেটাও এই পর্যায়ে শিক্ষার্থীদের সমস্যার কারণ হয়। এই দু’টি বিষয়-ই edpdbd-র হিসাববিজ্ঞান অংশটি রচনা করার সময় মাথায় রাখা হয়েছে এবং এ ব্যাপারে শিক্ষার্থীদের যথেষ্ট সহায়তা করার মত করে রচনা করা হয়েছে।
প্রথম পত্র : অধ্যায়
প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ/অবচয়
দ্বিতীয় পত্র : অধ্যায়
যৌথমূলধনী কোম্পানিরর আর্থিক বিবরণী
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি
পুরনো সিলেবাস
- লেনদেন
- হিসাব
- হিসাব চক্র
- হিসাব সমীকরণ
- সম্পত্তি, দায় ও মূলধন
- হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
- মূলধন ও মুনাফা জাতীয় আয় – ব্যয়
- জাবেদা
- খতিয়ান
- রেওয়ামিল
- নগদান বই
- অংশীদারী ব্যবসায়
- অনুপাত
- অবচয়
- অব্যবসায়ী প্রতিষ্ঠান
- উৎপাদন ব্যয় হিসাব
- একতরফা দাখিলা পদ্ধতি
- বিনিময় বিল
- ব্যাংক সমন্বয় বিবরণী
- শেয়ার ও শেয়ার ইস্যু
- সঞ্চিতি