ইংরেজি প্রস্তুতি বিষয়ক কথা
ইংরেজি একটি ভাষা, তাই ভর্তি পরীক্ষার অন্য যেকোন বিষয়ের তুলনায় এর প্রস্তুতি একটু আলাদা। এখানে দু’টো বিষয় বিবেচনায় আনা খুব জরুরী। এক, ভর্তি পরীক্ষার প্রস্তুতির যে স্বল্প সময়, তাতে আস্ত একটা ভাষা শেখা অসম্ভব। দুই, ইংরেজি অধিকাংশ ভর্তি পরীক্ষাতেই গৌণ একটা বিষয়, তাতে ন্যূনতম কিছু নম্বর তুললেই চলে।
তাই আমরা এখানে ভাষা শিক্ষার কোন চেষ্টা করবো না। কিছু মৌলিক কৌশল জানলে ইংরেজির ব্যবহারিক প্রয়োগগুলোয় ভুল ভ্রান্তি পরিহার করা যায় এবং অল্পকিছু জিনিস মুখস্থ করলে ভর্তি পরীক্ষায় আসা ভোকাবুলারি, প্রবাদ প্রবচন বিষয়ক প্রশ্নগুলো উত্তর করা যায়।
এই বিষয়ে স্কোর তুলতে হলে প্রথমত যেটা করতে হবে তা হল ইংরেজি বিষয়ক ভয় পরিত্যাগ করতে হবে। ভর্তির জন্য আপনার পছন্দের বিষয় যেগুলো, সেগুলোর কোনটা ইংরেজিতে কত নম্বর চায় সেটা জেনে নিয়ে এ অনুযায়ী পরিকল্পনা করুন। এরপর প্রয়োজনীয় স্কোর তুলবার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু গুরুত্বসহকারে পড়ুন। সঙ্গে দেয়া অনুশীলনগুলো সমাধান করুন আর বিগত বছরের প্রশ্নগুলো দেখুন। বাকি টপিকগুলো এখানে ভাগ করে দেয়া লেভেল অনুযায়ী ধাপে ধাপে পড়তে পারেন।
Level 1
Level 2
- Comprehension
- Determiners
- Conjunction
- Translation
- Idioms and phrases
- Vocabulary
Level 3
- Noun
- Pronoun
- Adjective
- Adverb
- Basic verb from
- Gerund
- Voice
- Relative pronoun
- Tag questions
- Subjunctive (verb + that)
- Conditionals
- Infinitive
- Degree