ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ

Function

Domain

Range

sin θ

R

[‒ 1, 1]

cos θ

R

[‒ 1, 1]

tan θ

R ‒ {(2n + 1) : n ∈ N}

R

cot θ

R ‒ {nπ : n ∈ N}

R

sec θ

R ‒ {(2n + 1) : n ∈ N}

R ‒ (‒1,1)

cosec θ

R ‒ {nπ : n ∈ N}

R ‒ (‒1,1)

 

ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়

sine, cosine, secant ও cosecant ফাংশনের মৌলিক পর্যায় 2π এবং tangent ও cotangent ফাংশনের মৌলিক পর্যায় π।

উদাহরণ 1. $\cos \left(2 \theta+\frac{\pi}{4}\right)$ ফাংশনটির পর্যায় কত?

সমাধান:

যেকোনো ত্রিকোণমিতিক ফাংশন f(aθ + b) এর পর্যায় f ত্রিকোণমিতিক ফাংশনটির মৌলিক পর্যায়কে θ এর সহগ দিয়ে ভাগ করে নির্ণয় করা যায়। এক্ষেত্রে, ত্রিকোণমিতিক ফাংশন cos এর মৌলিক পর্যায় 2π কে θ এর সহগ 2 দিয়ে ভাগ করলেই নির্ণেয় ফাংশনের পর্যায় পাওয়া যাবে।

∴ $\cos \left(2 \theta+\frac{\pi}{4}\right)$ ফাংশনটির পর্যায় = $\frac{2 \pi}{2}=\pi$