রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য | ২০২১-২০২২

কুইক ফ্যাক্টস্: 

  আবেদনের সময়সীমা: ২৫ মে, ২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ০৯ জুন, ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত  

  আসন সংখ্যা: ৪০২০

আবেদন যোগ্যতা:  

  • মানবিক শাখা থেকে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০। 

  • বাণিজ্য শাখা থেকে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০। 

  • বিজ্ঞান শাখা থেকে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ  ৮.০০। 

  

আবেদন ফি:  

প্রাথমিক আবেদন ফি – ৫৫ টাকা  

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২,০০০ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। 

চূড়ান্ত আবেদন ফি - ১১০০ টাকা 

  

ইউনিট:  

এ ইউনিট – কলা, আইন, সমাজবিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট 

বি ইউনিট - বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট  

সি ইউনিট - বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক অনুষদসমূহ  

 

তথ্যসূত্র: 

১. রাবি ভর্তি বিজ্ঞপ্তি : https://admission.ru.ac.bd/notice_202122/advertisement_2021-2022.pdf

২. https://admission.ru.ac.bd/undergraduate/