ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রস্তুতি বিষয়ক কথা
বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির জন্য Management-র অংশের উত্তর করা বাধ্যতামূলক। ম্যানেজমেন্ট অংশের মজাই হলো, এখানে প্রচুর স্কোর করা যায়। একইসাথে এটাই ম্যানেজমেন্টের বিপজ্জনক দিকও বটে। কারণ, ম্যানেজমেন্টে কারো স্কোর কমে গেলে সেটাই তাকে ভর্তির প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে পারে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, তার সব ব্যবস্থাই রাখা হয়েছে edpdbd-র ম্যানেজমেন্ট অংশে।
edpdbd-র ম্যানেজমেন্ট অংশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি অধ্যায়ভিত্তিক ভাবে সংযোজন করা হয়েছে। আর যেহেতু সবগুলো বিশ্ববিদ্যালয়েই ব্যবসায় অনুষদে এম.সি.কিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়, তাই edpdbd-তেও ম্যানেজমেন্ট অংশে পয়েন্ট আকারে সকল তথ্য দেয়া হয়েছে।
তবে এর বাইরেও ম্যানেজমেন্টে কিছু সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নও আসতে পারে। এগুলোর জন্য edpdbd-র সাধারণ জ্ঞানের কিছু নির্দিষ্ট অংশ (যেমন- বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশের সাম্প্রতিক তথ্যাবলী) পড়া যেতে পারে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা : প্রথম পত্র
ব্যবসায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহার
ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা : দ্বিতীয় পত্র
পরিকল্পনা প্রণয়ণ ও সিদ্ধান্ত গ্রহণ
পুরনো সিলেবাস
১ম পত্র
ব্যবসায় সংগঠন
ব্যবস্থাপনা
বাজারজাতকরণ / Marketing
২য় পত্র
ব্যাংকিং
বীমা