জীববিজ্ঞান প্রস্তুতি বিষয়ক কথা
এটা সত্য যে জীববিজ্ঞান বিষয়টি বেশিরভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট কিছুটা বিরক্তিকর। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের প্রতি শিক্ষার্থীরা যেমন আগ্রহ খুঁজে পায়, জীববিজ্ঞানের ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে সচরাচর তেমনটা ঘটে না। আলাদা একটা ভীতি ধীরে ধীরে গড়ে উঠে জীববিজ্ঞানের প্রতি।এর প্রভাব প্রকটভাবে পরিলক্ষিত হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। অথচ বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়ের মত জীববিজ্ঞান বিষয়টিও ভর্তি পরীক্ষায় ভালো স্কোর তুলতে সমান গুরুত্ব বহন করে। আর মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বিষয়গুলোর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় এ বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
এই অনাগ্রহী মনোভাব আর একগাদা মুখস্তবিদ্যা ভীতির কথা বিবেচনা করে edpdbd এ বিষয়টিকে উপস্থাপন করেছে সরল ও সহজবোধ্য আঙ্গিকে। জীববিজ্ঞান পুরোটুকুই যে স্রেফ মুখস্ত করা না, মনে রাখার কিছু ব্যাপার আছে, কিছু বোঝার ব্যাপার আছে, কিছু চিন্তা করার জায়গা আছে, জীববিজ্ঞানের এই স্বল্প পরিচিত রূপটিও তোমাদের চোখে পড়বে। আশা করি, ভর্তি পরীক্ষার সম্পূর্ণ ও ভালো প্রস্তুতির জন্য edpdbd এর জীববিজ্ঞান বিভাগটি প্রতিটি শিক্ষার্থীর জন্য যথেষ্ট অবদান রাখবে। শুভ কামনা রইলো সবার জন্যে।
উদ্ভিদবিজ্ঞান
টিশ্যু, টিশ্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি
প্রাণিবিজ্ঞান