কুইজ
বিষয়াবলী

সমবায় সমিতির ক্রমবিবর্তনের ইতিহাস

 

  • বিশ্বে প্রথম সমবায় সমিতির উদ্ভব ঘটে- ব্রিটেনের রচজেল
  • সমবায় আন্দোলনের প্রথম পত্রিকা The Co operate প্রকাশিত হয়েছিল- ১৮১৮ সালে
  • সমবায় আন্দোলনের জনক- রবার্ট ওয়েন
  • ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত ঘটে- ১৮৯৫ সালে
  • ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত করেন- ফ্রেডারিক নিকলসন
  • ভারতীয় উপমহাদেশে প্রথম সমবায় আইন জারি করেন- Lord Karzon (১৯০৪ সালে)
  • সমবায় আন্দোলন পূর্ণথা লাভ করে- ১৯১৭ সালে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে
  • বাংলাদেশে সমবায় আন্দোলনের সূচনা করেন- ড. আখতার হামিদ খান, ১৯৫৯ সালে কুমিলস্নায় ইঅজউ প্রতিষ্ঠার মাধ্যমে
  • BARD = Bangladesh Academy for Rural Development (1959)
  • BRDB = Bangladesh Rural Development Board (1982)
  • সমন্বিত পলস্নী উন্নয়ন কর্মসূচী বা ওজউচ প্রতিষ্ঠা করা হয়- ১৯৬০ সালে
  • সমন্বিত পলস্নী উন্নয়ন কর্মসূচী বা ওজউচ কে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডে বা BRDB তে রূপামত্মর করা হয়- ১৯৮২ সালে
  • বর্তমানে বাংলাদেশে সমবায় প্রতিষ্ঠানসমূহ- LGRD মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়
  • জাতীয় সমবায় দিবস পালিত হয়- ১ নভেম্বর

 

সমবায় আইনের বিবর্তন

 

  • সমবায় সমিতি আইন ১৯০৪- সমবায় সমিতি আইন ১৯১২- সমবায় সমিতি আইন ১৯৪০- সমবায় সমিতি অধ্যাদেশ ১৯৮৪- সমবায় সমিতি আইন ২০০১
  • সমবায় সমিতি বিধি ১৯৪২- সমবায় সমিতি বিধি ১৯৮৭- সমবায় সমিতি বিধি ২০০৪

 

সমবায়

 

  • সমবায় শব্দের ইংরেজি প্রতিশব্দ- ‘Co-operation’ যার অর্থ সহযোগিতা
  • সম্মিলিত বা মিলিত প্রচেষ্টার ব্যবসায়কে বলা হয়- সমবায়
  • সমবারে নীতি- All for each and each for all
  • সমবায়েল মূল কথা- ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’
  • সমবায়ের শেস্নাগান- ‘একতাই বল’
  • সমবায় সমিতি আইন অনুযায়ী- কৃত্তিম ও স্বতন্ত্র সত্ত্বা হিসেবে সংগঠিত হয়
  • সমবায় সমিতির সর্বনিমণ সদস্য- ২০ জন

 

সমবায়ের নীতিমালা

 

  • একতা
  • সাম্য
  • সহযোগিতা
  • সততা
  • আস্থা ও বিশ্বাস
  • সেবা
  • গণতন্ত্র

 

সমবায় সমিতির মোট মুনাফা বণ্টন

 

খাত

শতকরা হার

সঞ্চিতি তহবিলে চাঁদা কমপক্ষে
উন্নয়ন তহবিলে চাঁদা
সন্দেহজনক ঋণ সংক্রামত্ম বা ঋণ তহবিল
অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক
লভ্যাংশ আকারে বন্টণযোগ্য

১৫%
৫%
১০%
১০%
৬০%

মোট

১০০%

 

  • নিবন্ধকের অনুমতিক্রমে সমিতির অর্জিত মুনাফা সদস্যদের মাঝে বণ্টন করা যায়- সর্বোচ্চ ৮৫%
  • নিবন্ধিত সমবায় সমিতি পরিশোধিত শেয়ার মূলধনের উপর সর্বোচ্চ ৯% হারে লভ্যাংশ পরিশোধ করতে পারে
  • নিবন্ধকের অনুমতি পেলে পরিশোধিত মূলধরেন উপর ২০% হারে লভ্যাংশ পরিশোধ করতে পারে
  • সমবায় সমিতিতে সঞ্চিতিতে লভ্যাংশ আকারে বণ্টনযোগ্য মুনাফা- ৬০%

 

সমবায় সমিতির নিবন্ধন

 

  • সমবায় সংগঠনের নিবন্ধন- বাধ্যতামূলক
  • সমবায় সংগঠন নিবন্ধনের পর্যায়- ৩টি। যথা :
          • উদ্যোগ গ্রহণ পর্যায়
          • নিবন্ধন পর্যায়
          • কার্যারম্ভ পর্যায়
  • একটি সমবায় সমিতির সাংগঠনিক কমিটির ন্যূনতম সদস্য সংখ্যা- ৬ জন ও সর্বোচ্চ- ১২ জন
  • সমিতির ম্যানেজিং কমিটির পরিচালক সদস্যের সংখ্যা সমিতির উপবিধিতে উলেস্নখ করতে হয়
  • ম্যানেজিং কমিটি ২ বছর মেয়াদের জন্য গঠন করা হয়
  • ম্যানেজিং কমিটি-এর কোনো সদস্য পর্যায়ক্রমে ৩ বছরের অধিক পরিচালক পদে থাকতে পারে না
  • ম্যানেজিং কমিটির পরিচালকের পদ আকস্মিকভাবে খালি হলে তা ৩০ দিনের মধ্যে কমিটি কর্তৃক পূরণ করতে হয়
  • সমবায় সাংগঠনিক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে- উপবিধি তৈরি করা
  • সমিতির মূল দলিল/ গঠনতন্ত্র/ সংবিধান- সমবায় উপবিধি
  • নিবন্ধনের জন্য আবেদনপত্রের সাথে- ৩ কপি উপবিধি সংযোজন করতে হয়
  • আবেদনপত্র জমা দানের ৬০ দিনের (২ মাসের) মধ্যে নিবন্ধক নিবন্ধনপত্র ইস্যু করবে
  • নিবন্ধনপত্র প্রাপ্তির জন্য সমিতিকে কমপক্ষে ৬ মাস প্রভেশন (Provation) বা পরীক্ষাধীন সময় কাটাতে হয়
  • সমবায়ের হিসাবপত্রাদি নিরীক্ষণ- আইনগত বাধ্যতামূলক (প্রতি ১ বছর অমত্মর অমত্মর)
  • সমবায় সমিতির হিসাব নিরীক্ষণের দায়িত্ব থাকে- নিবন্ধকের উপর
  • ১ম বার্ষিক সাধারণ সভা সমিতির নিবন্ধনের- ১৫ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হয়
  • পরবর্তী প্রত্যেক সমবায় বছরে (১ জুলাই হতে ৩০ জুন) ১টি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে হয়
  • বার্ষিক সাধারণ সভার কমপক্ষে- ১৫ দিন পূর্বে নোটিস দিতে হয়

 

সমবায় সমিতির শেয়ার

 

  • সমবায় সমিতির প্রতিটি শেয়ারের সর্বনিমণ মূল্য- ১০ টাকা ও সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা
  • সমবায়ের শেয়ারের পরিমাণ ও প্রতি শেয়ারের মূল্য উলেস্নখ থাকে- উপবিধিতে
  • সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে- মোট শেয়ারের ১/৫ বা ২০%

 

সমবায় সমিতির প্রকারভেদ

 

 

 

  • ভোক্তা ব্যাংক প্রতিষ্ঠিত হয়- আমেরিকায়/ যুক্তরাষ্ট্রে
  • ভোক্তা সমবায় সমিতির শেয়ার- হসত্মামত্মরযোগ্য নয়
  • ভোক্তা সমবায় সমিতিকে- কোন স্ট্যাম্প ফি দিতে হয় না
  • ভোক্তা সমবায় সমিতিতে লভ্যাংশ বণ্টন করা হয়- মোট ক্রয় অনুপাতে
  • উৎপাদক সমবায় সমিতির উদ্ভব ঘটে- ফ্রান্সে
  • কৃষক সমবায় সমিতির উদ্ভব ঘটে- জার্মানিতে
  • ICA (International Co-operative Alliance) গঠিত হয়- ১৮৯৫ সালে, এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংগঠন

 

সমায় সমিতির অবসায়ন

 

  • ধারা- ৫৩, সমবায় আইন ২০০১
  • তদমত্ম সাপেক্ষে নিবন্ধক সমিতির অবসায়ন যৌক্তিক মনে করলে
  • সমিতির বিশেষ সাধারণ সভায় উপস্থিত জ্জ অংশ সদস্যদের সিদ্ধামত্ম আবেদন অনুসারে
  • সমিতির পরপর তিনটি সাধারণ সভায় কোরাম না হলে
  • নিবন্ধিত হয়েও বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরম্ন না হলে
  • বিনা কারণে সমিতির কার্যক্রম ১ বছর বন্ধ থাকলে
  • সমিতির পরিশোধিত মূলধন বা সংগৃহীত আমানত ৩০০০/= (তিন হাজার) টাকার কম হলে
  • সমিতির সদস্যদের আমানত ৫০০ টাকার উপর না হলে