বিষয়াবলী

হিসাব
লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব বলে। আর্থিক ঘটনা বা লেনদেনের সমজাতীয় পক্ষগুলোকে উপযুক্ত শিরোনামে ও নির্দিষ্ট ছকে সংক্ষিপ্তাকারে প্রদর্শিত বিবরণীকে হিসাব বলে।

 

লেনদেনের শ্রেণীবিভাগ
লেনদেনে জড়িত হিসাবসমূহকে তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

 

সনাতন পদ্ধতিতে হিসাব ৩ প্রকার-

 

সনাতন পদ্ধতিতে হিসাব

 

সনাতন পদ্ধতিতে ডেবিট-ক্রেডিট নির্ণয় (হিসাববিজ্ঞানের স্বর্ণসূত্র)

 

সনাতন পদ্ধতিতে হিসাব ৩ প্রকার-

 

হিসাবের ধরন

 

ডেবিট

ক্রেডিট

ব্যক্তিবাচক হিসাব

সুবিধা গ্রহণকারী

সুবিধা প্রদানকারী

অব্যক্তিবাচক হিসাব

সম্পত্তিবাচক হিসাব

সম্পত্তি আসলে

সম্পত্তি গেলে

নামিক হিসাব

ব্যয় ও ক্ষতি হলে

আয় ও লাভজনক

 

আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার-

 

আধুনিক পদ্ধতিতে হিসাব

 

আধুনিক পদ্ধতিতে ডেবিট-ক্রেডিট নির্ণয়

 

Dr.                          সম্পদ হিসাব                      Cr.

বৃদ্ধি পাবে (+)

হ্রাস পাবে (-)

ব্যালেন্স

 

 

Dr.                          দায় হিসাব                         Cr.

হ্রাস পাবে (-)

বৃদ্ধি পাবে (+)

 

ব্যালেন্স

 

Dr.                          মূলধন হিসাব                     Cr.

হ্রাস পাবে (-)

বৃদ্ধি পাবে (+)

 

ব্যালেন্স

 

Dr.                          আয় হিসাব                       Cr.

হ্রাস পাবে (-)

বৃদ্ধি পাবে (+)

 

ব্যালেন্স

 

Dr.                          ব্যয় হিসাব                      Cr.

বৃদ্ধি পাবে (+)

হ্রাস পাবে (-)

ব্যালেন্স

 

 

 

হিসাবের স্বাভাবিক জের

 

হিসাব

স্বাভাবিক জের

সম্পদ হিসাব

ডেবিট

দায় হিসাব

ক্রেডিট

মূলধন হিসাব

ক্রেডিট

আয় হিসাব

ক্রেডিট

ব্যয় হিসাব

ডেবিট

 

 

 

কুইজ