সূত্র |
প্রতীক পরিচিতি ও একক |
১.Vx = dx / dt
১৩.খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ : ১৪.v = ΔS / Δt
১৫.পড়ন্ত বস্তুর ক্ষেত্রে : |
dx / dt = t এর সাপেক্ষে অন্তরীকরণ |
1. একটি বস্তুকে খাড়া উপরের দিকে 100ms-1 বেগে নিক্ষেপ করা হলো । বস্তুটি যখন 300m উঁচুতে থাকবে তখন এর বেগ কত?
সমাধানঃ
V = √(Vo2 – 2gh) Vo = 100ms-1
= √(1002 - 2×9.8×300) h = 300m
∴ V = ±64.2ms-1 [+ve → 300 m উপরে ওঠার বেগ
-ve → 300 m নিচে নামার বেগ] [ans.]
2. 5m উঁচুতে একটি পাহাড়ের কোন স্থান থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 200ms-1 নিক্ষেপ করা হলো । 10s-1 এ বস্তুটি উক্ত স্থান সাপেক্ষে কত উচ্চতায় উঠবে?
সমাধানঃ
h = Vot – ½ gt2 Vo = 200ms-1
= 200×10 – ½ × 9.8 × 102 t = 10s
∴ h = 1510m [ans.]
3. একটি বস্তুকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ।সর্বাধিক উচ্চতা কত?
সমাধানঃ
Hmax = (Vo2)/(2g) Vo = 98ms-1
= 982/(2×9.8)
∴ Hmax = 490m [ans.]
4. একটি ট্রেন স্থির অবস্থান হতে 6ms-2 ত্বরণে চলতে আরম্ভ করল ।একই সময়ে একটি গাড়ি 900m সামনের কোন স্থান 60ms-1 হতে ।সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করল । গাড়িটি কত পথ গেলে ট্রেন গাড়িটিকে পেছনে ফেলে যাবে?
সমাধানঃ
S1 = Vot + ½ at2
S2 = Vt
আবার, S1 = 900+S2 V = 60ms-1
⇒ 0 + ½ × 6xt2 = 900 + 60t
⇒ 3t2 – 60t – 900 = 0
⇒ t2 – 20t – 300 = 0
∴ t = 30s
S2 = 60×30 = 1800m [ans.]
5. একটি ট্রেন স্থির অবস্থান হতে 5ms-2 ত্বরণে চলতে শুরু করল । একই সময় একটি গাড়ি 50ms-1 সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করল । ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলে যাবে?
সমাধানঃ
s1 = Vot + ½ at2 ...(i) V0 = 0
s2 = Vt ...(ii) V = 50ms-1
এখন, S1 = S2 a = 5ms-2
⇒ Vot + ½ at2 = Vt
⇒ 0 + ½ × 5xt2 = 50t
∴ t = 20s [ans.]
6. কোন মিনারের উপর থেকে একটি মার্বেলটি ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে 34.3m দূরত্ব অতিক্রম করে ।মিনারটির উচ্চতা কত?
সমাধানঃ
ht = V0 + ½ g(2t-1) ht = 34.3m
⇒ 34.3 = 0 + 4.9(2t-1)
⇒ 9.8t = 39.2
∴ t = 4
∴ উচ্চতা, h = ½ gt2 = 4.9 × 42
∴ h = 78.4m [ans.]
7. S = ½ t3+2t সূত্রানুসারে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল, 4s সময়ে বস্তুটির বেগ কত?
সমাধান :
S = ½ t3+2t t = 4s
⇒ (ds)/(dt) = 3/2 × t2 + 2
⇒ V = 3/2(4)2 + 2
∴ V = 26 unit [ans.]
8. একটি কণা a = 3t2+4t3 ft/s2 ত্বরণে চলছে । যাত্রা শুরুর 4s পর কণাটির বেগ কত? [যখন t=0, V=10ft/s]
সমাধানঃ
a = 3t2+4t3
⇒ du/dt = 3t2+4t3
$\Rightarrow \int_{10}^{v} d v=\int_{0}^{4}\left(3 t^{2}+4 t^{3}\right) d t$
$\Rightarrow[\mathrm{V}]_{10}^{v}=\left[\mathrm{t}^{3}+\mathrm{t}^{4}\right]_{0}^{4}$
⇒ v-10 = 43+44
∴ v = 330 ft/s [ans.]