সূত্র

প্রতীক পরিচিতি

একক

 

1. জাংশনের রোধ, $\mathrm{R}=\frac{\Delta \mathrm{V}}{\Delta \mathrm{I}}$

ΔV = বিভব পার্থক্যের জন্য
ΔI = তড়িৎ প্রবাহের পরিবর্তন

ভোল্ট (V)
অ্যাম্পিয়ার (A)

অ্যাম্পিয়ার (A)
মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

 

মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

 

মাইক্রো অ্যাম্পিয়ার (mA)
মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

 

2. নিঃসারক প্রবাহ, IE = IB + IC

I= পীঠ প্রবাহ
IC = সংগ্রাহক প্রবাহ

 

3. সংগ্রাহক প্রবাহ, IC  =  α IE

 

α = বিবর্ধক গুণক

 

 

4. প্রবাহ লাভ, $\beta=\frac{\Delta I_{C}}{\Delta I_{B}}$

Δ IC = সংগ্রাহক প্রবাহের পরিবর্তন
Δ IB = পীঠ প্রবাহের পরিবতর্তন

 

ইলেকট্রনিক্স অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

1. অর্ধপরিবাহী
2. ডোপিং
3. ব্যান্ড তত্ত্ব
4. ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক,সুপরিবাহী এবং অর্ধপরিবাহীর পার্থক্য
5. n-টাইপ অর্ধপরিবাহী
6. p-টাইপ অর্ধপরিবাহী
7. জাংশন ডায়োড
8. ডোনার ডায়োড
9. LED
10. n.p.n ও p.n.p ট্রানজিষ্টর
11. FET
12. JFET
13. IGFET
14. MOSFET
15. IC
16. সৌরকোষ
17. সমাকলিত বর্তনী

 

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

 

1. একটি ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযোগে রয়েছে ।এর নিঃসারক প্রবাহ 0.85mA এবং পীঠ প্রবাহ 0.05mA ।প্রবাহ বিবর্ধন গুনাঙ্ক α বের কর ।

 

সমাধানঃ

এখানে, IE = 0.85mA ; IB = 0.05mA ; α = ?

আমরা জানি, IE = IB + IC

⇨ IC = IE - IB = 0.80 mA

∴ α = IC  /  IB = 0.94    [Answer]

 

2. কোন p - n জাংশনে বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10mA এবং বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 25mA ।জাংশনের রোধ কত ?

 

সমাধানঃ

এখানে,ΔV = (1.1 – 0.9)V = 0.2V ;
ΔI = (25-10)mA = 15mA = 15×10-3 A
আমারা জানি. R = ΔV / ΔI = 13.33Ω        [Answer]

 

3. কোন ট্রানজিষ্টরের Δ IB = 0.02mA এবং Δ IC = 1mA হলে প্রবাহ লাভ β কত ?

 

সমাধানঃ

আমারা জানি,

β = Δ IB / Δ IC = 50       [Answer]