Page 1 of 4

ঢাবি ক ইউনিট ২০১৯-২০২০ | পদার্থবিজ্ঞান

Question 1

Question

দুুইটি ভেক্টর $\vec{A}=3 \hat{\imath}-3 \hat{\jmath}$ এবং $\vec{B}=5 \hat{\imath}+5 \hat{k}$ এর মধ্যবর্তী কোণ কত?

Answer

60°

30°

45°

90°

Question 2

Question
5 m উচ্চতা হতে একটি বলকে 20 m/s বেগে অনুভূমিকের সাথে 30° কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলাে। তাহলে বলটির বিচরণ কাল কত ?
Answer

$\frac{10 \pm \sqrt{198}}{9.8} \mathrm{~s}$

$\frac{10-\sqrt{198}}{9.8} \mathrm{~s}$

$\frac{10+\sqrt{198}}{9.8} \mathrm{~S}$

$\frac{10 \pm \sqrt{2}}{9.8} \mathrm{~s}$

Question 3

Question
একটি স্থির তরঙ্গে, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 m, এর তরঙ্গ দৈর্ঘ্য কত?
Answer

25 cm

50 cm

100 cm

200 cm

Question 4

Question

সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ $x_{1}=\Lambda \sin \omega t$ এবং $x_{2}=\Lambda \cos \omega t$ , যে কোন সময়ে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে?

Answer

$2 \pi$

$\pi$

$\pi / 2$

$\pi / 4$

Question 5

Question

কাগজের ভার হিসাবে ব্যবহৃত একটি পুরু কাচ (প্রতিসরাঙ্ক1.5) খন্ডের উপর থেকে খাড়া নীচের দিকে তাকালে কাগজের উপর একটি দাগ কাচের উপর প্রান্ত থেকে 6 cm নীচে দেখা যায়। কাচ খন্ডটির পুরুত্ব কত?

Answer

4 cm

6 cm

9 cm

12 cm

Question 6

Question

নীচের বর্তনীতে তড়িংপ্রবাহ $I_{1}$ এর মান কত?

ছবি
du-a-unit-2019-2020-physics-6.jpg
Answer

0.2 A

0.4 A

0.6 A

1.2 A

Question 7

Question
একটি কার্নো ইঞ্জিন 500 K এবং 250 K তাপমাত্রার দুইটি আধারের মাধ্যমে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে । kcal তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক চক্রে তাপ গ্রাহকে তাপ বর্জন করার পরিমাণ কত?
Answer

500 cal

1000 cal

500 kcal

10 kcal

Question 8

Question

q পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্র $\vec{B}$ এর সাথে সমান্তরালে $\vec{v}$ বেগে গতিশীল। উক্ত স্থানে একটি তড়িৎক্ষেত্র $\vec{E}$ থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে?

Answer

$q(\vec{E}+\vec{v} \times \vec{B})$

$q(\vec{B}+\vec{v} \cdot \vec{B})$

$q \vec{E}$

$q(\vec{E}+\vec{B})$

Question 9

Question
ব্যতিচারের ক্ষেত্রে উজ্জল বা গঠনমূলক ঝালরের শর্ত কোনটি?
Answer

$a \sin \theta=(2 n+1) \frac{\lambda}{2}$

$a \sin \theta=n \lambda$

$a \sin 0=n \frac{2}{2}$

$a \sin \theta=(2 n+1) \lambda$

Question 10

Question

একটি বস্তু m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4.0 m/s সমদ্রুতিতে ঘুরছে। একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে?

Answer

$2 / \pi^{2} \mathrm{~s}$

$\pi^{2} / 2 \mathrm{~s}$

$\pi / 2 \mathrm{~s}$

$\pi^{2} / 4 \mathrm{~s}$

Question 11

Question
স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m ও m ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v ও v2 বেগে বিপরীত দিকে চলমান v1/v2 এর অুনপাত কত ?
Answer

$\frac{m_{1}}{m_{2}}$

$\frac{m_{2}}{m_{1}}$

$-\frac{m_{2}}{m_{1}}$

$\sqrt{\frac{m_{2}}{m_{1}}}$

Question 12

Question
10 cm লম্বা ও 0.5 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লােহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 cm করা হল। জোড়া লাগানাে তারটিকে বল প্রয়ােগ করে লম্বা করা হল। লােহার ইয়ংয়ের গুণাঙ্ক তামার ইয়ংয়ের গুণাঙ্কের দুইগুণ হলে লোহা দৈর্ঘ্য বৃদ্বি ও তামার দৈর্ঘ্য বৃদ্বির অনুপাত কত?
Answer

1: 8

1 : 6

1:4

1:2

Question 13

Question
নিচের কোনটি ভরের একক নয়?
Answer

amu

$\frac{\mathrm{MeV}}{\mathrm{c}^{2}}$

$\mathrm{MeV}$

$N m^{-1} s^{2}$

Question 14

Question

একটি গাড়ি স্থির অবস্থা (P বিন্দু) হতে সােজা রাস্তায় যাত্রা শুরু করল। কিছু সময় পরে গাড়িটি মন্দনের ফলে থেমে গেল এবং একই ভাবে (প্রথমে গতি বাড়িয়ে এবং পরে গতি কমিয়ে) আবার যাত্রা শুরু করে P বিন্দুতে ফিরে আসলাে। নীচের কোন লেখচিএটি গাড়ির গতিকে প্রকাশ করে?

ছবি
du-a-unit-2019-2020-physics-14
Answer

A

B

C

D

Question 15

Question
অ্যালুমিনিয়াম, হিলিয়াম এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 2 এবং 14 হলে, $\mathrm{Al}^{27}+\mathrm{He}^{27} \rightarrow \mathrm{Si}^{27}$ + ( ) নিউক্লিয়ার বিক্রিয়া অনুপস্থিত কণা কোনটি?
Answer

an α particle

a positron

an electron

a proton