Page 1 of 4

ঢাবি 'গ' ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৭-২০১৮ | হিসাববিজ্ঞান

Question 1

Question

পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছেএসব ভুলের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না?

Answer

কর্মচারীকে প্রদত্ত বেতন ১৫,০০০ টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে ১০,০০০ টাকা

দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ১০,০০০ টাকা খতিয়ানভুক্ত হয়নি  

মারুফকে প্রদত্ত ৫,০০০ টাকা মাসুদের হিসাবে লেখা হয়েছে  

সেবা প্রদান ২০,০০০ টাকা জাবেদাভুক্ত হয়নি  

Question 2

Question

মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত?

Answer

FIFO

LIFO

ভারযুক্ত গড় পদ্ধতি

সাধারণ গড় পদ্ধতি

Question 3

Question

একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখেসংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়দোকানটি IFRS অনুযায়ী আয়চিহ্নিতকরণ নীতি অনুসরণ করেকখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে ?  

Answer

ডিসেম্বর ০৫

নভেম্বর ৩০

ডিসেম্বর ১০

ডিসেম্বর ০১

Question 4

Question

আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত:

Answer

অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য  

বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য  

নিরীক্ষকদের জন্য  

ব্যবসায়ের ব্যবস্থাপকদের জন্য  

Question 5

Question

অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না?

Answer

সরলরৈখিক পদ্বতি  

বর্ষসংখ্যার সমষ্টি পদ্বতি 

ক্রমহ্রাসমান জের পদ্বতি 

উৎপাদনের একক পদ্বতি  

Question 6

Question

নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়?  

Answer

প্রত্যক্ষ কাঁচামাল  

প্রত্যক্ষ মজুরি  

পরোক্ষ কাঁচামাল  

পরোক্ষ মজুরি  

Question 7

Question

নিম্নের কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে?  

Answer

মজুদপণ্যের হ্রাস  

প্রদেয় সমূহের বৃদ্ধি  

প্রাপ্য সমূহের বৃদ্ধি  

জমাকৃত মুনাফার বৃদ্ধি

Question 8

Question

প্রারম্ভিক মজুদ মাল ৩০,০০০ টাকা; ক্রুয় ২,০০,০০০ টাকা; বিক্রয় ১,০০,০০০ টাকাবিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?  

Answer

২,৩০,০০০ টাকা  

১,৩০,০০০ টাকা  

১,৫৫,০০০ টাকা  

২,০০,০০০ টাকা  

Question 9

Question

যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না?  

Answer

পরিবহনাধীন জমা ২০,০০০ টাকা  

ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ১০,০০০ টাকা  

ব্যাংক সার্ভিস চার্জ ৫০০ টাকা  

আমানতকারীর ভুল ২,০০০ টাকা  

Question 10

Question

দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয়  

Answer

ব্যাংক বাট্টা   

প্রদও বাট্টা  

প্রাপ্ত বাট্টা  

কারবারি বাট্টা  

Question 11

Question

আয়কর ধার্য হয় কিসের উপর? 

Answer

মূলধনের উপর  

ব্যয়ের উপর  

সম্পদের উপর  

আয়ের উপর  

Question 12

Question

নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না?  

Answer

অগ্রীম প্রদও বীমা 

বকেয়া খরচ 

অবচয়  

অজির্ত আয়  

Question 13

Question

ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন ৪০,৭৪০ টাকাকোম্পানির চলতি অনুপাত হল ৫:২। চলতি সম্পদের পরিমাণ বের কর 

Answer

১১,৬৪০ টাকা  

২৭,১৬০ টাকা  

২৯,১০০ টাকা  

৬৭,৯০০ টাকা 

Question 14

Question

হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায়মালিকানাস্বত্বের পরিমাণ ছিল যথাক্রমে ৬,৫০,০০০ টাকা ও ৮,২৫,০০০ টাকাউক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকাদায় হাস পায় ১,০০,০০০ টাকামালিকানাম্বত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোন লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমান কত ?  

Answer

নিট মুনাফা ১,০০,০০০ টাকা  

নিট  ক্ষতি ১,০০,০০০ টাকা  

নিট মুনাফা ৩,০০,০০০ টাকা  

নিট  ক্ষতি ৩,০০,০০০ টাকা  

Question 15

Question

নিম্নের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা?  

Answer

আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ  

আয় বিবরণীর অডিট অত্যন্ত জটিল  

কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না  

শেয়ারহোল্ডারাণ আয় বিবরণীকে বিশ্বাস করেন না  

Question 16

Question

বিক্রীত পণ্যের ব্যয় নির্ধারণে

Answer

নিট ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ দেয়া হয়  

নিট ক্রয়ের সাথে বহিঃপরিবহন খরচ যোগ করা হয়  

নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেয়া হয়  

নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যােগ করা হয়  

Question 17

Question

আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো  

Answer

GAAP

GAAS

IFRS 

GAAT

Question 18

Question

যদি প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এবং বিক্রীত পণ্যের ব্যয় যথাক্রমে ৪৮,০০০ টাকা, ৬২,০০০ টাকা ও ১,৪০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?

Answer

২,০২,০০০ টাকা  

১,৫৪,০০০ টাকা  

১,৮৮,০০০ টাকা  

১,২৬,০০০ টাকা  

Question 19

Question

কোনটি লেনদেন নয়?  

Answer

বাকিতে মাল ক্রয় করা হলো  

দালান কোঠার উপর ১০% হারে অবচয় ধার্য করা হলো  

গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো  

গত বছরের তুলনায়বছর বিক্রি ৭০০০ টাকা কম হয়েছে 

Question 20

Question

নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরীকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় ?  

Answer

আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি

বাকিতে পণ্য বিক্রয়  

অবচয়  

সরবরাহকারীকে নগদ প্রদান