Page 1 of 4

ঢাবি 'গ' ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৮-২০১৯ | হিসাববিজ্ঞান

Question 1

Question

চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুঙ্কাল হবে এবং আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

Answer

ক্ষতি ৫০,০০০ টাকা 

লাভ-ক্ষতির কোনোটিই হবে না 

ক্ষতি ৭০,০০০ টাকা

ক্ষতি ২,০০,০০০ টাকা

Question 2

Question

গাংচিল এক্সপ্রেস ভুলক্রমে ৫০,০০০ টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?

Answer

রাজস্ব বেশি দেখানো হবে।

সম্পত্তি বেশি দেখানো হবে।

নিট মুনাফা বেশি দেখানো হবে।

দায় বেশি দেখানো হবে।

Question 3

Question

কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেয়া হয়?

Answer

ক্রয় ফেরত

অনুপার্জিত রাজস্ব আয়

পুঞ্জীভূত অবচয়

কু-ঋণ সঞ্চিতি

Question 4

Question

শাপলা কোম্পানির নিট চলতি মূলধন ১,৮০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানীর চলতি দায়ের পরিমাণ কত?

Answer

১,২০,০০০  টাকা

৭২,০০০ টাকা 

৩০০,০০০ টাকা 

৫১,৪২৯ টাকা

Question 5

Question

বীথী ও চৈতী একটি অংশীদারী ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩:২। তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বীথী, চৈতী ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে?

Answer

৬ঃ৪ঃ৫

 

৪ঃ৩ঃ২

 

৩ঃ২ঃ১

 

৫ঃ৪ঃ৩

Question 6

Question

সানফ্লাওয়ার কোম্পানির দেনাদার হিসাব সম্পর্কিত তথ্যসমূহ নিচে  

প্রদান করছে: বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; নগদ গ্রহণের পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কুঋণের পরিমাণ ৫,০০০ টাকা। সমাপনী জের-এর পরিমাণ ৯৫,০০০ টাকা। ঐ বছরের শুরুতে দেনাদার হিসাবে কত টাকা প্রারম্ভিক জের ছিল?

Answer

২৭,০০০ টাকা (ডে.)

২২,০০০ টাকা (ক্রে.)

১৮,০০০ টাকা (ডে.)

২০,০০০ টাকা (ক্রে.)

Question 7

Question

অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা-

Answer

দায় হ্রাস করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে।

দায় হ্রাস করে ও রাজস্ব-আয় হ্রাস করে।

সম্পত্তি বুদ্ধি করে ও দায় বৃদ্ধি করে।

সম্পত্তি বৃদ্ধি করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে।

Question 8

Question

নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?

Answer

বিমা খরচ

ব্যবস্থাপকের বেতন

প্রত্যক্ষ কাঁচামাল

যন্ত্রপাতির অবচয়

Question 9

Question

একটি কোম্পানির ২০১৭ সনের তথ্যসমূহ নিম্নরূপ: নিট বিক্রয় ১,৭৫,০০০ টাকা, নীট আয় ৯৫,০০০ টাকা, মােট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা। কোম্পানীর সম্পত্তির আবর্তন অনুপাত কত?

Answer

०.২৪

০.২৭

०.৫০

০.৫৪

Question 10

Question

লামিয়া ট্রেডার্সের বিক্রয় ২,০০,০০০ টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২০,০০ টাকা এবং বিক্রয় ও  প্রশাসনিক ব্যয় ৫৫,০০০ টাকা হলে লামিয়া ট্রেডার্সের মােট মুনাফা নির্ণয় কর।

Answer

৮০,০০০ টাকা

৬০,০০০ টাকা

২৫,০০০ টাকা

১,০০,০০০ টাকা

Question 11

Question

অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে, নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনাে প্রভাব ফেলবে না-

Answer

স্বল্পমেয়াদি ঋণ দিয়ে চলতি দায় পরিশােধ।

বিবিধ দেনাদার হতে নগদ আদায়।

বিবিধ পাওনাদারকে নগদ প্রদান।

নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়

Question 12

Question

নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপএের সমষ্টিকে প্রভাবিত করবে না?

Answer

মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন।

৩,০০০ টাকার বকেয়া খরচ পরিশােধ করা।

দেনাদারের কাছ থেকে ৪,০০০ টাকা আদায় করা।

ধারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করা হলাে।

Question 13

Question

চলতি বছরে মােট চাঁদা প্রাপ্তি ২০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২,৫০০ টাকা, চলতি বছরের ব্যাংকের চাঁদা ৫,৫০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে।

Answer

২০,০০০ টাকা

১৯,০০০ টাকা 

৮,০০০ টাকা

২৫,০০০ টাকা 

Question 14

Question

একটি পুরানো গাড়ীর পুনঃসংস্করণ ব্যয়_____ উদাহারণ।

Answer

একটি মূলধনজাতীয় খরচের

একটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচের

একটি মুনাফাজাতীয় খরচের

একটি পরিচালন ব্যয়ের

Question 15

Question

প্রারম্ভিক মজুতমাল ১,৬০,০০০ টাকা, ক্রয় ৮৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৪,০০০ টাকা, বিক্রয় ১,৪০,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মার্ক-আপ ২৫% হারে।

Answer

১,৩৭,০০০ টাকা 

১,৩০,০০০ টাকা 

১,১২,০০০ টাকা 

১,০২,০০০ টাকা 

Question 16

Question

একটি কোম্পানির উদ্বৃত্ত পত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচের কোন ধারণাটি গণ্য করা হয় না?

Answer

ঐতিহাসিক ব্যয় ধারণা

চলমান প্রতিষ্ঠান ধারণা

পূর্ণ-প্রকাশ ধারণা 

মিলনকরণ নীতি

Question 17

Question

বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বুত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে?

Answer

রাজস্ব সঞ্চিতি হিসাব 

সংরক্ষিত মূলধন হিসাব

মূলধন সঞ্চিতি হিসাব 

শেয়ার আবন্টন  হিসাব 

Question 18

Question

নিচের কোনটি রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে?

Answer

করিম এন্ড সন্স থেকে ক্রয়কৃত পণ্য ৪৪০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ৪০৪ টাকা লেখা হয়েছে I

পেট্রল খরচ মােটর গাড়ি হিসাবে দেখানাে হয়েছে।

তাহের এন্ড সন্স-এর কাছে ২৫০ টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়েছে।

বিদ্যুৎ খরচ ৫০০ টাকা শুধু নগদান বহিতে লেখা হয়েছে।

Question 19

Question

একটি যন্ত্রের ক্রয়মূল্য ৭,০০,০০০ টাকা। ইহার পরিবহণ খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর সহ ভগ্নাশেষ মূল্য ৩৫,০০০ টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবচয় খরচ কত দাঁড়াবে; যদি অবচয় ধার্য্যের বেলায় ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি অনুসরণ করা হয়?

Answer

৩,৮৫,০০০ টাকা

১,৯২,৫০০ টাকা

৯৬,২৫০ টাকা

২,৮৫,০০০ টাকা

Question 20

Question

'কমিশন অগ্রিম পাওয়া গেল - লেনদেনটির জাবেদা হবে:

Answer

প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট

নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট

নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট

নগদান হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ক্রেডিট