বিষয়
বাংলা
১. কোনটি সংকর শব্দ?
ক. গুরুমশাই
খ. কালিকলম
গ. সন্ধ্যাপ্রদীপ
ঘ. আদব-কায়দা
২. বাক্য রূপান্তরের ক্ষেত্রে (অস্তিবাচক থেকে নেতিবাচক) অপরিবর্তিত রাখতে হয়-
ক. মৌলিক অর্থ
খ. পদক্রম
গ. ক্রিয়ারূপ
ঘ. বাক্যের গঠন
৩. ‘অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়’- এক কথায় হবে-
ক. দুরধিগম্য
খ. দুরধ্যয়
গ. দুরূহ
ঘ. অনতিক্রম্য
৪. লাফ>ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
ক. ব্যঞ্জনাগম
খ. ধ্বনিবিপর্যয়
গ. ধ্বনিলোপ
ঘ. বিষমীভবন
৫. ‘লেফাফা দুরস্ত’ বাগধারায় ‘লেফাফা’ শব্দের আভিধানিক অর্থ-
ক. পোশাক
খ. খাম
গ. লেপা
ঘ. ফাঁপা
৬. অর্থবিচারে ‘তুরঙ্গম’ কোন ধরনের শব্দ?
ক. যোগরূঢ়
খ. রূঢ়
গ. যৌগিক
ঘ. অর্থহীন
৭. কোনটিতে থামার প্রয়োজন হয় না?
ক. বিস্ময় চিহ্ন
খ. প্রশ্ন চিহ্ন
গ. ইলেক চিহ্ন
ঘ. ড্যাস
৮. ‘জীবনে স্বার্থকতা অর্জন করিতে চাইলে সংকীর্নতার উর্ধে উঠিতে হবে, সব অপগুণগুলো বিসর্জ্জন দিতে হবে।’- চলতি ভাষারীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
৯. সাধারণত কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না?
ক. সাধিত শব্দ
খ. পারিভাষিক শব্দ
গ. সংকর শব্দ
ঘ. অজ্ঞাতমূল শব্দ
১০. 'I never got to see him at close quarters'- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ-
ক. আমি তাকে কখনো দেখি নি।
খ. আমি তাকে কখনো নিকটস্থ বাসায় খুঁজে পাই নি।
গ. আমি তাকে কখনো সামনের বাড়িটিতে দেখতে পাইনি।
ঘ. আমি তাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাই নি।
১১. ‘ধন্যবাদ’ কবিতার সর্বশেষ চরণ-
ক. আজ তবে আসি স্যার!
খ. তবে আজ আসি স্যার!
গ. আজ আসি তবে স্যার!
ঘ. তবে স্যার আজ আসি!
১২. বেগম রোকেয়া কোন দুই দল লোককে অলস বলেছেন?
ক. শিক্ষিত পুরুষ ও অশিক্ষিত নারী
খ. শুক্লকেশ বুদ্ধিমানগণ ও তাদের অনুসারী
গ. রাজরাজড়া ও ভদ্রমহিলা
ঘ. ভিক্ষু ও ধনবান
১৩. ‘টিপাই’ শব্দটির উৎসভাষা
ক. ইংরেজি
খ. ফারসি
গ. গুজরাটি
ঘ. তুর্কি
১৪. অঘোষ ধ্বনি নয়
ক. ক
খ. ত
গ. ফ
ঘ. হ
১৫. ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত
ক. ফাল্গুন>ফাগুন
খ. বউদিদি>বউদি
গ. ধোবা>ধোপা
ঘ. ধরিতে>ধরতে
১৬. ‘মাতৃভাষা-রূপ খনি পূর্ণ মণিজালে।’- ‘মণিজাল’ শব্দের অর্থ
ক. প্রচুর মণি
খ. জ্বলন্ত মণি
গ. চাকচিক্যময় মণি
ঘ. জালের মতো ছড়িয়ে থাকা
১৭. ‘সোনার তরী’ কবিতার পংক্তিসংখ্যা
ক. ৪০
খ. ৪২
গ. ৪৬
ঘ. ৪৮
১৮. আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়
ক. হাত দিয়ে
খ. হাতুড়ি দিয়ে
গ. চরণাঘাতে
ঘ. লগুড়াঘাতে
১৯. ‘আমাদের জীবনটা ছিল যান্ত্রিক।’- কোন গল্প থেকে নেওয়া?
ক. বিলাসী
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. হৈমন্তী
ঘ. একুশের গল্প
২০. তপোবনের চতুর্থ লক্ষণ হিসেবে রাজা দুষ্মন্ত কোনটিকে চিহ্নিত করেছেন?
ক. নিঃশঙ্কচিত্তে চরে বেড়ানো হরিণশিশু
খ. মলিন পল্লব
গ. তরুতলে পতিত নীবার
ঘ. তৈলাক্ত উপলখণ্ড
২১. সন্ধিজাত শব্দ
ক. উন্মনা
খ. দখিনা
গ. ফাল্গুন
ঘ. মিনতি
২২. কোনটি ভিন্নার্থক?
ক. নৃপতি
খ. ভূপতি
গ. নগেন্দ্র
ঘ. নরেন্দ্র
২৩. দেশি শব্দ নয়
ক. ঢিল
খ. ঝিঙা
গ. মুড়কি
ঘ. মাছি
২৪. আভিধানিকভাবে সাজানো শব্দত্রয়
ক. অমেয়, অমৃত, অম্বল
খ. চলতি, চর্চা, চাকু
গ. নরম, নারকেল, নালা
ঘ. পাঁচ, পঁচিশ, পঁচাশি
২৫. ‘জয়’ শব্দের প্রকৃতি-প্রত্যয়
ক. জ+অচ
খ. জ+অঙ
গ. জি+অচ
ঘ. জি+অঙ
English
Read the passage and answer question 1-4
Giving a presentation can be a worrying prospect. Nervous about the audience's reaction and anxious not to miss out anything important, some speakers read from a prepared text. Such occasions are rarely a success. A reader finds it difficult to engage with an audience in the way that an unscripted speaker can. When you read, your eyes are, much of the time, turned down towards your script and thus away from the audience. You do not make eye contact and cannot be properly aware of the way in which your listeners are responding to your words.
1. Choose a suitable title for the passage.
a. Problems of Presentation
b. Reading and Talking
c. Stage fright
d. Of Talkers and Listeners
2. "Engage with an audience" means-
a. to make contact with an audience
b. to invite an audience
c. to make an appointment with audience
d. to encourage an audience
3. Who is an unscripted speaker?
a. A speaker whose name is not in the script
b. An unlisted speaker
c. A speaker without a written text
d. A speaker with no trust in script
4. "Rarely a success" means-
a. always a success
b. often a success
c. never a success
d. seldom a success
5. The test is going well. We _____ any problems.
a. didn't have
b. haven't had
c. might have
d. couldn't have
6. What is the synonym of "Incredible"?
a. unlikely
b. unthinking
c. unacceptable
d. unbelievable
7. A fisherman earns his livelihood catching and selling fish.
a. by
b. for
c. at
d. in
8. In "Ozymandias" the poet says, "I met a traveller ___ an ___ land."
a. by, old
b. going, ancient
c. from, antique
d. passing, antique
9. It____ known ____ the Toy Train.
a. popularly, as
b. popularly, by
c. popular, at
d. often, from
10. He _____ dress formally to work but he always _____
a. has not to, has
b. does not have to, does
c. has got it, would not
d. does not require to, would
11. The best translation of the sentence. সমস্যাটি যথাযথভাবে অমাধান করা হয়েছে।
a. The problem is solved as per direction
b. The problem is finished properly
c. The problem has been solved in a befitting manner.
d. The problem is solved in a proper way.
12. It was ______ funny; I _____stop _____
a. too, cannot, laughing too
b. too, had not to, laugh
c. very, could not, laughing
d. very, would not, to laugh
13. "Subterfuge" means-
a. deception
b. smartness
c. very clever
d. frank
14. 'Squander' means-
a. improve
b. solve
c. travel
d. waste
15. I am to_____ the town to do some ______.
a. coming, working
b. going, shopping
c. sending, shopping
d. going, buy
16. In "I wandered Lonely As a Cloud" the daffodils the poet.
a. a great deal of pleasure
b. very pleasure
c. many pleasure
d. much pleasures
17. According to your English text, English is the official or semi-official language in-
a. less than 50 countries
b. more than 80 countries
c. more than 100 countries
d. more than 60 countries
18. You should not take me for
a. wanted
b. granted
c. required
d. settled
19. The line's busy--------do you want to ?
a. hold up
b. hold along
c. hold firm
d. hold on
20. 'Epitome' means-
a. Very strange
b. a perfect example of something
c. beauty
d. architecture
21. It has been over three centuries _______ Shahajahan _____ the Tajmahal.
a. ago, build
b. when, has built
c. since, built
d. years, dreamt
22. I'll write down the phone number _______ I forget
a. if
b. unless
c. even though
d. in case
23. In the past a large quantity of jute from Bangladesh
a. were being exported
b. exported
c. was exported
d. were exported
24. They gave me a form and told me to ________
a. fill on
b. fill in it
c. fill up it
d. fill it in
25. She tried to be serious but she couldn't help ________
a. laughing
b. to laugh
c. laugh
d. that to laugh
সাধারণ জ্ঞান
১ . বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে?
ক . ই ইউ
খ . ন্যাটো
গ . আসিয়ান
ঘ . নাফটা
২ . ভারতের বর্তমান রাষ্টপতি-
ক.এপিজে এএ কালাম
খ . প্রতিভা পাতিল
গ . মনমোহন সিং
ঘ . সোনিয়া গান্ধী
৩ . প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করেছে-
ক . ওয়ার্ল্ড ব্যংক
খ . সিডা
গ . এডিবি
ঘ . জাইকা
৪ . কোন কবির মাও একজন কবি?
ক . বিষু দে
খ . শামসুর রহমান
গ . জীবনানন্দ
ঘ . আহসান হাবীব
৫ . বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
ক . বান্দরবান
খ . কলাকোপা
গ . মহাস্থানগড়
ঘ . উয়ারি বটেশ্বর
৬ . মাৎসান্যয় ধারণাটির কিসের সঙ্গে সম্পকিত?
ক . মাছবাজার
খ . ন্যায়-বিচার প্রতিষ্টা
গ . মাছ ধরার নৌকা
ঘ . আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৭ . চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন কখন অনুষ্টিত হয়?
ক . নভেম্বর ২৭-২৮,২০০৬
খ . জানুয়ারী ১৫-১৬,২০০৭
গ . এপ্রিল ৩-৪,২০০৭
ঘ . জুলাই ১৭-১৮ ২০০৭
৮ . বাংলাদেশের কোন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাকে (ইপিজেড)কৃষিভিওিক হিসেবে গণ্য করা হয়েছে?
ক.উত্তরা
খ . কুমিল্লা
গ . বাগেরহাট
ঘ . ঈশ্বরদি
৯ . আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষা
ক . আরবী
খ . ফরাসি
গ. এসপারেনটো
ঘ . ইংরেজী
১০ . আন্তজাতিক অহিংসা দিবস
ক . ৩০ জানুয়ারী
খ . ২ অক্টোবর
গ . ৩ অক্টোবর
ঘ . ১০ অক্টোবর
১১ . বাংলাদেশে মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো সেক্টর
ক . সেক্টর ১
খ . সেক্টর ২
গ . সেক্টর ১০
ঘ . সেক্টর ১১
১২ . বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলি আকবর খাঁর পিতা
ক . আলাউদ্দিন খাঁ
খ . আফতাবুদ্দিন খাঁ
গ . আয়াত আলি খাঁ
ঘ . বিসমিল্লাহ
১৩ . আই এস বি এন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত
ক . বই ও প্রকাশনা
খ . জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
গ . টিভি চ্যানেল
ঘ . গ্রীনহাউস
১৪ . বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়?
ক . হালদা
খ . তিস্তা
গ . তিতাস
ঘ . করতোয়া
১৫ . জ্ঞান হল
ক . প্রশ্নহীন অন্ধ বিশ্বাস
খ . দৃঢ় বিশ্বাস
গ . সত্য বিশ্বাস
ঘ . প্রমাণসমর্থিত সত্য বিশ্বাস
১৬ . আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ?
ক . চীন
খ . মার্কিন যুক্তরাষ্ট্র
গ . অস্ট্রেলিয়া
ঘ . ব্রাজিল
১৭ . যুক্তরাষ্টের তদানীন্তন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন-
ক . হ্যারি ট্রম্যান
খ . ফ্রাংকলিন রুজভেল্ট
গ . উড্রো উইলসন
ঘ . ডুয়াইট আইসেনহাওয়ার
১৮ . জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্টিত হয়েছিল?
ক . ওয়াশিংটন ডিসি
খ . মেকিকো সিটি
গ . জেনেভা
ঘ . নিউইয়র্ক
১৯ . ভিয়েতনামের মুদ্রার নাম
ক . ইউয়ান
খ . ইয়েন
গ . ডং
ঘ . কিপ
২০ . ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন
ক . জগদীশচন্দ্র বসু
খ . আনন্দমোহন বসু
গ . বুদ্ধদেব বসু
ঘ . সত্যেন্দ্রনাথ বসু
২১ . অস্তিত্ববাদ কি?
ক . একটি দার্শনিক মতবাদ
খ . একটি প্রাণীবিদ্যা-তত্ত্ব
গ . একটি পদার্থবিদ্যা-তত্ত্ব
ঘ . একটি সাহিত্য মতবাদ
২২ . এখন পযন্ত কতজন বাংলাদেশী দাবায় গ্রান্ডমাস্টার অর্জন করেছেন?
ক . ২
খ . ৩
গ . ৪
ঘ . ৫
২৩ . জর্জ আব্রাহাম গ্রিয়ারসন হলেন একজন
ক . রাজনীতিক
খ . ভাষাবিনী
গ . বৈজানিক
ঘ . কবি
২৪ . সিডর শব্দের অর্থ
ক . চোখ
খ . বন্যা
গ . ঝড়
ঘ . মুখ
২৫ . রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান
ক . ড.সাদাত হোসেন
খ . ড. আকবর আলী খান
গ . ড. এ.টি.এম. শামসুল হুদা
ঘ . ড. কামাল হোসেন
২৬ . জাতিসংঘভুক্ত রাষ্টসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়
ক . এ্যাম্বাসেডর
খ . হাই কমিশনার
গ . এ্যাটাশে
ঘ . সেক্রেটারি
২৭ . ২০০৭ সালে নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক?
ক . যুক্তরাজ্য
খ . যুক্তরাষ্ট
গ . ইতালি
ঘ . সুইডেন
২৮ . ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী শতকরা কতজন বাংলাদেশের গ্রামে বাস করে?
ক . ৮০%
খ . ৭৬%
গ . ৭৫%
ঘ . ৭০%
২৯ . বাংলাদেশের কোন জেলা সম্প্রতি রেল যোগাযোগের আাওতায় এসেছে?
ক . গাজীপুর
খ . পাবনা
গ . টাংগাইল
ঘ . পিরোজপুর
৩০ . সংস্কৃতির অংশ নয়
ক . ভূমি
খ . জনগণ
গ . সরকার
ঘ . ধর্ম
৩১ . অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্তী কেভিন রুড কোন দলের সঙ্গে সংযুক্ত?
ক . লিবারেল পার্টি
খ . ন্যাশনালিস্ট পার্টি
গ . রিপাবলিকান পার্টি
ঘ . লেবার পার্টি
৩২ . গ্রীন পিস কোন ধরনের সংগঠন?
ক . নারীবাদী
খ . সামরিক
গ . অর্থনৈতিক
ঘ . পরিবেশবাদী
৩৩ . লন্ডনে বিবিসির প্রধান কার্যালয়ের নাম
ক . হোয়াইট হল
খ . ব্যাংকিংহাম প্যালেস
গ . ভিক্টোরিয়া প্যালেস
ঘ . বুশ হাউজ
৩৪ . ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্টপতির ভাই?
ক . ড. মাহমুদ হোসেন
খ . স্যার এ.এ.ড.রহমান
গ . ড. আর সি মজুমদার
ঘ . বিচারপতি আবু সাঈদ চৌধুরী
৩৫ . বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না?
ক . বিবাহ বিচ্ছেদ
খ . নারী ও শিশু পাচার
গ . শিশুর অভিভাবকত্ব
ঘ . দেন মোহর
৩৬ . ইতিহাসখ্যাত মসলিন- এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে?
ক . মুক্তিযুদ্ধ জাদুঘরে
খ . বরেন্দ্র জাদুঘরে
গ . লালবাগ দুর্গে
ঘ . জাতীয় জাদুঘরে
৩৭ . পৃথিবীর মহাসাগর সমূহের কোন অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক রয়েছে?
ক . প্রশান্ত মহাসাগর
খ . আটলান্টিক মহাসাগর
গ . ভারত মহাসাগর
ঘ . আর্কটিক সাগর
৩৮ . চা- এর আদিবাস
ক . ভারত
খ . শ্রীলন্কা
গ . চীন
ঘ . জাপান
৩৯ . ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান
ক . রমনা পার্ক
খ . ন্যাশনাল পার্ক
গ . গুলশান পার্ক
ঘ . বাহাদুর শাহ পার্ক
৪০ . কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্রগ্রাম অঞলের বাইরে বসবাস করে?
ক . চাকমা
খ . হাজং
গ. ত্রিপুরা
ঘ . মার্মা
৪১ . কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?
ক . ফিজি
খ . ভানুয়াতু
গ . মালদ্বীপ
ঘ . পালাউ
৪২ . বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্টিত হয়?
ক . ১৯৫০
খ . ১৯৫২
গ . ১৯৫৪
ঘ . ১৯৫৬
৪৩ . ব্যাটলশিপ পটেমকিন
ক . একটি রুশ চলচ্চিত্র
খ . একটি জার্মান চলচ্চিত্র
গ . একটি চেক চলচ্চিত্র
ঘ . একটি হাংগেরীয় চলচ্চিত্র
৪৪ . কোন এশীয় দেশে ন্যাটো সৈন্যরা যুদ্ধে লিপ্ত?
ক . ইরাক
খ . ইরান
গ . আফগানিস্তান
ঘ . পাকিস্তান
৪৫ . ২০০৭ সালের ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোক হচ্ছে?
ক . ৫১%
খ . ৪৫%
গ . ৫৫%
ঘ . ৪৮%
৪৬ . গ্রেশাম সূত্র হিসাবে সুবিদিত
ক . উৎকৃষ্ট মুদ্রা নিকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে
খ . নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতিাড়িত করে
গ . দ্রব্যের চাহিদা বাড়লে দাম বাড়ে
ঘ . ভোক্তার আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে
৪৭ . ২০০৭ সনের বিশ্ব পরিবেশবাদী সম্মেলন অনুষ্টিত হয়?
ক . ম্যানিলায়
খ . বেইজিংয়ে
গ . কিয়োটোয়
ঘ . বালিদ্বীপে
৪৮ . সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্টিত হচ্ছে
ক . নয়াদিল্লী
খ . কাঠমন্ডু
গ . ঢাকা
ঘ . ইসলামাবাদ
৪৯ . সেলিম আল দীনের নাটক
ক . স্বপ্নমঙ্গল
খ . কেরামত মঙ্গল
গ . রুদ্রমঙ্গল
ঘ . মনসা মঙ্গল
৫০ . U-Boats কোন দেশের নৌবাহিনীর অন্তভূক্ত ছিল?
ক . ব্রিটেন
খ . মার্কিন যুক্তরাষ্ট
গ . সোভিয়েত ইউনিয়ন
ঘ . জার্মানি