সময়: ১ ঘন্টা ৪৫ মিনিট পূর্ণমান :১২০
পর্দাথবিজ্ঞান
1.a এর মান কত হলে $\overline{\mathrm{A}}=2 \hat{\mathrm{i}}+\mathrm{a} \hat{\mathrm{j}}+\hat{\mathrm{k}}$ এবং $\overline{\mathrm{B}}=4 \hat{\imath}-2 \hat{\jmath}-2 \hat{\mathrm{k}}$ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে?
A. 1
B. 2
C. 3
D. 4
2. দুইটি বলের লব্ধির মান 40 N । বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 N এবং এটি লব্ধি বলের লম্ব বরাবার ক্রিয়া করে । বড় বলটির মান কত?
A. 40 N
B. 45 N
C. 50 N
D. 60 N
3. 100 kg ভরের একটি পাথর 150 m উঁচু কোন স্থান হতে ছেড়ে দেওয়া হল । 5 sec পরে ভূমি থেকে পাথরটির উচ্চতা কত হবে?
A. 22.5 m
B. 122.5 m
C. 27.5 m
D. None
4. নিচের কোন চিত্রটি ওহমের সূত্রকে সমর্থন করে?
5. একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়?
A. শক্তি দ্বিগুণ হয়
B. শক্তির কোন পরিবর্তন হয় না
C. শক্তি অর্ধেক হয়
D. শক্তি চারগুণ বৃদ্ধি পায়
6. হাইড্রোজেন পরমাণুর ইলেক্ট্রন $5 \times 10^{-11 \mathrm{~m}}$ ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে $6.8 \times 10^{15}$ বার ঘোরে । কক্ষের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত? $e=1.6 \times 10^{-19 \mathrm{~m}} \mathrm{C}$, $\mu_{0}=4 \pi \times 10^{7} \mathrm{H} / \mathrm{m}$.
A. $13.67 \mathrm{wb} / \mathrm{m}^{2}$
B. $6.8 \mathrm{wb} / \mathrm{m}^{2}$
C. $1.6 \times 10^{-7} \mathrm{wb} / \mathrm{m}^{2}$
D. $2.7 \mathrm{wb} / \mathrm{m}^{2}$
7. একটি তাপ ইঞ্জিন স্টিম-বিন্দু ও $27^{\circ} \mathrm{C}$ তাপমাত্রার মধ্যে কার্যরত । ইঞ্জিনের সর্বাধিক দক্ষতা কত?
A. $29.5 \%$
B. $21.75 \%$
C. $15.52 \%$
D. $19.57 \%$
8. কোন একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদ্বুদ আয়তনে পাঁচগুণ হয় । বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে $10^{5} \frac{\mathrm{N}}{\mathrm{m}^{2}}$ এবং হলে হ্রদের গভীরতা কত?
A. $40.82 \mathrm{~m}$
B. $51 \mathrm{~m}$
C. $61 \mathrm{~m}$
D. $30 \mathrm{~m}$
9. একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য $\frac{5 \lambda}{4}$ । বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত?
A. $\frac{\pi}{3}$
B. $\frac{\pi}{4}$
C. $\frac{\pi}{2}$
D. $\frac{\pi}{6}$
10. ইয়াং-এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব $2 \mathrm{~mm}$ । এ চির হতে $1 \mathrm{m}$ দূরত্বে পর্দার উপরে ডোরার প্রস্থ $0.295 \mathrm{~mm}$ পাওয়া গেলে আলোর তরঙ্গদৈর্ঘ্য বের কর ।
A. $5.90$Å
B. $59$ Å
C. $5900$ Å
D. $59000$ Å
11. $\mathrm{C}-14$ এর একটি তেজস্ক্রিয় নমুনা ফেলে রাখা হল । কত সময় পরে এর পরমাণুর সংখ্যা এক চতুর্থাংশে নেমে আসবে? $\lambda=3.84 \times 10^{-12} \mathrm{~s}^{-1}$
A. $3.6 \times 1012 \mathrm{~s}$
B. $1.8 \times 1011 \mathrm{~s}$
C. $3.6 \times 1011 \mathrm{~s}$
D. $1.8 \times 1012 \mathrm{~s}$
12. একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে থেমে যায় । বুলেটের গতি যদি তিনগুণ করা হয় তবে বুলেটটি কয়টি তক্তা ভেদ করতে পারবে?
A. $12$
B. $3$
C. $8$
D. $9$
13. পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কতগুণ বৃদ্ধি করতে হবে?
A. $\frac{1}{4}$
B. $\frac{1}{2}$
C. 2
D. 4
14. একটি আদর্শ ট্রান্সফর্মারের মূখ্য কুণ্ডলীর ভোল্টেজ 15V এবং প্রবাহমাত্রা 3A । গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 25V হলে গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা নির্ণয় কর ।
A. 5A
B. 15A
C. 3A
D. 1.8A
15. নিম্নের বর্তনীর R3 রোধের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে-
A. 5V
B. 3V
C.12V
D. 6V
16. চন্দ্রপৃষ্ঠের হতে বিকিরিত সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য $14 \mu \mathrm{m}$ হলে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা কত? উইনের সরণ সূত্রের ধ্রুবক $2.9 \times 10^{-3} \mathrm{~m} \cdot \mathrm{k}$
A. $207.1 \mathrm{~K}$
B. $273 \mathrm{~K}$
C. $207.1^{\circ} \mathrm{C}$
D. $273^{\circ} \mathrm{F}$
17. $\mathrm{T}$ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি-
A. $\frac{2}{3} \mathrm{kT}$
B. $\frac{3}{2} \mathrm{kT}^{2}$
C. $\frac{3}{2} \mathrm{kT}^{4}$
D. $\frac{3}{2} \mathrm{kT}$
18. একটি পুকুর $10m$ গভীর । পানির প্রতিসরাঙ্ক যদি $1.33$ হয়, তবে পুকুরের আপাত গভীরতা কত?
A. $13.3 \mathrm{~m}$
B. $7.52 \mathrm{~m}$
C. $7.8 \mathrm{~m}$
D. $10 \mathrm{~m}$
19. $300 \mathrm{~Hz}$ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের পানি ও বাতাসে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য $4.16 \mathrm{~m}$ । শব্দের গতি বাতাসে $352 \mathrm{~ms}^{-1}$ হলে পানিতে শব্দের গতি কত?
A. $800 \mathrm{~ms}^{-1}$
B. $1200 \mathrm{~ms}^{-1}$
C. $1600 \mathrm{~ms}^{-1}$
D. None
20. কোন ধাতুর ক্ষেত্রে ফটোইলেক্ট্রন নিঃসরণের সূচন তরঙ্গদৈর্ঘ্য $6000 A^{\circ}$ । ধাতুটির কার্য অপেক্ষক ইলেক্ট্রন ভোল্টেজ কত?
A. $5.5 \mathrm{eV}$
B. $2.7 \mathrm{eV}$
C. $5.05 \mathrm{eV}$
D. $2.07 \mathrm{eV}$
21. $5000 A^{\circ}$ তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মির ফোটনের শক্তি হল-
A. $2.48 \mathrm{eV}$
B. $2.84 \mathrm{eV}$
C. $4.25 \mathrm{eV}$
D. $5.1 \mathrm{eV}$
22. $30 \mathrm{~ms}^{-1}$ বেগে আগত $250 \mathrm{~g}$ ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে $0.1 \mathrm{~s}$ সময়ের মধ্যে থামিয়ে দিল । খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত?
A. $7.5 \mathrm{~N}$
B. $75 \mathrm{~N}$
C. $2.5 \mathrm{~N}$
D. $25 \mathrm{~N}$
23. পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা একভাগ হবে? পৃথিবীর ব্যাসার্ধ $=6.38 \times 10^{6} \mathrm{~m}$
A. $5.74 \times 10^{7} \mathrm{~m}$
B. $6.38 \times 10^{7} \mathrm{~m}$
C. $7.5 \times 10^{6} \mathrm{~m}$
D. $8.1 \times 10^{6} \mathrm{~m}$
24. একটি $10 \Omega$ রোধ একটি $E$ তড়িৎ চালক বল এবং $r$ অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের দুইপ্রাণ্তে সংযোগ দিলে তড়িৎ বর্তনী দিয়ে $0.1 \mathrm{~A}$ প্রবাহিত হয় । $10 \Omega$ রোধটি একটি $3 \Omega$ রোধ দ্বারা প্রতিস্থাপন করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেয়ে $0.24 \mathrm{~A}$ হয় । $\mathbf{r}$ এর মান কত?
A. $12 \Omega$
B. $1.2 \Omega$
C. $0.2 \Omega$
D. $2 \Omega$
25. $4 \mu \mathrm{F}$ এর $4$টি ধারক সিরিজে সংযোগ করা হল । তাদের সমতুল্য ধারকত্ব হচ্ছে-
A. $1 \mu \mathrm{F}$
B. $2 \mu \mathrm{F}$
C. $4 \mu F$
D. $16 \mu F$
26. কোন একটি তার কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহমাত্রা $2 \mathrm{~A}$। কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহমাত্রা $0.08 s$-এ শূণ্যে নামিয়ে আনলে কুণ্ডলীতে $0.5 \mathrm{~V}$ বিদ্যুৎচালক বল আবিষ্ট হয় । কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
A. $0.02$ henry
B. $0.2$ henry
C. 2 henry
D. 20 henry
27. একটি দ্বি-পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে $\frac{\mathrm{C}_{\mathrm{p}}}{\mathrm{C}_{\mathrm{v}}}$ হল-
A. $1.67$
B. $1.4$
C. $1.33$
D. $1.11$
28. কাঁচের মধ্যে একটি আলোকরশ্মি কাঁচ-পানি বিভেদ তলের উপর আপতিত হল । আপতন কোণ $50^{\circ}$ হলে প্রতিসরণ কোণ কত হবে? কাঁচ এবং পানি প্রতিসরাঙ্ক যথাক্রমে $1.5$ এবং $1.33$
A. $75.5^{\circ}$
B. $51.2^{\circ}$
C. $69.3^{\circ}$
D. $59.8^{\circ}$
29. কাঁচ ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে $1.5$ এবং $2.5$ । কাঁচ ও হীরকের মধ্যে সংকট কোণ-
A. $26.50^{\circ}$
B. $36.87^{\circ}$
C. $47.75^{\circ}$
D. $51.25^{\circ}$
30. একটি কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ । কণাটির দ্রুতি হল-
A. $2.6 \times 10^{8} \mathrm{~ms}^{-1}$
B. $2.9 \times 10^{8} \mathrm{~ms}^{-1}$
C. $3 \times 10^{8} \mathrm{~ms}^{-1}$
D. $6 \times 10^{8} \mathrm{~ms}^{-1}$
রসায়ন
1. নিম্নের বিক্রিয়ার সাম্যধ্রুবক kc এর সঠিক একক কোনটি?
$\mathrm{W}(\mathrm{aq})+2 \mathrm{x}(\mathrm{aq}) \rightleftharpoons 2 \mathrm{y}(\mathrm{aq})+3 \mathrm{z}\left(\mathrm{aq}^{++}\right)$
A. $\mathrm{mol}$ $\mathrm{dm}^{-3}$
B. $\mathrm{mol2}$ $\mathrm{dm}^{-6}$
C. $\mathrm{mol-1}$ $\mathrm{dm}^{3}$
D. $\mathrm{mol-2}$ $\mathrm{dm}^{6}$
2. $002 \mathrm{M}$ সালফিউরিক এসিড দ্রবণের $\mathrm{p}^{\mathrm{H}}$ হল
A. $2.70$
B. $4.20$
C. $2.40$
D. $3.00$
3. $\mathrm{N}_{2}+3 \mathrm{H}_{2} \rightarrow 2 \mathrm{NH}_{3}$ একটি গ্যাসীয় বিক্রিয়া, এত $\mathrm{k}_{p}$ ও $\mathrm{k}_{c}$ এর সম্পর্ক নিম্নের কোনটি?
A. $K_{p}=K_{c}(R T)^{2}$
B. $K_{p}=K_{c}(R T)^{1.5}$
C. $K_{p}=K_{c}(R T)^{-2}$
D. $K_{p}=K_{C}(R T)^{3}$
4. তুঁতে দ্রবণে $1$ ঘণ্টা ধরে $8$ ampere বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ Cu জমা পড়বে?
A. 8.475g
B. 9.475g
C. 10.475g
D. 11.475g
5.$18 \mathrm{g}$ গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে?
A. $6 \times 10^{23}$
B. $3.6 \times 10^{23}$
C. $6 \times 10^{22}$
D. $3.6 \times 10^{24}$
6. নিম্নের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুত?
A. HCl
B. He
C. CH4
D. N2
7. নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি?
A. Infrared
B. Visible
C. ultraviolet
D. microwave
8. $2 \mathrm{~g} \mathrm{NaOH}, 50 \mathrm{~mL}$ দ্রবণে দ্রবীভূত থাকলে ঐ $\mathrm{NaOH}$ দ্রবণের মোলারিটি কত?
A. 0.1M
B. 0.5M
C. 1M
D. 2M
9. একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ $10 \mathrm{mmol} / \mathrm{L}$. $\mathrm{mg} / \mathrm{d} \mathrm{L}$ এককে এর পরিমাণ কত?
A. 120
B. 220
C. 200
D. 180
10. নিম্নোক্ত বিক্রিয়ায় শূণ্যস্থানে কি হতে পারে?
${ }_{13}^{27} \mathrm{Al}+{ }_{2}^{4} \mathrm{He} \rightarrow{ }_{15}^{30} \mathrm{P}+{ }_{0}^{1} \ldots$
A. ${ }_{0}^{1} \mathrm{n}$
B. ${ }_{-1}^{0} \mathrm{e}$
C. ${ }_{1}^{1} \mathrm{H}$
D. ${ }_{0}^{0} \mathrm{Y}$
11. $5 \mathrm{Fe}^{2+}+\mathrm{MnO}_{4}+8 \mathrm{H}^{+} \rightarrow 5 \mathrm{Fe}^{3+}+\mathrm{Mn}^{2+}+4 \mathrm{H}_{2} \mathrm{O}$
বিক্রিয়াতে $1000 \mathrm{~mL}$ $1 \mathrm{M}$ $\mathrm{KMnO}_{4}$ দ্রবণ কত গ্রাম $\mathrm{Fe}^{2+}$ কে জারিত করবে? এর পারমাণবিক ভর $55.85\mathrm{।}$
A. $350.55 \mathrm{~g}$
B. $279.25 \mathrm{~g}$
C. $55.85 \mathrm{~g}$
D. $25.85 \mathrm{~g}$
12. ${ }_{15}^{31} \mathrm{P4}$ এর $15$ টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে?
A. 160
B. 64
C. 960
D. 1800
13. নিম্নের কোন সেটটির সব মৌলগুলির ইলেক্ট্রন বিন্যাসে বেজোড় ইলেক্ট্রন আছে?
A. Ca,Sr,Ba
B. Na,Si,S
C. Ca,P,Xe
D. Zn,Mg,N
14. নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলির কোন সেটটি অনুমোদিত নয়?
A. $n=1, l=0, m=0$
B. $n=2, l=2, m=-1$
C. $n=3, l=2, m=+2$
D. $n=4, l=3, m=-1$
15. পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় দ্রবণে $\mathrm{SO}_{2}$ চালনা করা হলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয় । ঐ বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হলো-
A. +5 to +3
B. +7 to +4
C. +6 to +3
D. +4 to +2
16. লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেয়া হয়?
A. Zn
B. Pb
C. Hg
D. Ti
17. স্টিলে থাকে-
A. Fe + C + Mn
B. Fe + Mn
C. Fe + Mn + C
D. Fe + C + Al
18. গ্রিন হাউজ প্রভাবের জন্য বেশি দায়ী গ্যাস-
A. CO
B. NO2
C. CH4
D. CO2
19. নিম্নের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া?
A. $\mathrm{Cl}_{2}(\mathrm{~g})+2 \mathrm{NaOH}(\mathrm{aq}) \rightarrow \mathrm{NaOCl}(\mathrm{aq})+\mathrm{NaCl}(\mathrm{aq})+\mathrm{H}_{2} \mathrm{O}$
B. Zno(s) $+\mathrm{H}_{2}(\mathrm{~g}) \rightarrow \mathrm{Zn}(\mathrm{s})+\mathrm{H}_{2} \mathrm{O}(\mathrm{l})$
C. $\mathrm{AgNO}_{3}(\mathrm{aq})+\mathrm{HCl}(\mathrm{aq}) \rightarrow \mathrm{AgCl}(\mathrm{s})+\mathrm{HNO}_{3}(\mathrm{aq})$
D. $\mathrm{Fe}_{2} \mathrm{O}_{3}(\mathrm{~s})+\mathrm{C}(\mathrm{s}) \rightarrow 2 \mathrm{Fe}(\mathrm{s})+3 \mathrm{CO}(\mathrm{g})$
20. পটাশিয়াম পারম্যাঙ্গানেট- সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে নিম্নের কোনটি তুমি ব্যবহার করবে?
A. methyl orange
B. starch
C. diphenylamine
D.no indicator
21. নিম্নের কোনটি অপটিক্যাল আইসোমার নেবে না?
A. $\mathrm{CH}_{3}-\mathrm{CH}=\mathrm{CH}-\mathrm{C}_{2} \mathrm{H}_{5}$
B. $\mathrm{CH}_{3} \mathrm{CHOHCOOH}$
C. $\mathrm{C}_{6} \mathrm{H}_{5}-\mathrm{CH}=\mathrm{CHCHOHCOOH}$
D. $\mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{CHBrCH}_{3}$
22. নিম্নের কোনটি Wolf-Kishner বিজারন?
A. $\mathrm{CH}_{3} \mathrm{CH}=\mathrm{O}+\mathrm{Zn}-\mathrm{Hg} /$ conc. $\mathrm{HCl} \rightarrow \mathrm{CH}_{3}-\mathrm{CH}_{3}$
B. $\mathrm{CH}_{3} \mathrm{CH}=\mathrm{O}+\mathrm{NH}_{2}-\mathrm{NH}_{2}+\left(\mathrm{CH}_{3}\right)_{3} \mathrm{CONa} \rightarrow \mathrm{CH}_{3}-\mathrm{CH}_{3}$
C. $\mathrm{CH}_{3} \mathrm{COCH}_{3}+\mathrm{PCl}_{5} \rightarrow\left(\mathrm{CH}_{3}\right)_{2} \mathrm{CCl}_{2}+\mathrm{POCl}_{3}$
D. $\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{CHO}+2 \mathrm{Cu}^{2+}+3 \mathrm{KOH} \rightarrow \mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{CHOOK}+\mathrm{Cu}_{2} \mathrm{O}+2 \mathrm{H}_{2} \mathrm{O}$
23. নিম্নের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি?
$\mathrm{CH}_{2}=\mathrm{CH}-\mathrm{CHO} \stackrel{\mathrm{NaBH}_{4}}{\longrightarrow}$
A. $\mathrm{CH}_{3} \mathrm{CH}(\mathrm{OH}) \mathrm{CH}_{2} \mathrm{OH}$
B. $\mathrm{CH}_{2}-\mathrm{CHCH}_{2} \mathrm{OH}$
C. $\mathrm{CH}_{3} \mathrm{CHOHCHO}$
D. $\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{CHO}$
24. এসিটিলিনকে CCl4 দ্রবণে রেখে তাতে ব্রোমিন গ্যাস চালনা করলে যে উৎপাদ হয়-
A. $\mathrm{Br}_{2} \mathrm{CH}-\mathrm{CHBr}_{2}$
B. $\mathrm{BrCH}=\mathrm{CHBr}$
C. $\mathrm{Br}_{2} \mathrm{CH}-\mathrm{CHCl}_{2}+\mathrm{CHCl}_{3}$
D. $\mathrm{Cl}_{2} \mathrm{CH}-\mathrm{CHBr}_{2}+\mathrm{CHBr}_{2}+\mathrm{CHBr}_{3}$
25. নিম্নের যৌগগুলির মধ্যে কোনটিতে $\mathrm{sp}$ ও $\mathrm{sp}^{3}$ সংকরিত পরমাণু রয়েছে?
A. $\mathrm{CH}_{3} \mathrm{C} \equiv \mathrm{CH}$
B. $\mathrm{CH}_{2}=\mathrm{C}=\mathrm{CH}_{2}$
C. $\mathrm{CH}_{3}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{3}$
D. $\mathrm{CH}_{2}=\mathrm{CH}_{2}$
26. RCN যৌগটিকে RCH2NH2 যৌগে পরিণত করতে যে বিকারক ব্যবহৃত হয় তা হচ্ছে
A. $\mathrm{KMnO}_{4}$
B. $\mathrm{CH}_{3} \mathrm{COCl}$
C. $\mathrm{CH}_{2} \mathrm{ClCOOH}$
D. $\mathrm{LiAlH}_{4}$
27. Ethylene থেকে Polyethylene তৈরি কি ধরনের বিক্রিয়া?
A. synthesis
B. neutralization
C. pyrolysis
D. polymerization
28. নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে?
A. $\mathrm{H}_{2} \mathrm{NCH}_{2} \mathrm{CH}_{3}$
B. $\mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{NO}_{2}$
C. $\mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{CONH}_{2}$
D. $\mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{NH}_{2}$
29. জৈব যৌগে কার্বন-কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা যায়?
A. addition of hydrogen
B. hydrolysis
C. epoxidation
D. ozonolysis
30. প্রপাইন অণুতে কার্বন-কার্বন ত্রিবন্ধনে উপস্থিত বন্ধনগুলো হচ্ছে
A. 3σ
B. 1σ+2π
C. 3π
D. 2σ+2π
গণিত
1. $5 x-3 x-x^{2}$ এর সর্বোচ্চ মান
A. $3$
B. $5$
C. $47 / 4$
D. $29 / 4$
2. যদি $\mathrm{A}=\left(\begin{array}{cc}-2 & 1 \\ 3 / 2 & -1 / 2\end{array}\right)$ হয়, তবে $A^{-1}$ সমান
A. $\left(\begin{array}{ll}1 & 3 \\ 2 & 4\end{array}\right)$
B. $\left(\begin{array}{ll}1 & 0 \\ 0 & 1\end{array}\right)$
C. $\left(\begin{array}{ll}3 & 4 \\ 1 & 2\end{array}\right)$
D. $\left(\begin{array}{ll}1 & 2 \\ 3 & 4\end{array}\right)$
3. এককের একটি জটিল ঘনমূল $\omega$ হলে $(1+\omega-\omega 2)(\omega+\omega 2-1)(\omega 2+1-\omega)$ এর মান কত?
A. -8
B. 8
C. 0
D. 1
4. নির্ণায়ক $\left|\begin{array}{lll}1 & b c & b c(b+c) \\ 1 & c a & c a(c+a) \\ 1 & a v & a b(a+b)\end{array}\right|$ এর মান কত?
A. abc(a+b)(b+c)(c+a)
B. abc(a+b+c)
C. 1
D. 0
5. এর $\left(2 x+\frac{1}{6 x}\right)^{10}$ বিস্তৃতিতে $x$ বর্জিত পদটি
A. $\frac{27}{28}$
B. $\frac{580}{243}$
C. $0$
D. $\frac{28}{27}$
6. $70$ জন শিক্ষার্থী গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন অধ্যয়ন করে । তারমধ্যে $40$ জন শিক্ষার্থী গণিত, $35$ জন পদার্থবিদ্যা এবং $30$ জন রসায়ন অধ্যয়ন করে । $15$ জন শিক্ষার্থী তিনটি বিষয়ই অধ্যয়ন করে । কতজন শিক্ষার্থী কেবল দুইটি বিষয় অধ্যয়ন করে?
A. 5
B. 6
C. 8
D. 9
7. ENGINEERING শব্দের সকল গুলো E একসঙ্গে রেখে সকল অক্ষরগুলোর বিন্যাসের সংখ্যা
A. 1680
B. 15120
C. 277200
D. 1512
8. $3(9 x-4.3 x-1)+1=0$ সমীকরণের সমাধান
A. x=-1 or x= 0
B. x=1 or x=1/3
C. x=1 or x=0
D. x=-1 or x=1
9. $|5-2 x| \leq 4$ অসমতাটির সমাধান
A. $-1 \leq x \leq 9$
B. $-\frac{1}{2} \leq \mathrm{x} \leq \frac{9}{2}$
C. $x \leq -\frac{1}{2}$ or $x \geq \frac{9}{2}$
D. $-\frac{1}{2}<x<\frac{9}{2}$
10. যে বিন্দু $(1,4)$ এবং $(9,-12)$ বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশকে অন্তঃস্থভাবে $3:4$ অনুপাতে বিভক্ত করে তার স্থানাংক
A. $(4,-2)$
B. $(-2,4)$
C. $(-4,2)$
D. $(4,2)$
11. $5 x-7 y=15$ রেখার উপর লম্ব $(2,-3)$ বিন্দুগামী সরলরেখার সমীকরণটি
A. $7 x-5 y+1=0$
B. $7 x+5 y=15$
C. $5 x+7 y+15=0$
D. $7 x+5 y+1=0$
12. একটি বৃত্ত $(-1,-1)$ এবং $(3,2)$ বিন্দুগামী এবং এর কেন্দ্র $x+2 y+3=0$ রেখার উপর অবস্থিত । বৃত্তটির সমীকরণ-
A. $x^{2}+y^{2}-4 x+5 y-15=0$
B. $x^{2}+y^{2}-8 x+7 y-3=0$
C. $x^{2}+y^{2}+8 x-7 y+3=0$
D. $x^{2}+y^{2}+4 x-5 y+15=0$
13. $3x+ky-1=0$ রেখাটি $x^{2}+y^{2}-8 x-2 y+4=0$ বৃত্তকে স্পর্শ করে, $k$ মান নির্ণয় কর ।
A. $2, \frac{1}{6}$
B. $-2,\frac{1}{6}$
C. $2,-\frac{1}{6}$
D. $-2,-\frac{1}{6}$
14. $\mathrm{‘a’}$ এর কোন মানের জন্য $2 \hat{\imath}+\hat{\jmath}-\hat{k}, 3 \hat{\imath}-2 \hat{\jmath}+4 \hat{k}$ এবং $\hat{\imath}-3 \hat{\jmath}+a \hat{k}$ ভেক্টরত্রয় সমতলীয়
A. $5$
B. $4$
C. $3$
D. $2$
15. $\tan ^{-1}(\frac{1}{7})+\tan ^{-1}(\frac{1}{8})+\tan ^{-1}(\frac{1}{18})=?$
A. $\cot ^{-1}(\frac{1}{3})$
B. $\cos ^{-1} 3$
C. $\tan ^{-1}(\frac{1}{3})$
D. $\sin ^{-1} 3$
16. $\sin ^{2} 2 \theta-3 \cos ^{2} \theta=0$ সমীকরণের সাধারণ সমাধান
A. $2 n \pi \pm \frac{\pi}{3}$
B. $\mathrm{n} \pi \pm \frac{\pi}{3}$
C. $n \pi \pm \frac{\pi}{6}$
D. $2 \mathrm{n} \pi \pm \frac{\pi}{6}$
17. যদি $\mathrm{A+B+C}=\pi$ হয় তবে $\sin ^{2}(\frac{\mathrm{~A}}{2})+\sin ^{2}(\frac{\mathrm{~B}}{2})+\sin ^{2}(\frac{\mathrm{C}}{2})=?$
A. $1-2 \sin (\frac{\mathrm{A}}{2}) \sin (\frac{\mathrm{B}}{2}) \sin (\frac{\mathrm{C}}{2})$
B. $1+2 \sin (\frac{\mathrm{A}}{2}) \sin (\frac{\mathrm{B}}{2}) \sin (\frac{\mathrm{C}}{2})$
C. $1-\sin (\frac{\mathrm{A}}{2}) \sin (\frac{\mathrm{B}}{2}) \sin (\frac{\mathrm{C}}{2})$
D. $1+\sin (\frac{\mathrm{A}}{2}) \sin (\frac{\mathrm{B}}{2}) \sin (\frac{\mathrm{C}}{2})$
18. $f(x)= \frac{5 x+3}{4 x-5}$ হলে $f^{-1}(x)$
A. $\frac{5 x+3}{4 x-5}$
B. $\frac{4 x-5}{5 x+3}$
C. $\frac{5 x-3}{4 x-5}$
D. $\frac{5 x+3}{4 x+5}$
19. $y=\frac{\tan ^{-1}(2 x)} {1-x^{2}}$ হলে $\frac{dy}{dx}$ সমান
A. $\frac{2} {1-x^{2}}$
B. $\frac{2} {\sqrt{(} 1+x^{2})}$
C. $\frac{2} {\sqrt{(} 1-x^{2})}$
D. $\frac{2}{1+\mathrm{x}^{2}}$
20. $\int_{1}^{\mathrm{e}^{2}} \frac{\mathrm{dx}}{\mathrm{x}(1+\operatorname{In} \mathrm{x})^{2}}$ এর মান কত?
A. $\frac{1}{2}$
B. $\frac{1}{3}$
C. $\frac{3}{2}$
D. $\frac{2}{3}$
21. $\int \frac{x e^{2}}{(x+1)^{2}} d x$ সমান
A. $\frac{x}{x+1}+c$
B. $\frac{x}{(x+1)^{2}}+c$
C. $\frac{ex} {x+1}+c$
D. $\frac{ex} {(x+1)^{2}}+c$
22. $\lim _{x \rightarrow 0} \frac{e^{x}-e^{-x}-2 \operatorname{In}(1+x)}{x \sin x}$ এর মান
A. $0$
B. $-1$
C. $1$
D. $α$
23. $x=a(\theta-\sin \theta), y=a(1-\cos \theta) ;\frac{dy}{dx}=?$
A. $\cot \frac{\theta}{2}$
B. $\tan \frac{\theta}{2}$
C. $\cos \frac{\theta}{2}$
D. $\sin \frac{\theta}{2}$
24. $y^{2}=4 x$ এবং $y=x$ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল
A. $\frac{8}{3}$
B. $3$
C. $8$
D. $\frac{3}{8}$
25. দ্বিমিক সংখ্যা $10011010111$ এর দশমিকে প্রকাশ
A. $1237$
B. $1239$
C. $1241$
D. $1247$
26. $1$ থেকে $520$ পর্যন্ত সংখ্যাগুলি থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা চয়ন করা হলে সংখ্যাটি অযুগ্ম ঘনসংখ্যা হওয়ার সম্ভাবনা
A. $\frac{1}{65}$
B. $\frac{2}{65}$
C. $\frac{1}{130}$
D. $\frac{1}{64}$
27. $x \geq 0, y \geq 0, x+y=5, x \geq 2, y \geq 4$ শর্তসমূহ সাপেক্ষে $z=6 x+2 y$ রাশিটির সর্বোচ্চ মান
A. $22$
B. $20$
C. $18$
D. $30$
28. ভূমি হতে u আদিবেগে খাড়া উর্ধ্বমুখে নিক্ষিপ্ত কোন কণার সর্বোচ্চ উচ্চতা
A. $\frac{u}{2g}$
B. $\frac{u^{2}}{g}$
C. $\frac{u^{2}}{2g}$
D. $\frac{2{u}} {{g}}$
29. একটি গাড়ি সমত্বরণে 30km/hour আদিবেগে 100km পথ অতিক্রম করে 50km/hour চূড়ান্ত বেগ প্রাপ্ত হয় । গাড়িটির ত্বরণ-
A. 8 km/h2
B. 800 km/h2
C. 16 km/h2
D. 80 km/h2
30. 20 m/sec বেগে উর্ধ্বগামী কোন বেলুন থেকে পতিত এক টুকরো পাথর 20 সেকেন্ড পরে মাটিতে পড়ল । পাথরের টুকরো পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল?
A. 390 m
B. 560 m
C. 1250 m
D. 1560 m
জীববিজ্ঞান
1. ব্যাকটোরিওফাজ কি?
A. ভাইরাস ধ্বংসকারী ব্যাকটেরিয়া
B. মানবদেহে রোগ সৃষ্টিকারী
C. ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস
D. কোনটিই নয়
2. কোনটি ডায়াটম?
A. Spirogyra
B. Polysiphonia
C. Navicula
D. Sargassum
3. কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়?
A. রাইবোজোম
B. লাইসোজোম
C. জিন
D. ক্রোমোজোম
4. কোনটিতে এ্যাসকাস তৈরি হয়?
A. পেনিসিলিয়াম
B. মিউকর
C. ব্যাকটেরিয়া
D. শৈবাল
5. সমদ্বিপার্শ্বীয় ভাসকুলার বান্ডল পাওয়া যায়?
A. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে
B. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে
C. একবীজপত্রী উদ্ভিদের মূলে
D. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে
6. Raphanus sativus কোন গোত্রের অনর্গত?
A. Cruciferae
B. Leguminosae
C. Solanaceae
D. Liliaceae
7. কোনটি কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ?
A. Cicer arienum
B. Hibiscus cannabinus
C. Corchorus capsulars
D. Dipterocarpus turbinatus
8. বাতাসে CO2 এর পরিমাণ প্রায়
A. 0.025%
B. 0.03%
C. 0.036%
D. 0.04%
9. চক্রীয় ফটোফসফোরাইলেশনে কোনটি ঘটে?
A. photolysis of water
B. production of NADPH + H+
C. production of glucose
D. production of ATP
10. অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP তৈরি হয়?
A. 2
B. 8
C. 28
D. 38
11. অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটিপিক অনুপাত কি হয়?
A. 2:1
B. 9:7
C. 1:2:1
D. 3:1
12. রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি?
A. multiplication of DNA
B. cutting a specific portion of DNA
C. breaking hydrogen bonds of DNA
D. joining cut ends of DNA
13. কোনটি প্রাকৃতিক পারথেনোকার্পিক ফল?
A. apple
B. banana
C. mango
D. none
14. পলিনিয়াম কোথায় পাওয়া যায়?
A. Orchidaceae
B. Graminae
C. Rubiaceae
D. Solanaceae
15. কোনটি রিডিউসিং সুগার নয়?
A. glucose
B. sucrose
C. fructose
D. none
16. প্রাণিজগতের শ্রেণীবিন্যাসের পরিকল্পনা প্রথম কে করেন?
A. Aristotle
B. Linnaeus
C. William Harvey
D. Marclls Malpighi
17. কোনটি নিওক্লিওটাইডের উপাদান নয়?
A. phosphate
B. lipid
C. glucose
D. nitrogen base
18. যে জীন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে-
A. epistatic gene
B. lethal gene
C. hypostatic gene
D. complementary gene
19. মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় plasmodium এর কোন প্রজাতি?
A. plasmodium ovale
B. plasmodium falciparum
C. plasmodium vivax
D. plasmodium malariae
20. ফাইলেরিয়া কৃমির লার্ভা দশার নাম হল-
A. magna
B. trophozoite
C. metacyst
D. microfilaria
21. পূঞ্জাক্ষির দুপার্শ্বের সাদা দাগকে বলে-
A. ocellus
B. fenstra
C. ommatidium
D. cornea
22. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই?
A. platelets
B. prothrombin
C. fibrinogen
D. hormone
23. সজ্জাক্রমানুযায়ী অন্তঃকর্ণের হাড়গুলো যথাক্রমে-
A. incus, stapes, maleus
B. incus, maleus, stapes
C. maleus, incus, stapes
D. stapes, incus, maleus
24. অষ্টম করোটিক স্নায়ুকে বলে-
A. olfactory
B. vagus
C. auditory
D. facial
25. কোন এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিণত করে?
A. pepsin
B. lipase
C. lactase
D. trypsin
26. মানুষে রেনিন তৈরি হয় কোন অঙ্গে?
A. stomach
B. intestine
C. kidney
D. liver
27. কোন দেশের আয়তনের কত অংশ বনভূমি থাকা উচিত?
A. 10%
B. 25%
C. 20%
D. 35%
28. পরিবেশ বিপর্যয়ের জন্য কোনটি মানব সৃষ্ট কারণ নয়?
A. climate change
B. sea level rise
C. global warming
D. earthquake
29. কোন মাছ অরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায় না?
A. Ompok
B. Channa
C. Labeo
D. Neoceratodus
30. এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহের ধারণা দেয় যে পিরামিড তা হল-
A. বায়োমাসের পিরামিড
B. সংখ্যার পিরামিড
C. শক্তির পিরামিড
D. শুষ্ক বায়োমাসের পিরামিড
বাংলা
1. ‘রচিয়া লহ না আজও গীতি’- এখানে না কোন অর্থে ব্যবহৃত?
A. নিষেধ
B. অনুরোধ
C. আদেশ
D. তিরস্কার
2. কমবক্তা- শব্দটি গঠিত হয়েছে-
A. সন্ধিযোগে
B. সমাসযোগে
C. উপসর্গযোগে
D. প্রত্যয়যোগে
3. চল্লিশের কোঠা- বলতে কী বোঝানো হয়?
A. একচল্লিশ
B. পঁয়তাল্লিশ
C. ঊনচল্লিশ
D. ঊনপঞ্চাশ
4. স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?
A. পাঞ্চেরি
B. কবর
C. জীবন-বন্দনা
D. আঠারো বছর বয়স
5. ঋজু- শব্দের বিপরীত অর্থ-
A. সরল
B. ভঙ্গুর
C. বঙ্কিম
D. বেঁটে
6. বাক্যের বঙ্গানুবাদ-
A. এক হাতে তালি বাজে না
B. দুই হাতে তালি বাজে
C. বিবাদ তৈরিতে দুজন লাগে
D. দুই জনে ঝগড়া হয়
7. কোনটি অশুদ্ধ বানানে লেখা-
A. নির্ধন
B. সশঙ্কিত
C. দারিদ্র্য
D. নিস্পৃহ
8. ‘আভাসিত’ শব্দটির প্রত্যয়-
A. বাংলা কৃৎ
B. সংস্কৃত কৃৎ
C. বাংলা তদ্ধিত
D. সংস্কৃত তদ্ধিত
9. যা অবশ্যই ঘটবে-
A. ভবিতব্য
B. অনিবার্য
C. অপ্রতিরোধ্য
D. অবশ্যম্ভাবী
10. ‘ফুল ফোটে।’- কোন বাচ্য?
A. কর্তৃবাচ্য
B. কর্মবাচ্য
C. কর্মকর্তৃবাচ্য
D. ভাববাচ্য
11. শিক্ষা হচ্ছে সেই বস্তূ যাহা লোকে নিতান্ত অনিচ্ছাসত্বেও গলধকরণ করিতে বাদ্য হয়, অপর পক্ষে কাব্যরস লোকে শুধু সেচ্ছায় নয়, স্বানন্দে পান করে ।- চলিত রীতিতে রচিত এ বাক্যে ভুলের সংখ্যা-
A. চার
B. পাঁচ
C. ছয়
D. সাত
12. নিচের কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়নি?
A. বঙ্গভাষা
B. কবর
C. সোনার তরী
D. জীবন-বন্দনা
13. প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর ‘বোধোদয়’ পর্যন্ত ।- বাক্যটিতে ‘বোধোদয়’ বলতে বোঝানো হয়েছে-
A. চেতনার উন্মেষ
B. বিদ্যাসাগরের ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ
C. উপস্থিত বুদ্ধি
D. রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’
14. পৃথিবী-র সমার্থক শব্দ
A. ক্ষিতিধর
B. বিসজ
C. ক্ষিতি
D. অচল
15. দফাদার- মানে
A. চৌকিদার
B. চৌকিদারের সরদার
C. সালিশী সভার নেতা
D. তল্পিবাহক
16. তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না ।- বাক্যটির অস্তিবাচক রূপ-
A. তাদের ভুল ভাঙতে দেরি হয় ।
B. তাদের ভুল ভেঙে যায় ।
C. সত্য তাদের কাছে প্রকাশিত হয় ।
D. অচিরেই তাদের ভুল ভাঙে ।
17. বাল্মিকী কার উপদেশে রামায়ণ রচনা করেন?
A. ব্রহ্মার
B. নারদের
C. রামচন্দ্রের
D. বশিষ্ঠ মুনির
18. –র বাংলা পরিভাষা-
A. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
B. কর্তাব্যক্তি
C. আধিপত্য পরম্পরা
D. জনপ্রশাসনের কর্মকর্তা
19. নিচের কোন কবিতা অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত?
A. তাহারেই পড়ে মনে
B. আমার পূর্ব বাংলা
C. কবর
D. বাংলাদেশ
20. কুহেলি- শব্দের অর্থ
A. কোকিলা
B. কুহুধ্বনি
C. কুয়াশা
D. জ্যোৎস্না
21. শব্দের বাংলা পরিভাষা-
A. বাতিলযোগ্য
B. ডাকটিকিটবিহীন
C. অনিবন্ধিত
D. সিলমোহরহীন
22. সাপের পাঁচ পা দেখা- প্রবাদের অর্থ-
A. ভয় পাওয়া
B. চোখে অন্ধকার দেখা
C. শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকা
D. অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
23. নিচের কোনটি অর্ধস্বরধ্বনি নয়?
A. এ
B. ঐ
C. ও
D. উ
24. তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল।– কখন?
A. কনস্টেবল ঘুমিয়ে পড়িলে
B. এজলাশে লইয়া আসিলে
C. সাক্ষীর কাটরায় পরিয়া দিলে
D. চাপরাশি ধমক দিলে
25. রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
26. ষ্ণ- সংযুক্ত ব্যঞ্জনটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
A. ষ+ঞ
B. ষ+ণ
C. ষ+ন
D. ষ+চ
27. ইংরেজি বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ-
A. এক ছিল নির্বোধ লোক
B. এক ছিল অজ্ঞ লোক
C. এক ছিল টেকো লোক
D. এক ছিল জ্ঞানী লোক
28. সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি ।- এখানে ‘অসীম কুয়াশা’র প্রতীকী তাৎপর্য-
A. অন্ধকারের আবহ
B. প্রতিবন্ধকতা
C. জাতীয় জীবনে অচলাবস্থা
D. বিষণ্ণতা
29. পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ-
A. শরবত
B. শিরোনাম
C. সওদা
D. সাবান
30. এর পরিভাষা-
A. পরিবর্ধন
B. পরিবর্তিত
C. প্রাচুর্য
D. বিস্তার
English
Read the following passage and answer the questions 1-5:
It is not only diet and lifestyle that make you obese. There is another factor that lies you DNA called gene that may influence that shape of your body. A study has recently has revealed that genes may play a role in regulating body shape. The effect of genes may be stronger for women than for man. Scientists have found gene variation linked to obesity and fat, which explain why some people are apple-shaped and some are pear-shaped. Previous studies found that when we store fat in our bodies it can affect our health. More fat around the waist is linked with an increased risk of type 2 diabetes and heart disease while having a fat posterior and thighs may offer some protection against diabetes and heart disease.
Experts have opined that in most cases obesity is caused by unhealthy diet and lifestyle and that tackling obesity is challenging. However, recent developments in genetics will enable more targeted approaches to obesity prevention and to the invention of new drugs.
1. The main subject of the text is
A. The effects of fruits on the human body
B. The challenges of facing genetic disorders
C. The role of genes in making people overweight
D. The role of genes in maintaining our figure
2. “study” refers to
A. a reading room
B. a book
C. a library
D. a research
3. The antonym of “discovery” is
A. concealment
B. disclosure
C. enclosure
D. ascertainment
4. The adjective of “prevention” is
A. prevent
B. preventable
C. preventive
D. preventing
5. “experts have opined” means
A. according to scientists discovery
B. according to experts’ imagination
C. according to the views of experts
D. according to experts’ study
Choose the correct options (6-15)
6. The new airport should be fully operational -------- the end of the year.
A. since
B. till
C. by
D. in
7. Neither Sufia nor I ------- capable of solving the problem.
A. are
B. were
C. am
D. is
8. The police questioned each witness in -----------
A. return
B. order
C. turn
D. silence
9. Our thoughts --------------- on the missing students.
A. based
B. centered
C. imposed
D. depended
10. The player isn’t fat; ----------, he’s quite skinny.
A. in any case
B. by rights
C. in practice
D. on the contrary
11. It was so embarrassing. The bride ------------.
A. attended the wedding.
B. got married
C. wore an expansive sari
D. fell asleep during the rusumat.
12. The ----------- of a camel was found lying by the side of the canal.
A. corpse
B. corset
C. corps
D. casket
13. The discovery of a penicillin was a ----------- discovery.
A. sensory
B. sensible
C. sensational
D. sensitive
14. ----------------- Mr. Forbes will be able to regain control of the company.
A. With hard only work
B. In spite of his hard work
C. Only if he works hardly
D. Only with hard work
15. For those who suffer -------- nerves, the remedy lies ---------- prefect rest.
A. for, with
B. from, in
C. of, to
D. at, into
Choose the correct meaning of the following idioms (16-17)
16. “ to smell a rat “
A. To smell a bad smell
B. To suspect a trick or deceit
C. to misunderstand
D. to fall sick
17. “ To wash one’s dirty linen in public”
A. to quarrel
B. to do some ugly work in public
C. to wash one’s clothes in the open
D. to suffer from shortage of water
Identify the one underlined word or phase that would not acceptable in standard English (18-20):
18. Writers like William Shakespeare and
A B
Edger Allan Poe are not only prolific but too interesting.
C D
19. News of Charles Lindbergh’s famous transatlantic flight in 1927 spread
A B
rapidly despite of the lack of an international communication system.
C D
20. At the rate the clerks were processing the applications, Rahim figured that
A
it will take four hours for his to be reviewed.
B C D
Identify the correct sentence (21-22)
21.
A. one of the problems are extremely easy to solve.
B. one of the problem is extremely easy to solve.
C. one of the problems is extremely easy to solve.
D. one of the problem’s are extremely easy to solve.
22.
A. Jamil was born in 13 April in 1992
B. Jamil was born on April 13 in 1992
C. Jamil was born on 13 April on 1992
D. Jamil was born in 13 April on 1992
Choose the correct synonyms of the words given in 23-24:
23. Indignation
A. humiliation
B. anger
C. lacking dignity
D. none
24. Pensive
A. costly
B. thoughtful
C. spoiled
D. written
25. The word `subterfuge’ means
A. subtley
B. cunning
C. simplicity
D. trickery
26. The correct translation of `গাছে এখনও ফল ধরে নাই’ is
A. The tree has not yet borne fruit
B. The tree has not caught by fruit
C. The cannot bear fruit
D. The has not given any fruit
27. “Mutation” is a process
A. in which due to genetic changes new forms of structures are developed
B. when a person is unable to speak because of facial paralysis.
C. when people refuse to obey orders
D. in which the body is damaged severely
28. The verb of “hallucination” is
A. hallucinatory
B. hallucinogen
C. hallucine
D. hallucinate
29. In English if two different words have the same spelling and pronunciation they are called.
A. synonyms
B. homographs
C. homophones
D. homonyms
30. The antonym of ‘desolate’ is
A. populous
B. isolated
C. abandoned
D. disfigured