কলা ও মানবিকী অনুষদ

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণী ভর্তি পরীক্ষা

 

সেট- ১

 

সময় : ১ ঘণ্টা                                  পূর্ণমান : ১০০

 

বাংলা

১. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

       ক. প্রাচীন যুগের

       খ. আদি যুগের

       গ. আধুনিক যুগের

       ঘ. মধ্য যুগের

 

২. সঠিক বানান কোনটি?

       ক. দূরাবস্থা

       খ. দুরাবস্থা

       গ. দুরবস্থা

       ঘ. দূরবস্থা

 

৩. ইউরিপিডিস জন্মগ্রহণ করেন কোন দেশে?

       ক. ফ্রান্সে

       খ. ইতালি

       গ. গ্রিসে

       ঘ. স্পেনে

 

৪. তৎসম শব্দে ৎ/ত- এর পরে ল- থাকলে ত- স্থানে কোনটি হয়?

       ক. ঊ

       খ. জ

       গ. ধ

       ঘ. ল

 

৫. কুস্তি কোন ভাষার শব্দ?

       ক. ফারসি

       খ. পর্তুগিজ

       গ. রুশ

       ঘ. পশতু

 

৬. চণ্ডীমঙ্গল- কাব্যের রচয়িতা কে?

       ক. কেতকাদাস ক্ষেমানন্দ

       খ. বিজয়গুপ্ত

       গ. মুকুন্দরাম চক্রবর্তী

       ঘ. জ্ঞানদাস

 

৭. কবর- নাটকের পটভূমি কী?

       ক. ৬৯-র গণঅভ্যূত্থান

       খ. ৫২-র ভাষা আন্দোলন

       গ. ৫০-র মন্বন্তর

       ঘ. ৭১-র মুক্তিযুদ্ধ

 

৮. তাহারা  যে জড়পদার্থ, সেই জড়পদার্থই আছেন- অর্ধাঙ্গী প্রবন্ধে জড়পদার্থ কারা?

       ক. পার্সি মহিলারা

       খ. মুসলিম মহিলারা

       গ. ইরানি মহিলারা

       ঘ. হিন্দু মহিলারা

 

৯. কে সতীদাহপ্রথা-বিলোপ আন্দোলনের নেতা ছিলেন?

       ক. ক্ষিতিমোহন সেন

       খ. রামমোহন রায়

       গ. কিশোরীমোহন রায়

       ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর

 

১০. জীবন-বন্দনা- কবিতায় কারা সাধ করে গরল-পিয়ালা মুখে তলে নেয়?

       ক. যারা ভীতু

       খ. যারা অসংযমী

       গ. যারা বীরপুরুষ

       ঘ. যারা অকৃতজ্ঞ

 

১১. কমলাকান্তের জবানবন্দী-র চরিত্র নয় কোনটি?

       ক. হরিদাসী

       খ. কমলাকান্ত

       গ. প্রসন্ন গোয়ালিনী

       ঘ. মুহুরি

 

১২. Retail-এর বাংলা পরিভাষা কোনটি?

       ক. খুচরা

       খ. বিস্তারিত

       গ. অন্তসার

       ঘ. শূণ্যগর্ভ

 

১৩. কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি?

       ক. ভাঙার গান

       খ. কঙ্কাবতী ও অন্যান্য

       গ. বনবীথি

       ঘ. সংবাদ মূলত কাব্য

 

১৪. বঙ্গদর্শন কী?

       ক. কাব্যগ্রন্থ

       খ. সাহিত্য-পত্রিকা

       গ. দৈনিক পত্রিকা

       ঘ. দর্শন-গ্রন্থ

 

১৫. ভানুমতির খেল- এর প্রকৃত অর্থ কী?

       ক. গ্রাম্য খেলা

       খ. যাদু

       গ. দূরবর্তী

       ঘ. গান্ধর্ব বিবাহ

 

১৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি?

       ক. অন্তর্জলি যাত্রা

       খ. তিতাস একটি নদীর নাম

       গ. কালো বরফ

       ঘ. কালিন্দী

 

১৭. প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা- প্রবন্ধে কোন শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে?

       ক. কাব্যের ঝুমঝুমি

       খ. কাব্যের চুষিকাঠি

       গ. কাব্যের বেলুন

       ঘ. কাব্যের রাঙামাটি

 

১৮. মাতঙ্গ- শব্দটির সমার্থক কোনটি?

       ক. হস্তী

       খ. মিশ্র

       গ. পাহাড়

       ঘ. মত্ত

 

১৯. এখানে নোঙর- কে লিখেছেন?

       ক. মামুনুর রশীদ

       খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

       গ. সেলিম আল দীন

       ঘ. আব্দুল্লাহ আল মামুন

 

২০. খাতক-এর বিপরীত শব্দ কোনটি?

       ক. মহাজন

       খ. অতিভোজী

       গ. খাদক

       ঘ. মনীষী

 

২১. কুল কাঠের আগুন- এর প্রকৃত অর্থ কী?

       ক. কাঠের পুতুল

       খ. কূপমণ্ডুক

       গ. তীব জ্বালা

       ঘ. কেতাদুরস্ত

 

২২. শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?

       ক. দুরন্ত দুপুর

       খ. গ্রহচ্যূত

       গ. বিধ্বস্ত নীলিমা

       ঘ. স্মৃতির শহর

 

২৩. কবি অমিয় চক্রবর্তীর জন্ম-সন কোনটি?

       ক. ১৯০০

       খ. ১৯০১

       গ. ১৯০২

       ঘ. ১৯০৩

 

২৪. সমাস নির্ণয় কর : অগ্নি-পরীক্ষা = অগ্নি দ্বারা পরীক্ষা

       ক. বহুব্রীহি

       খ. তৃতীয়া তৎপুরুষ

       গ. দ্বন্দ্ব

       ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

 

২৫. প্রথম বৃক্ষরোপণ- কে এঁকেছেন?

       ক. অবনীন্দ্রনাথ ঠাকুর

       খ. নন্দলাল বসু

       গ. এস এম সুলতান

       ঘ. সাহাবুদ্দিন

 

English

২৬.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

২৭.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

২৮.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

২৯.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩০.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩১.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩২.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৩.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৪.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৫. তুমি কি চুল কাটিয়েছ?- ইংরেজিতে অনুবাদ কর

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৬.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৭.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৮.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৩৯.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪০.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪১.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪২.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৩.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৪.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৫.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৬.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৭.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৮.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৪৯.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

৫০.

       ক.

       খ.

       গ.

       ঘ.

 

সাধারণ জ্ঞান

৫১. বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে?

       ক. সৈয়দ নজরুল ইসলাম

       খ. তাজউদ্দিন আহমেদ

       গ. শেখ মুজবুর রহমান

       ঘ. জিয়াউর রহমান

 

৫২. প্রতিষ্ঠাকালে আওয়ামী লীগের নাম কি ছিল?

       ক. পাকিস্তান আওয়ামী লীগ

       খ. অল-পাকিস্তান আওয়ামী লীগ

       গ. আওয়ামী মুসলিম লীগ

       ঘ. পূর্ব বাংলা আওয়ামী লীগ

 

৫৩. বাংলাদেশের প্রথম জাতীয় টীকা দিবস পালন করা হয় কত সালে?

       ক. ১৯৯০

       খ. ১৯৯৫

       গ. ১৯৯৬

       ঘ. ১৯৮৫

 

৫৪. বাংলাদেশের উপকূল-প্রাণ্তের দৈর্ঘ্য কত?

       ক. ৬৬০ কিমি

       খ. ৭১০ কিমি

       গ. ৬৯০ কিমি

       ঘ. ৬৭৫ কিমি

 

৫৫. আতিয়া মসজিদ কোথায় অবস্থিত?

       ক. টাঙ্গাইল

       খ. রাজশাহী

       গ. বাগেরহাট

       ঘ. খুলনা

 

৫৬. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

       ক. ঢাকা জেলায়

       খ. নওগাঁ জেলায়

       গ. বগুড়া জেলায়

       ঘ. জয়পুরহাট জেলায়

 

৫৭. জাতিতাত্ত্বিক যাদুঘর কোথায় অবস্থিত?

       ক. ঢাকা জেলায়

       খ. চট্টগ্রাম জেলায়

       গ. বগুড়া জেলায়

       ঘ. জয়পুরহাট জেলায়

 

৫৮. সংশপ্তক- ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

       ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

       খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

       গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

       ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

 

৫৯. বাংলাদেশের ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের চেয়ারম্যান কে?

       ক. অর্থমন্ত্রী

       খ. প্রধানমন্ত্রী

       গ. বাণিজ্যমন্ত্রী

       ঘ. বাংলাদেশ ব্যাংকের গভর্নর

 

৬০. বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন দিন?

       ক. জুলাই ১১

       খ. জুন ৫

       গ. সেপ্টেম্বর ৮

       ঘ. আগস্ট ১২

 

৬১. ২৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের কত সংখ্যক অধিবেশন ছিল?

       ক. ৬৪

       খ. ৬৫

       গ. ৬৩

       ঘ. ৬৬

 

৬২. পবিত্র আল কোরআনের কয়টি সূরা রয়েছে?

       ক. ১১২

       খ. ১১৩

       গ. ১১৪

       ঘ. ১১৫

 

৬৩. কোনটি নতুন সপ্তাশ্চর্য নয়?

       ক. পেট্রটা

       খ. চিচিনৎজা

       গ. মাচুপিচু

       ঘ. পিরামিড

 

৬৪. যুক্তরাষ্ট্রের হ্যাডসন উপসাগরের আবিষ্কারক হেনরি হ্যাডসন কোন দেশের অধিবাসী?

       ক. আমেরিকা

       খ. ‍বৃটেন

       গ. কানাডা

       ঘ. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ

 

৬৫. বাংলা দিনপঞ্জিকা কার আমলে প্রচলিত হয়?

       ক. সম্রাট আকবর

       খ. রাজা গোপাল

       গ. বাদশাহ শেরশাহ

       ঘ. সম্রাট জাহাঙ্গীর

 

৬৬. প্রশান্ত মহাসাগরের দ্বীপ নয় কোনটি?

       ক. বারমুডা

       খ. পাপুয়া নিউগিনি

       গ. ফিলিপাইন

       ঘ. সলোমন

 

৬৭. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

       ক. বৃহস্পতি

       খ. শনি

       গ. ইউরেনাস

       ঘ. নেপচুন

 

৬৮. কোন সভ্যতা জেরুজালেম নগরকে ঘিরে গড়ে উঠেছিল?

       ক. মেসোপটেমীয়

       খ. মিশরীয়

       গ. হিব্রু

       ঘ. পারস্য

 

৬৯. কলিঙ্গ যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়?

       ক. ২৬১ খ্রিস্ট-পূর্বাব্দ

       খ. ৩৬১ খ্রিস্ট-পূর্বাব্দ

       গ. ৩৬১ সালে

       ঘ. ২৬১ সালে

 

৭০. ওয়াটার গেট ভবন কোথায় অবস্থিত?

       ক. ওয়াশিংটন ডিসি

       খ. ওয়াশিংটন

       গ. নিউ ইয়র্ক

       ঘ. লন্ডন

 

৭১.  গ্রিক প্রেমের দেবী কে?

       ক. এফ্রোদিতি

       খ. ভেনাস

       গ. হেরা

       ঘ. জুনো

 

৭২. মিকি মাউস কার্টুন কোন সালে মুক্তি পায়?

       ক. ১৯৭৮

       খ. ১৯৮৯

       গ. ১৯২৮

       ঘ. ১৯৪০

 

৭৩. BAFTA পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে?

       ক. চলচ্চিত্র ও টিভি সিরিয়অল

       খ. চলচ্চিত্র

       গ. সঙ্গীত

       ঘ. চিত্রকর্ম

 

৭৪. শেষ মিশরীয় ফারাওয়ের নাম কী?

       ক. ক্লিওপেট্রা ৪র্থ

       খ. ক্লিওপেট্রা ৫ম

       গ. ক্লিওপেট্রা ৬ষ্ঠ

       ঘ. ক্লিওপেট্রা ৭ম

 

৭৫. প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয় কোন সালে?

       ক. ১৯২৪

       খ. ১৯২৬

       গ. ১৯২৮

       ঘ. ১৯৩০

 

৭৬. ২০১০ সালের শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষার স্তর কোন শ্রেণী পর্যন্ত?

       ক. ৪র্থ-৮ম শ্রেণী

       খ. ৫ম-৮ম শ্রেণী

       গ. ১ম-৬ষ্ঠ শ্রেণী

       ঘ. ১ম-৮ম শ্রেণী

 

৭৭. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কোন দেশের পুলিশ বাহিনী শীর্ষে?

       ক. ভারত

       খ. বাংলাদেশ

       গ. পাকিস্তান

       ঘ. যুক্তরাজ্য

 

৭৮. গোবরাকুড়া শুল্ক স্টেশন কোন জেলায়?

       ক. ময়মনসিংহ

       খ. রাঙ্গামাটি

       গ. খাগড়াছড়ি

       ঘ. সাতক্ষীরা

 

৭৯. ২০১০ সালে বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়?

       ক. ১৩৭তম

       খ. ১৬০তম

       গ. ১৪৭তম

       ঘ. ১৫০তম

 

৮০. বাংলামতী- কী?

       ক. ধান

       খ. উপন্যাস

       গ. জাহাজ

       ঘ. কাব্যগ্রন্থ

 

৮১. কে অনন্যা সাহিত্য পুরস্কার ১৪১৭- লাভ করেন?

       ক. জিল্লুর রহমান সিদ্দিকী

       খ. যতীন সরকার

       গ. ফজলে হাসান আবেদ

       ঘ. নুরজাহান বোস

 

৮২. ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক সর্বশেষ আরোপিত নিষেধাজ্ঞা অনুমোদন হয় কোন সালে?

       ক. জুলাই ২০১০

       খ. জুন ২০১০

       গ. সেপ্টেম্বর ২০১০

       ঘ. আগস্ট ২০১০

 

৮৩. প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি কোন দ্বীপে?

       ক. ওয়েক

       খ. গুয়াম

       গ. ওকিনাওয়া

       ঘ. মিডওয়ে

 

৮৪. কোন সালে বাংলাদেশ কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করে?

       ক. ২০০০

       খ. ২০০৫

       গ. ২০০১

       ঘ. ২০০৩

 

৮৫. ২০০১ সালে আফগানিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম কী?

       ক. অপারেশন ডেজার্ট স্টর্ম

       খ. অপারেশন রেস্টোরেশন অব ডেমোক্রেসি

       গ. অপারেশন এনডিউরিং ফ্রিডম

       ঘ. অপারেশন টাইফুন অব স্টিল

 

৮৬. নিম্নলিখিত কোন দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশকে একটি সেতু হিসাবে গণ্য করা হয়?

       ক. দক্ষিণ ও উত্তর এশিয়া

       খ. দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া

       গ. দক্ষিণ ও পূর্ব এশিয়া

       ঘ. দক্ষিণ ও পশ্চিম এশিয়া

 

৮৭. বগা লেক কোন উপজেলায় অবস্থিত?

       ক. থানচি

       খ. লামা

       গ. রুমা

       ঘ. আলিকদম

 

৮৮. ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হয়?

       ক. নেপালে

       খ. ভূটানে

       গ. মালদ্বীপে

       ঘ. পাকিস্তানে

 

৮৯. কোন বিজ্ঞানী প্রাণী নিয়ে চর্চা করেন?

       ক. জ্যুলজিস্ট

       খ. জিওলজিস্ট

       গ. বোটানিস্ট

       ঘ. এনভায়োরনমেন্টালিস্ট

 

৯০. বিদ্যুচ্চমক কতটা উত্তপ্ত?

       ক. ১০০০° ফা.

       খ. ১১০০০° ফা.

       গ. ৪০০০০° ফা.

       ঘ. ৭০০০০° ফা.

 

৯১. কার শরীরে অধিক হাড় রয়েছে?

       ক. শিশু

       খ. প্রাপ্ত বয়স্ক

       গ. বালক

       ঘ. কিশোর

 

৯২. এটমের নিউক্লিয়াসের কোনটি অনুপস্থিত?

       ক. প্রোটন

       খ. নিউট্রন

       গ. ইলেক্ট্রন

       ঘ. পজিট্রন

 

৯৩. ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ পরস্পর থেকে সরে যাচ্ছে- উক্তিটি কী?

       ক. সত্য

       খ. মিথ্যা

       গ. আংশিক মিথ্যা

       ঘ. আংশিক সত্য

 

৯৪. পৃথিবীতে সর্বাধিক সাধারণ মৌল কোনটি?

       ক. অক্সিজেন

       খ. হাইড্রোজেন

       গ. নাইট্রোজেন

       ঘ. কার্বন

 

৯৫. ৪ ফুট ৮ ইঞ্চি সমান কত মিটার?

       ক. ১.৫৪

       খ. ১.৪২

       গ. ১.২৪

       ঘ. ১.৩৮

 

৯৬. মাউন্ট রাসমৌরে কতজন মার্কিন প্রেসিডেন্টের মুখমণ্ডল খোদাই করা আছে?

       ক. ৪

       খ. ৫

       গ. ৬

       ঘ. ৩

 

৯৭. দার্শনিক সক্রেটিসকে কিসের দায়ে বিষ পানে হত্যা করা হয়?

       ক. লিখিত গ্রন্থের কারণে

       খ. সম্রাটের আদেশ অমান্যের কারণে

       গ. নাস্তিকতার জন্য

       ঘ. যুদ্ধে যেতে অস্বীকৃতির কারণে

 

৯৮. কোরীয় যুদ্ধের কাল পরিসর কত?

       ক. ১৯৫০-৫৩

       খ. ১৯৫১-৫৩

       গ. ১৯৫০-৫২

       ঘ. ৯৫২-৫৩

 

৯৯. কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?

       ক. চীন

       খ. জাপান

       গ. দক্ষিণ কোরিয়া

       ঘ. রাশিয়া

 

১০০. কোন পাখি কখনও বাসা তৈরি করে না?

       ক. উটপাখি

       খ. কোকিল

       গ. অস্ট্রিচ

       ঘ. হামিংবার্ড