সমুদ্র বন্দর
মোট সমুদ্র বন্দর- ২টি
প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর
চট্টগ্রাম সমুদ্র বন্দর- কর্ণফুলী নদীর তীরে অবস্থিত
অপর সমুদ্র বন্দর- মংলা সমুদ্র বন্দর (বাগেরহাট)
মংলা সমুদ্র বন্দর- পশুর নদীর তীরে অবস্থিত
প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দর- নোয়াখালীতে
প্রস্তাবিত চতুর্থ/শেষ সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়
প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়
নদী বন্দর
প্রধান নদী বন্দর- নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ নদী বন্দর- শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত
স্থল বন্দর
সবচেয়ে বড় স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
প্রধান স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
বেনাপোল স্থল বন্দর- যশোর জেলায় অবস্থিত
দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর- হিলি স্থল বন্দর
হিলি স্থল বন্দর- দিনাজপুর জেলায় অবস্থিত
সর্বশেষ স্থল বন্দর- বিলোনিয়া (ফেনী)
মায়ানমারের সঙ্গে বাণিজ্য পরিচালিত হয়- টেকনাফ স্থলবন্দর দিয়ে
বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে- টেকনাফ স্থলবন্দর
গুরুত্বপূর্ণ স্থলবন্দর :
| বেনাপোল | যশোর | 
| হিলি | দিনাজপুর | 
| বুড়িমারি | লালমনিরহাট | 
| দর্শনা | চুয়াডাঙ্গা | 
| আখাউড়া | ব্রাহ্মণবাড়িয়া | 
| কসবা | ব্রাহ্মণবাড়িয়া | 
| বাংলাবান্ধা | পঞ্চগড় | 
| সোনা মসজিদ | চাঁপাই নবাবগঞ্জ | 
| তামাবিল | সিলেট | 
| বিলোনিয়া | ফেনী | 
