ইতিহাসের জনক- হেরোডেটাস (গ্রিক)

ইতিহাস শব্দটি এসেছে- গ্রিক শব্দ History থেকে

প্রাচীন সভ্যতাসমূহ

মানুষের অস্তিত্ব- ৫০ হাজার খ্রিস্ট পূর্বাব্দে

সভ্যতার শুরু- ৫ হাজার খ্রিস্ট পূর্বাব্দে

বিভিন্ন সভ্যতার অবদান :

বিভিন্ন সভ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য

অবদান

গ্রিক সভ্যতা

  • নদীর তীরে গড়ে ওঠেনি
  • প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব
  • জ্যামিতি (উপপাদ্য), চিকিৎসা

মিশরীয় সভ্যতা

  • নীলনদের তীরে
  • রাজাদের উপাধি- ফারাও
  • কৃষিকাজ (বাঁধ দিয়ে কৃষিকাজ)

· পিরামিড (মমি- মৃতদেহ সংরক্ষণের পদ্ধতি)

  • লিখন পদ্ধতি (হায়ারোগ্লিফিক)
  • জ্যোতির্বিদ্যা
  • এক ঈশ্বরের ধারণা (ফারাও ইখনাটন)

মেসোপটেমীয় সভ্যতা

  • ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে
  • মেসোপটেমিয়া- ইরাক
  • পৃথিবীর প্রাচীনতম সভ্যতা
  • ৪টি পর্যায়

সুমেরীয়

  • লিখন পদ্ধতি (কিউনিফর্ম)

ব্যাবিলনীয়

  • স্থপতি- হাম্মুরাবি
  • আইন প্রণয়ন (হাম্মুরাবির আইন)
  • পঞ্জিকা

অ্যাসেরীয়

  • ৩৬০° কোণ
  • অক্ষাংশ ও দ্রাঘিমাংশ

ক্যালডীয়

  • নতুন ব্যাবিলনীয় সভ্যতা

· ব্যাবিলনের শূণ্য উদ্যান (নির্মাতা- নেবুচাঁদ নেজার) (অবস্থান- ইরাক)

  • ৭ দিনে সপ্তাহ

সিন্ধু সভ্যতা

  • পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পা
  • ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা

· আবিষ্কারক- রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল ও দয়ারাম সাহনী

  • দ্রাবিড় জাতি
  • সিন্ধু নদীর তীরে
  •  

হিব্রু সভ্যতা

  • জেরুজালেম নগরকেন্দ্রীক
  • পৃথিবীর প্রাচীনতম ভাষা
  • ধর্ম প্রচার

পারস্য সভ্যতা

  • পারস্য- বর্তমান ইরান
  • ধর্ম সংস্কার (জরথ্রুস্টবাদ)

ফিনিশীয় সভ্যতা

  • বর্ণমালা উদ্ভাবন
  • নৌকা তৈরি
  • ব্যবসা-বাণিজ্য

গৌতম বুদ্ধ

জন্মস্থান- কপিলাবস্তু রাজ্যের/নগরের লুম্বিনী গ্রাম (নেপাল)

পিতা- শুদ্ধোধন

মাতা- মায়াদেবী

বাল্য নাম/নিজের নাম- সিদ্ধার্থ

দিব্যজ্ঞান লাভ- ৩৫ বছর বয়সে

দিব্যজ্ঞান লাভ করেন- বোধিবৃক্ষের নিচে

মৃত্যুস্থান- কুশীনগর (নেপাল)

প্রথম সাম্রাজ্য- মৌর্য

প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক

প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ

শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন

উপমহাদেশে আলেকজান্ডারের আগমন

আলেকজান্ডার- গ্রিসের অধিবাসী

আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা

প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত

ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার

আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল

বিখ্যাত শিষ্যক্রম :

সক্রেটিস > প্লেটো > এরিস্টটল > আলেকজান্ডার