বাংলাদেশের জাতীয় খেলা- কাবাডি
রেইডার- যেই খেলোয়াড় প্রতিপক্ষের কোর্টে রেইড করতে যায়
রেইডার রেইড করার সময়- মুখে ছড়া কাটে কিংবা হাডুডু/কাবাডি বলতে থাকে
লোনা- কোন দলের সব খেলোয়াড় আউট হলে বিপক্ষ দল লোনা (অতিরিক্ত ২ পয়েন্ট) পায়
বাংলাদেশের বিখ্যাত রেইডার- জিয়া
কাবাডি বিশ্বকাপ
প্রথম কাবাডি বিশ্বকাপ- ২০০৪
চারটি কাবাডি বিশ্বকাপেরই চ্যাম্পিয়ন- ভারত
সাল |
চ্যাম্পিয়ন |
রানার্স - আপ |
বাংলাদেশের অবস্থান |
আয়োজক |
২০০৪ |
ভারত |
ইরান |
যৌথভাবে সেকেন্ড রানার্স-আপ |
ভারত |
২০০৭ |
ভারত |
ইরান |
যৌথভাবে সেকেন্ড রানার্স-আপ |
ভারত |
২০১০ |
ভারত |
পাকিস্তান |
অংশগ্রহণ করেনি |
ভারত |
২০১১ |
ভারত |
কানাডা |
অংশগ্রহণ করেনি |
ভারত |
এশিয়ান গেমসে কাবাডি
এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভূক্ত হয়- ১৯৯০ সালে (বেইজিং)
এশিয়ান গেমসে মেয়েদের কাবাডি অন্তর্ভূক্ত হয়- ২০১০ সালে (বেইজিং)
এশিয়ান গেমসে বাংলাদেশের ছেলেদের অর্জন- ৩ রূপা ও ৩ ব্রোঞ্জ (শুধু ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে কোন পদক পায়নি)
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের অর্জন- ব্রোঞ্জ
সাফ গেমসে কাবাডি
২০১০ সাফে (বাংলাদেশ) কাবাডিতে ছেলে এবং মেয়ে দুই বিভাগেই সোনা জেতে- ভারত
ছেলেদের বিভাগে বাংলাদেশ জিতে- ব্রোঞ্জ (রূপা জেতে পাকিস্তান)
মেয়েদের বিভাগে বাংলাদেশ জিতে- রূপা