বিষয়াবলী

ব্যাংক সমন্বয় বিবরণী : আমানতকারীর নগদান বইয়ের ব্যাংক কলাম এবং ব্যাংক প্রদত্ত পাশ বইয়ের উদ্বৃত্তের মধ্যে প্রায়ই পার্থক্য দেখা যায়। এ পার্থক্যের কারণ বের করে নগদাই বই ও পাশ বইয়ের উদ্বৃত্তের সমন্বয় সাধরেন জন্য আমানতকারী একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করে, তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বলে।

এটি হিসাববিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়
 
এটি প্রস্তুতের মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট তারিখে আমানতকারী হিসাবে প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত বা জমাতিরিক্ত-এর পরিমাণ নির্ণয়
 
ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্তকেই উদ্বৃত্তপত্রে ব্যাংক জমা বা জমাতিরিক্ত হিসাবে দেখানো হয়
 
এটি আমানতকারী কর্তৃক প্রস্তুতকৃত হয়
 
নগদান বই ও পাশ বইয়ের জেরের গরমিলের কারণ :
আমানতকারীর অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেনসমূহ :
১. ব্যাংক আমানতকারীর পক্ষ হতে অর্থ আদায় করলে
২. ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ প্রাপ্য হলে
৩. সেবা প্রদানের জন্য ব্যাংক সার্ভিস চার্জ করলে
৪. ব্যাংক আমানতকারীর স্থায়ী নির্দেশ অনুযায়ী বীমা প্রিমিয়াম, ঋণের সুদ, মোবাইল ফোনের বিল, ইত্যাদি প্রদান করলে
৫. দেনাদার কর্তৃক সরাসরি আমানতকারীর হিসাবে টাকা জমা হলে
৬. আদায়ের জন্য জমাকৃত চেক বা বিল প্রত্যাখ্যাত হলে
৭. ব্যাংক কর্তৃক সরাসরি কোন খরচ পরিশোধ করা হলে
 
ব্যাংকের অজান্তে আমানতকারী কর্তৃক সম্পাদিত লেনদেনসমূহ :

১. চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি
২. ব্যাংকে জমাকৃত চেক, যা এখনো আদায় করা হয়নি
৩. নগদান বইয়ের জের নির্ণয়ে ভুল হলে
 
কিছু গুরুত্বপূর্ণ টীকা :

Outstanding Cheque- ইস্যুকৃত চেক, যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি (বকেয়া চেক)
Rejected Cheque- প্রত্যাথ্যাত চেক
Deposit in Transit- ট্রানজিটে জমা
Not Sufficient Fund- এনএসই চেক, ব্যাংক তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা
Interest Earned on Deposit- ব্যাংক জমার সুদ (আয়)
Interest Payable on Bank Overdraft- ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যয়)
 

 

 

কুইজ