Page 1 of 1

ঢাবি ক ইউনিট ২০১৮-২০১৯ | পদার্থবিজ্ঞান

Question 1

Question

একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোন তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে ?

Answer

শূন্যতম সূত্র

দ্বিতীয় সূত্র

প্রথম সূত্র

তৃতীয় সূত্র

Question 2

Question

চিত্রে প্রদর্শিত বর্তনীতে 4 $\Omega$ রোধের মধ্যে তড়িৎপ্রবাহ কত?

ছবি
du-a-unit-2018-2019-physics-2
Answer

5/4 Ampere

1 Ampere

5/8 Ampere

4/5 Ampere

Question 3

Question

একটি আলোকরশ্মি চিত্রে প্রদর্শিত তিনটি মাধ্যম দিয়ে অতিক্রম করছে। বেগগুলির কোন ক্রমটি সঠিক ?

ছবি
du-a-unit-2018-2019-physics-3
Answer

$v_{3}>v_{1}>v_{2}$

$v_{1}>v_{2}>v_{3}$

$v_{3}>v_{2}>v_{1}$

$v_{1}>v_{3}>v_{2}$

Question 4

Question
একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শুন্য মাধ্যমে প্রসারিত হলো ফলে নিম্নের কোনটি ঘটে?
Answer

অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না।

তাপমাত্রা হ্রাস পায়

চাপের কোনো পরিবর্তন হয় না।

দশার পরিবর্তন হয়

Question 5

Question
একটি পিয়ানো তারের দৈর্ঘ্য এবং ভর M। যদি এর মূল কম্পাঙ্ক হয়, তবে তারে টান হলো:
Answer

$2 M f^{2} / L$

$4 M L f^{2}$

$4 f^{2} L^{3} / M$

$4 f M / L$

Question 6

Question
একটি অতি সুসঙ্গত আলোক রশ্মি একটি সুক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা?
Answer

প্রতিসরণ

অপবর্তন

প্রতিফলন

ডপলার ক্রিয়া

Question 7

Question
$c / \sqrt{2}$ বেগে চলমান একটি কণার গতিশক্তি কত? স্থির অবস্থায় কণাটির ভর $m_{0}$
Answer

$0.414 m_{0} c^{2}$

$0.25 m_{0} c^{2}$

$1.414 m_{0} c^{2}$

$2.0 m_{0} c^{2}$

Question 8

Question
10 kg ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় $60 \mathrm{~m} / \mathrm{s}^{2}$। M ভরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50 m/s² হয়, তবে ভর M কত ?
Answer

3.3 kg

4.8 kg

21 kg

30 kg

Question 9

Question
একটি প্রত্যাবর্তী তড়িৎ এবাহকে। $l=100 \sin 2 x t$Ampere সমীকণ থারা প্রকাশ ফবা হয়। তড়িৎ প্রবাহের গড় বর্গীয়-বর্গমূলের মান কত ?
Answer

70.7 Ampere

100 Ampere

50 Ampere

200 Ampere

Question 10

Question
সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.02 m এবং কম্পাঙ্ক 2.5 Hz হলে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে?
Answer

$0.05 \mathrm{~ms}^{-1}$

$0.125 \mathrm{~ms}^{-1}$

$0.157 \mathrm{~ms}^{-1}$

$0.314 \mathrm{~ms}^{-1}$

Question 11

Question
5.0 N এর একটি আনুভূমিক বল একটি 0.50 kg ভরের আয়তাকার বস্তুকে একটি উল্লম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল। যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে $\mu_{x}=0.6$ এবং , $\mu_{k}=0.8$,তবে m/s² এককে বস্তুটির ত্বরণ কত?
Answer

1.8

2.0

6.0

8.0

Question 12

Question
একটি তারের ভিতর দিয়ে সাইনোসোইডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি $V_{s}$। তারের একটি কণার সরণ সবোর্চ্চ সরণের অর্ধেক হলে ঐ কণার দ্রুতি হলো:
Answer

$V_{s} / 2$

$\sqrt{3} V_{s} / 2$

$2 V_{s}$

$3 V_{s} / 4$

Question 13

Question
একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা $\left(\beta^{-}\right)$ নিঃসরণ করে ও দুইটি আলফা কণায় পরিণত হয়। আদি নিউক্লিয়াস A এবং Z যথাক্রমে ছিল
Answer

6, 3

7, 2

7, 3

8, 4

Question 14

Question
e মানের একটি চার্জ, r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে v দ্রুতিতে ঘুরছে। বৃত্তের কেন্দ্র চৌম্বক ক্ষেত্রের মান হবেঃ
Answer

$\mu_{0} \e v /\left(4 \pi r^{2}\right)$

$\mu_{0} e v /(2 \pi r)$

$\mu_{0} \mathrm{ev} /\left(\pi r^{2}\right)$

$\mu_{0} e /(4 \pi v r)$

Question 15

Question
কৌণিক ভরবেগের একক কোনটি?
Answer

$k g m^{2} s^{-1}$

$\mathrm{kg} \mathrm{m} \mathrm{s}^{-2}$

$\mathrm{kg} \mathrm{ms}^{-1}$

kg $m^{2} s^{2}$

Question 16

Question
বাইনারি সংখ্যা $10110101_{2}$ হতে বাইনারি সংখ্যা $10011_{2}$ এর বিয়োগফল হলো:
Answer

$10110010_{2}$

$10100010_{2}$

$10100101_{2}$

$10100011_{2}$

Question 17

Question
উৎস হতে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেলো 5 s পরে, যখন একই শব্দ আরেকজন ব্যক্তি শুনতে পেলো 6s পরে।শব্দের বেগ 300 m/s l এই দুই ব্যক্তির মধ্যে সবোর্চ্চ এবং সবনিম্ন দূরত্ব কত?
Answer

1.8 km, 0.15 km

2.2 km, 0.20 km

2.8 km, 0.25 km

3.3 km, 0.30 km

Question 18

Question
তিনটি ভেক্টর, $\vec{a}, \vec{b} \ও\vec{c}_{3}$, যাদের মান যথাক্রমে ৪, ৩ এবং ৫, যোগ করলে শুন্য হয় অর্থাৎ $\vec{a}+\vec{b}+\vec{c}=0$ তাহলে $|\vec{c} \times(\vec{a} \times \vec{b})|$ এর মান হলো :
Answer

12

60

25

15

Question 19

Question
নিম্নের কোন রাশির একক $\mu_{0} / c_{0}$ এর এককের সমান ?
Answer

বেগ2

চৌম্বক ক্ষেত্র

রোধ2

বৈদ্যুতিক বিভব

Question 20

Question

অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্রে প্রদর্শিত একটি বলয়াকার অ্যালুমিনিয়াম রিং তৈরি করা হয়েছে। এটি গরম করলে কি ঘটে?

ছবি
du-a-unit-2018-2019-physics-20
Answer

অ্যালুমিনিয়াম বাইরের দিকে বর্ধিত হয় ও ছিদ্র একই আকারের থাকে।

ছিদ্রের ব্যাস কমে যায়

ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যেকোনো অংশের ক্ষেত্রফলের সমান অনুপাতে বৃদ্ধি পায়।

ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যেকোনো অংশের ক্ষেত্রফলের চেয়ে বেশি অনুপাতে বৃদ্ধি পায়।

Question 21

Question
দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত?
Answer

90°

120°

180°

Question 22

Question

একটি গাড়ি একটি সোজা রাস্তায় স্থির অবস্থা থেকে ত্বরণের মাধ্যমে যাত্রা শুরু করল। কিছু সময় পরে গাড়িটি মন্দনের মাধ্যমে থেমে যায়। গাড়িটি একই পথে একইভাবে যাত্রা করে পূর্ববর্তী হানে ফিরে আসে। নিম্নলিখিত কোন লেখচিত্রটি গাড়িটির গতিকে প্রকাশ করে ?

ছবি
du-a-unit-2018-2019-physics-22
Answer

A

B

C

D

Question 23

Question

ইয়াং- এর দ্বিচির পরীক্ষায় দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। ঐ বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হলো:(m=পূর্ণসংখ্যা)

Answer

শুন্য

$2 \pi m+\pi / 4$

$2 \pi m+\pi / 2$

$2 \pi m+\pi$

Question 24

Question
যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য +x অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E = cx হয়, যেখানে c= ধ্রুবক, তবে তড়িৎ বিভব V = ?
Answer

-2cx

2cx

$-c x^{3} / 3$

$c x^{3} / 3$

Question 25

Question
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেক্ট্রনের মোট শক্তি -13.6 eV। তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত?
Answer

-1.5 eV

-3.4 eV

-4.5 eV

40.8 eV

Question 26

Question
শূন্য মাধ্যমে প্রবহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, E/B এর মান এস আই এককে হলো:
Answer

তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, $\omega$

শুন্য মাধ্যমে তরঙ্গদের্ঘ্য, $\lambda$

শুন্য মাধ্যমে আলোর বেগ, c

প্লাংকের ধ্রুবক,h

Question 27

Question

10 m/s সমদ্রুতিতে r ব্যাসার্থের বৃত্তাকার পথে ঘুর্ণায়মান একটি কণার ক্ষেত্রে নিচের চারটি লেখচিত্রের কোনটি সঠিক (কণার ত্বরণ a) ?

ছবি
du-a-unit-2018-2019-physics-27
Answer

A

B

C

D

Question 28

Question
সরণ পাওয়া যায়:
Answer

বেগ-সময় লেখচিত্রের ঢাল থেকে

ত্বরণ-সময় লেখচিত্রের ঢাল থেকে

বেগ-সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল থেকে

ত্বরণ-সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল থেকে

Question 29

Question
দুইটি সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুইটি প্রতি একক দৈর্ঘ্যে F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তারদ্বয়ের মধ্যে দূরত্বকে তিন গুণ করা হয় তবে প্রতি একক দৈর্ঘ্যে বলের মান হবে:
Answer

2F/3

4F/3

2F/9

4F/9

Question 30

Question
গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযােগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে" এটি কোন নীতির সরাসরি ফলাফল ?
Answer

শক্তির সংরক্ষণ নীতি

ভরবেগের সংরক্ষণ নীতি

কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি

ভরের সংরক্ষণ নীতি