Page 1 of 3

ঢাবি 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৬-২০১৭ | বাংলা

Question 1

Question

কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয় :

Answer

বর্গ

নিচয়

সকল

মালা

Question 2

Question
অভাব বুঝিয়েছে কোন উপসর্গ-
Answer

বিবর্ণ

বিশুষ্ক

অনুজ

বিক্ষেপ

Question 3

Question

’আমাদের একটি গল্প বলুন।’- এই বাক্যে ‘আমাদের’ কোন কারকে কোন বিভক্তি?

Answer

কর্তায়ক ষষ্ঠী

অপাদানে সপ্তমী

কর্মে ষষ্ঠী

অধিকরণে সপ্তমী

Question 4

Question
আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভাবছিলেন?
Answer

তিনি যদি সক্রেটিস হতেন

তিনি যদি নেপোলিয়ান হতেন

তিনি যদি এরিস্টটল হতেন

তিনি যদি বাল্মীকি হতেন

Question 5

Question
ছোটবেলায় অনুপম পন্ডিতমশাইয়ের বিদ্রুপের পাত্র হয়েছিল কেন?
Answer

দেখতে কদর্য ছিল বলে

সুন্দর চেহারার জন্য

একটি কানে কম শুনত বলে

পড়ায় মনোযোগ ছিল না বলে

Question 6

Question
নিচের কোন কবির জন্ম বৃহত্তম ঢাকা জেলায়-
Answer

সৈয়দ শামসুল হক

সুকান্ত ভট্টাচার্য

শামসুর রাহমান

আহসান হাবীব

Question 7

Question

‘কেহ মরে ছেঁচে, কেহ খায় কই।’ এই প্রচনটি রয়েচে যে রচনায়-

Answer

অপরিচিতা

চাষার দুক্ষু

বিড়াল

আহ্বান

Question 8

Question

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কাব্যনাট্যাংশে জ্যোৎস্নার সাথে কী ঝরে পড়ে?

Answer

নদীর অশ্রু

স্মৃতির দুধ

পাহাড়ি ঢল

আমার স্বপ্ন

Question 9

Question
নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
Answer

অশ্রুজল

সপরিবার

সপরিবার

ইদানীংকালে

জন্মবার্ষিকী

Question 10

Question

‘ধ্বস্ত’ বিশেষণ পদের বিশেষ্য রূপ-

Answer

ধস

ধ্বংস

ধ্বস

ধাষ্ট্য

Question 11

Question
নিচের কোনটি শুদ্ধ
Answer

পুষ্প + অঞ্জনি = পুষ্পঞ্জলী

মাহ+ঈশ্বর = মহীশ্বর

বহ্নি + উৎসব = বহ্ন্যসব

সৎ+চিন্তা= সুচিন্তা

Question 12

Question

‘ক্ষণজন্মা’ নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?

Answer

ক্ষণকারের জন্য জন্ম

স্বল্পায়ু যার

শুভক্ষণে জাত

জন্মের ক্ষণ

Question 13

Question
‘তিনি রামভারী হলেও মূলত হাতভারী লোক।’ বাক্যে যুক্ত ‘হাতভারী’ শব্দটি কী অর্থের প্রকাশক?
Answer

ঔদার্য

ক্ষমতা

কৃপণতা

দক্ষতা

Question 14

Question

‘আহ্বান’ গল্পে গল্পকথক বুড়র কাছ থেকে পেত-

Answer
লেবু, আ, কুমড়ো, কাঁচকলা

বেল, চাঁপাকলা, জাম, আমড়া

আম, পেয়ারা, কাঁঠাল, কুমড়ো

কাঁচকলা, লেবু, আম, লাউ

Question 15

Question

‘পরদোষের কে চাহে মজিতে?' উক্তিটি কার?

Answer

বিভীষণের

রাবণের

মেঘনাদের

লক্ষণের

Question 16

Question
‘নাত-জামাই’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
Answer

নাতির জামাই

যে নাতি সে-ই জামাই

নাতি রূপ জামাই

নাতনির জামাই

Question 17

Question
সুপ্রকাশ কোনটি?
Answer

পেট পরিষ্কার করা

ধুতু ফেলা

নাক ঝাড়া

ঢেঁকুর তোলা

Question 18

Question
‘নমনীয়তা’র বিপরীত শব্দ-
Answer

দৃঢ়তা

শক্তিময়তা

সদাশয়তা

কর্কশতা

Question 19

Question
‘He was out in reckoning.'- বাক্যটিতে যথাযথ বঙ্গানুবাদ-
Answer

তার গোনায় বুল হয়েছিল

তার শোনার ভুল হয়েছিল।

সে চিনতে ভুল করেছিল।

তার মাথা খারাপ হয়েছিল।

Question 20

Question
কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়?
Answer

নিমার্ণ

নিলাম

নির্মূল

নিতল

Question 21

Question
‘রজ্জুতে সর্পজ্ঞান’- বাগধারাটির অর্থ-
Answer

আচমকা বিপদ

সাপকে দড়ি দিয়ে বাঁধা

জাদুকরী বিদ্যা অর্জন করা

বিভ্রম

Question 22

Question

‘সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’ বাক্যটি-

Answer

সন্দেহবাচক

অনুজ্ঞাবাচক

ইচ্ছাবাচক

কার্যকারণবাচক

Question 23

Question

‘শুনে বুকটা তাঁর টিপটিপ করেছিল’ এখানে ‘টিপটিপ'

Answer

অনুকার অব্যয়

সমুচ্চয়ী অব্যয়

অনস্বয়ী অব্যয়

অনুকার অব্যয়

Question 24

Question

‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে?

Answer

ছয়টি

পাঁচটি

চারটি

তিনটি

Question 25

Question
একতারার কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায় ?
Answer

সাম্যবাদী

ঐকতান

তাহারেই পড়ে মনে

ফেব্রুয়ারি ১৯৬৯