Page 1 of 3

ঢাবি 'খ' ইউনিট ২০১৪-১৫ । বাংলা

Question 1

Question

বিপরীত শব্দযুগল নয় কোনটি?

Answer
শ্রী-বিশ্রী
টক-মিষ্টি
গুন-গান
উন্মুক-বিমুখ

Question 2

Question
কোনটি সমার্থক শব্দ নয়?
Answer

অভ্র

বীচি

লহরী

ঊর্মি

Question 3

Question

‘Millennium’ এর পরিভাষা-

Answer

অব্দ

শতাব্দ

সহস্রাব্দ

শকাব্দ

Question 4

Question

“বাক্যাংশটিতে আসলে ব্যাঙ্গ করিয়া বলা হইয়াছে যে আমাদের আচরণ এতই বর্বর ছিল যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জাজনক ছিল।”

চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-

Answer

চার

পাঁচ

ছয়

সাত

Question 5

Question

”আগেই সন্ধ্যা আজ সময়ে নেমেছে।” বাক্যের কোন বৈশিষ্ট্যটি এখানে নেই?

Answer

আকাঙ্ক্ষা

আসক্তি

যোগ্যতা

বাগধারা

Question 6

Question

‘কামরা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

Answer

পর্তুগিজ

ফারসি

আরবি

সংস্কৃত

Question 7

Question
কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত?
Answer

গরমিল

নালায়েক

হররোজ

কমজোর

Question 8

Question
পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়-
Answer

প্রত্যয়ের মতো

বিভক্তির মতো

ধাতুর মতো

সমাসের মতো

Question 9

Question
”কথাটি বলে থাকব কিন্তু মনে পড়ছে না।”
Answer

নিত্যবৃত্ত বর্তমান

ঘটমান ভবিষ্যৎ

পুরাঘটিত ভবিষ্যৎ

সাধারণ ভবিষ্যৎ

Question 10

Question
অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্তরূপ-
Answer

হয় না

কখনো কখনো হয়

হয়

কখনোই হয় না

Question 11

Question

‘শোক দূর হয়েছে যার’ বাক্যটিকে সংকোচন করলে হবে-

Answer

অশোক

বীতশোক

হৃতশোক

শোকাতীত

Question 12

Question
He is a hard nut to crack- বাক্যাটির ঠিক বাংলা অনুবাদ-
Answer

তিনি হলেন শক্ত বাদাম যা ভাঙা যায় না

তিনি ভেঙ্গে পরার লোক নন

তিনি কঠিন লোক

তিনি ভাঙবেন তবু মচকাবেন না

Question 13

Question

‘ছোট কিন্তু রসে ভরা।’ বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে-

Answer

যদিও ছোট, তবু রসে ভরা

রসে ভরা ছোট চিঠি

ছোট ও রসে ভরা

ছোট হলেও রসে ভরা

Question 14

Question
কোনটি ঠিক নয়?
Answer

√ শুচ+ঘঞ= শোক

√ নী+তৃচ=নেতা

√ সুভগ+ষ্ণ্য=সৌভাগ্য

√ মুগ+ক্ত=মুগ্ধ

Question 15

Question
কোন কবিতায় সম্বন্ধ পদের ব্যাপক ও বৈচিত্রময় ব্যবহার হয়েছে?
Answer

বঙ্গভাষা

সোনার তরী

আঠারো বছর বয়স

আমার পূর্ব বাংলা

Question 16

Question
স্নেহ ও কচ্ছ দেশের কথা বলা হয়েচে কোন দু’টি রচনায়?
Answer

হৈমন্তী ও বিলাসী

অর্ধাঙ্গী ও অপরাহ্নের গল্প

একুশের গল্প ও অপরাহ্নের গল্প

বিলাসী ও একটি তুলসী গাছের কাহিনী

Question 17

Question
জোছনা -মায়ার কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়?
Answer

পাঞ্জেরি

কবর

তাহারেই মনে পড়ে

আমার পূর্ব বাংলা

Question 18

Question
হৈমন্তী গল্পে উল্লিখিত এডমন্ড বার্কের রচনা কোন বিষয়ক?
Answer

শিল্পবিপ্লব

নারী স্বাধীনতা

ফরাসি বিপ্লব

রুশ বিপ্লব

Question 19

Question
বূদের বাবু হলেন-
Answer

বাংলার নবজাগেরনের একজন পথিকৃৎ

একজন নাট্যকার

একজন শাস্ত্রবিদ

একজন শিক্ষক

Question 20

Question
কলিমদ্দি দফাদার গল্পের কোন তথ্যটি সঠিক নয়?
Answer

সে বিশ বাইশ বছর দফাদার

কলিমদ্দি এলাকার দফাদার

চৌকিদারের সর্দার দফাদার

তার বয়স ষাট

Question 21

Question

নিচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নের উত্তর দাওঃ

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।

ওপরের অনুচ্ছেদ কয়টি প্রবাদ- প্রবচন রয়েছে?

Answer

একটি

দু’টি

তিনটি

চারটি

Question 22

Question

নিচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নের উত্তর দাওঃ

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।

অনুচ্ছেদ ব্যবহৃত যুক্তবর্ণের মোট সংখ্যা –

Answer

৩২

৩৩

৪১

২১

Question 23

Question

নিচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নের উত্তর দাওঃ

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।

অনুচ্ছেদ তৎপুরুষ সমাসবদ্ধ পদ কয়টি-?

Answer

তিনটি

চারটি

পাঁচটি

ছয়টি

Question 24

Question

নিচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নের উত্তর দাওঃ

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।

অনুচ্ছেদটিতে ব্যবহৃত বিশেষণের সংখ্যা-

Answer

তেরো

চৌদ্দ

পনের

ষোল

Question 25

Question

নিচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নের উত্তর দাওঃ

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।

অনুচ্ছেদটিতে কত রকমের ছেদচহ্ন বা বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে-

Answer

বঙ্গভাষা

সোনার তরী

আঠারো বছর বয়স

আমার পূর্ব বাংলা