সৈয়দ আলী আহসান
 
কাব্যগ্র্রন্থ- একক সন্ধ্যায় বসন্ত
ছন্দ- গদ্যছন্দ; সুনির্দিষ্ট পর্ব বা মাত্রাসাম্য নেই।
 
আমার পূর্ব-বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ/ অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়/ একটি প্রগাঢ় নিকুঞ্জ
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
রাশি রাশি ধান মাটি আর পানির/ কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর- এক দুই তিন/ দশটি (বৈষ্ণব কবিতায় বর্ণিত রাধার বিরহের দশটি অবস্থার প্রতি কবি ইঙ্গিত করেছেন।)
ঘর আর বিদেশ আঙিনা
তিনটি ফুল আর একটি পাতা নিয়ে/ কদম্ব তরুর একটি শাখা মাটি/ ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা/ নীল হলুদ বেগুনি অথবা সাদা
কাকের চোখের মতো কালোচুল/ এলিয়ে
হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে দেহ ঘিরে (বৃষ্টিভেজা পূর্ব বাংলা যেনো নীল শাড়ি পরা কোনো নারী)
তুমি আমার পূর্ব-বাংলা-/ পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ।।
 
লেখক পরিচিতি
জন্ম : ১৯২২, মাগুরা জেলার আলোকদিয়ায়
সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমীর পরিচালক
গ্রন্থ-
কাব্যগ্রন্থ- অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ, সমুদ্রেই যা্বো
গবেষণা ও প্রবন্ধগ্রন্থ- কবি মধুসূদন, রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা, কবিতার কথা ও অন্যান্য বিবেচনা, বাংলা সাহিত্যের ইতিহাস, সতত স্বাগত, শিল্পবোধ ও শিল্প চৈতন্য
অনুবাদ- হুইটম্যানের কবিতা
 
ভাষা অনুশীলন/ব্যাকরণ অংশ
লিঙ্ক- বানান, উপসর্গ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

  • ‘আমার পূর্ববাংলা’ কবিতায় পূর্ববাংলার দেহ স্নিগ্ধ যে নীলাম্বরীতে ঘেরা- তার উপমা কোনটি? (ক-২০০৯-১০)
  • ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় ফুল ও পাতার সংখ্যা (ঘ-২০০৯-১০)
  • ‘আমার পূর্ব বাংলা’- কবিতাটি সৈয়দ আলী আহসানের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? (গ-২০১০-১১)