কুইজ

মে ২০২২ পর্যন্ত 'সাম্প্রতিক বিশ্ব' বিষয়ক সাধারণ জ্ঞানের হাইলাইটস্ 

রাশিয়া-ইউক্রেন সংকট

  • ২১ ফেব্রুয়ারি, ২০২২ - রাশিয়া রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী দনবাস অঞ্চলের দুই শহর দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি দেয়।

  • ২৪ ফেব্রুয়ারি, ২০২২ - রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন। এই দিন ইউক্রেন রাশিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

  • ২৭ ফেব্রুয়ারি, ২০২২ - রাশিয়াকে SWIFT (Society for Worldwicke Interbank Financial Telecommunication) থেকে নিষিদ্ধ করা হয়। বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে আর্থিক লেনদেন করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

  • ৯ এপ্রিল, ২০২২ - রুশ বাহিনীর কাছে অবরুদ্ধ থাকা অঞ্চলগুলো থেকে বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেন দশটি মানবিক করিডোর স্থাপনে ঐক্যমতে পৌঁছে।

  • ৩১ মার্চ, ২০২২ - যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া পশ্চিমা দেশের কাছে রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দেয়। ১ এপ্রিল, ২০২২ থেকে তা কার্যকর হয়।

ইমরান খানের পতন

  • ৭ মার্চ, ২০২২ - অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ভুল পররাষ্ট্র নীতির অভিযোগে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে।

  • ২৫ মার্চ, ২০২২ - স্পিকার আসাদ কায়সার সংসদ অধীবেশন মুলতবি ঘোষণা করেন।

  • ২৮ মার্চ, ২০২২ - শাহবাজ শরীফ অনাস্থা প্রস্তাব আনেন। ৩ এপ্রিল জাতীয় পরিষদে এই প্রস্তাবটি খারিজ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ৯ এপ্রিল ভোট গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে ভোট গ্রহণের মাধ্যমে ইমরান খানকে ক্ষমাতাচ্যুত করা হয়।

  • ১১ এপ্রিল, ২০২২ – পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে জাতীয় পরিষদে তার পক্ষে ১৭৪টি ভোট পড়েছিল।

শ্রীলংকা সংকট

  • ১ এপ্রিল, ২০২২ – বিক্ষোভ ঠেকাতে জরুরী অবস্থার ঘোষণা করা হয়।

  • ৯ মে, ২০২২ - আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন।

  • ১২ মে, ২০২২ - শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেন। তার দল ইউনাইটেড ন্যাশনাল শার্টি।

  • বাংলাদেশ প্রথম বারের মতো কোনো দেশকে ঋণ প্রদান করে। শ্রীলংকার ঋণের পরিমাণ ২০ কোটি ডলার। ২ শতাংশ সুদে।