আগামী ২৪ মে ৩৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে।
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ৩৪তম বিসিএসে অংশ নিতে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী আবেদন করেছেন।