ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচী বদলানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। আর ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১১ অক্টোবর থেকে। সে অনুযায়ী পরীক্ষার একটি সূচিও প্রকাশ করা হয়। কিন্তু দুর্গা পূজা ও কোরবানীর ঈদ কাছাকাছি সময় পড়ে যায় বলে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১ নভেম্বর শুক্রবার ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর শুক্রবার ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর শুক্রবার ‘গ’, ২২ নভেম্বর শুক্রবার ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর শনিবার ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্র্থীরা আগামী ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।