শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তিচ্ছু অপেক্ষমানদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি কার্যক্রম শনিবার, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 
শনিবার সকাল ৯টা থেকে ‘বি-১’ ইউনিটের অপেক্ষামাণ তালিকার ৩০১-৬০৩ পর্যন্ত, এবং সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকার ০১-১১ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
 
এরপর দুপুর ১২টা থেকে ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের অপেক্ষমাণদের ৭৬-১৫৫ পর্যন্ত, এবং বাণিজ্যের ০৬-৩২ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
 
এছাড়া ‘এ’ ইউনিটে মানবিকে এবং কোটায় ভর্তিচ্ছুদের আসন শূন্য থাকা সাপেক্ষে, যাদের এসএমএস’র মাধ্যমে জানানো হয়েছে, তাদেরও ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। 
 
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকেও জানা যাবে। মোবাইলে তথ্য জানতে ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে যোগাযোগ করতে হবে।
 
উল্লেখ্য, সাক্ষাৎকারে আসার সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরফর্দ, প্রশংসাপত্র এবং ভর্তি ফি (প্রায় ৫ হাজার টাকা) সঙ্গে আনতে হবে।
 
এছাড়া কোটায় ভর্তিচ্ছুদের যোগ্যতা প্রমাণের জন্য, যথাযথ সনদপত্রের মূল কপি আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের দুইটি সত্যায়িত ফটোকপিও আনতে হবে।