বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে (Faculty of Engineering & Technology) একটি পূর্ণাঙ্গ ইন্সটিটিউট হিসেবে হস্তান্তর করা হয়েছে। নবগঠিত ইন্সটিটিউটটির নামকরণ করা হয়েছে- ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এটি নিয়ে এখন ঢাবির মোট ইন্সটিটিউটের সংখ্যা ১০টি।
 
১ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, সরকারের পক্ষে স্বাক্ষর করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক শেখ আলমগীর হোসেন।
 
উল্লেখ্য, পূর্বে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ছিল।
 
বিশ্ববিদ্যালয়টির অন্যান্য ইন্সটিটিউটগুলো হল-
Institute of Education and Research(IER)
Institute of Statistical Research and Training
Institute of Business Administration(IBA)
Institute of Nutrition and Food Science
Institute of Social Welfare and Research
Institute of Modern Language
Institute of Health Economics
Institute of Information Technology
Institute of Renewable Energy