রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নিয়মে পরিবর্তন এনেছে। উচ্চমাধ্যমিকের জিপিএ মূল্যায়ন না করে কেবল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১২-০৯-২০১৩ তারিখ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাওয়ার জাহানের সুত্রে জানা যায়, এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ’র উপর ৪০ নম্বর বরাদ্দ ছিল। ফলে মোট ৬০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ভর্তির আবেদনের জন্য মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫ পেতে হবে।
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ পেতে হবে।
বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
ইংরেজী মাধ্যম ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘ও’ লেভেলে ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি-গ্রেড’ পেতে হবে এবং উভয় লেভেলে ৭টির মধ্যে ৪টি বিষয়ে ‘বি-গ্রেড’ ও ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি-গ্রেড’ পেতে হবে।
ভর্তি পরীক্ষায় পৃথক প্রশ্নপত্র করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি অনুষদের জন্য একটি ইউনিট এবং ভর্তির ইউনিট ১৬ টি থেকে কমিয়ে ৮টি (কলা অনুষদ: এ, আইন অনুষদ: বি, বিজ্ঞান অনুষদ: সি, ব্যবসায় শিক্ষা অনুষদ: ডি, সামাজিক বিজ্ঞান অনুষদ: ই, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ: এফ, কৃষি অনুষদ: জি, প্রকৌশল অনুষদ: এইচ) করা হয়েছে।
ভর্তির আবেদন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে এ –ইউনিটের জন্য ৭০০, বি ২৫০, সি ৬০০, ডি ৪০০, ই ৬৫০, এফ ৫০০, জি ৪০০ এবং এইচ ৪৫০ টাকা।
আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২ টা ১ মিনিট থেকে রেজিস্ট্রশন শুরু হয়ে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। মুঠোফোনে টেলিটক সিমের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
২০০৮-১১ সালের এসএসসি/সমমান এবং ২০১২-১৩ সালের এইচএসসি/সমমান, আলিম, ডিপোমা ইন কমার্স, বিএফএ (প্রাক), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি), ডিপোমা ইন এগ্রিকালচার, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল), ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
আবেদনকারী যে বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই বিভাগের জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এমসিকিউ পদ্ধতিতে ১ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজি বিভাগের জন্য লিখিত এবং চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিষয়ে এমসিকিউ ছাড়াও অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল অতিরিক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া যাবে।