SMS এর মাধ্যমে চুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে । প্রক্রিয়া শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে,চলবে ৯ অক্টোবর পর্যন্ত । মোট আসন সংখ্যা রয়েছে ৬৩০টি ।

 





 আবেদন পত্রের মূল্য ’ক’ ইউনিট ৭০০টাকা ও ’খ’ ইউনিট ৮০০ টাকা ।

 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর ।

 

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯  নভেম্বর ,২০১৩ ।



ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক সিম থেকে 16222 নম্বরে SMS করতে হবে। মোবাইলের Message  অপশনে গিয়ে CUET লিখে, স্পেস দিয়ে HSC  শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নাম্বার লিখে,  স্পেস দিয়ে  HSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে SSC শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে,  স্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নাম্বার লিখে, স্পেস দিয়ে SSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে কাঙ্খিত গ্রুপের কী ওয়ার্ডটি (KA/KHA) লিখে 16222  নম্বরে SMS করতে হবে । উদাহরণ ঃ CUET> DHA >123456>2013 >CHI> 102030 >2011> KA 

বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ  করা এবং GCE “O”/“A” লেভেল পাশ করা শিক্ষার্থীরা  SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে না । তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cuet.ac.bd অথবা http://180.211.172.99/admission থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবে।