মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুরা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঘড়ি সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে নকলের ঘটনা ধরা পড়ায়, এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

২৩ নভেম্বর শুক্রবার, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সিদ্ধান্তের কারণে ভর্তিচ্ছুদের যাতে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়, সেজন্য পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ‘পর্যাপ্ত সংখ্যক ঘড়ি’ বসানোর জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এবার মোট ৮,৪৯৩টি আসনের বিপরীতে ৫৮,৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২২টি সরকারি মেডিকেল কলেজে ২,৮১১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪,২৪৫টি আসন রয়েছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। আর ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে রয়েছে ৮৭০টি আসন।