ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ৬ হাজার ৬৬৮টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৯০৩ জন ভর্তিচ্ছু ‍আবেদন করেছেন। আবেদন অনুযায়ী আসন প্রতি লড়বেন ৩৯ জন ভর্তিচ্ছু।

ভর্তিচ্ছুদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৬৪২ জন নারী শিক্ষার্থী ও ১ লাখ ৫৯ হাজার ১৯০ জন পুরুষ শিক্ষার্থী  আবেদন করেছেন।

ইউনিট ভিত্তিক সবচেয়ে বেশি আবেদন পরেছে ‘ঘ’ ইউনিটে (বিভাগ পরিবর্তনকারী ইউনিট)। ‘ঘ’ ইউনিটে মোট আবেদন পরেছে ৯০ হাজার ৮৪৩ জন।

এছাড়া ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৯৫৭ জন, ‘খ’ ইউনিটে (কলা ও সমাজবিজ্ঞান অনুষদ) ৩৯ হাজার ৫৫ জন, ‘গ’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪৯ হাজার ৯৯৬ জন এবং ‘চ’ ইউনিটে (চারুকলা অনুষদ) ১১ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি কমিটি সূত্র অনুযায়ী,  ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা হচ্ছে, ‘ক’ ইউনিটে এক হাজার ৬১৮টি, ‘খ’ ইউনিটে দুই হাজার ৫০০টি, ‘গ’ ইউনিটে এক হাজর ৭৫টি  ‘ঘ’ ইউনিটে এক হাজার ৩৫৬ টি এবং  ‘চ’ ইউনিটে ১১৯ টি।

তবে আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য।

গত শিক্ষাবর্ষের চেয়ে এবছর ১৫ হাজার ৭৮২ জন আবেদনকারীর সংখ্যা বেড়েছে বলে জানান উপাচার্য।

সম্মিলিতভাবে আবেদনকারীর সংখ্যা বাড়লেও আবেদনের সংখ্যা কমেছে ‘খ’ ইউনিটে। গত শিক্ষাবর্ষের তুলনায় এবার -৬.৪০ শতাংশ আবেদন কম পড়েছে এই ইউনিটে।

ভর্তি প্রক্রিয়ায় যেকোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ww.eis.du.ac.bd) প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।