ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ঘ ইউনিটের অধীনে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয় মোট ৫৯,৮৭৫ জন ভর্তিচ্ছু।  তাদের মধ্যে মোট ৩,৬৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১,৩১০ জন বিজ্ঞান শাখার, ১,৩৫৩ জন মানবিক শাখার এবং ব্যবসায় শিক্ষা শাখার ৯৭৯ জন।
 
৯ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ফলাফল জানতে ক্লিক করুন
 
উল্লেখ্য, ঘ ইউনিটের আওতায় মোট ১,২৬২ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ২৬ নভেম্বর থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।