ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
 

এ বছর ক ইউনিটের ১,৫৯৩টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৬৫,৫২৩ জন শিক্ষার্থী; গড়ে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ২০ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী ।
 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’ক’ ইউনিটের রেজাল্ট এই লিংকে
 
মোবাইল ফোনের মাধ্যমেও (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে "DU KA <rollNo>" টাইপ করে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে।