ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত ছাত্রী হল- কবি সুফিয়া কামাল হলে ছাত্রী আবাসন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নীলুফার নাহার কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন ৪৯২ জন ছাত্রীকে হলে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পূর্বপাশে নির্মিত নতুন এই হলে প্রায় ৩,০০০ ছাত্রী থাকতে পারবেন।

উল্লেখ্য, নতুন এই হলটি নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে মোট হলের সংখ্যা দাড়াল ১৮তে; এর মধ্যে ১৩টি ছেলেদের, আর ৫টি মেয়েদের। এছাড়াও ছেলেদের জন্য ২টি এবং মেয়েদের জন্য ১টি হোস্টেল আছে।