চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট (বিজ্ঞান অনুষদ), এইচ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), জি ইউনিট (ইন্সটিটিউট অফ মেরিন স্টাডিজ এন্ড ফিশারিজ) এবং আই ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ)-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল নিচের লিঙ্কে পাওয়া যাবে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলের লিঙ্ক
 
মোবাইলে ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। সেজন্যে, মেসেজ অপশনে গিয়ে CU<space>R<space>unit code<space>roll টাইপ করে পাঠাতে হবে 9934 নম্বরে।
 
এইচ ইউনিটের মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ ও ২৯ নভেম্বর, এবং জি ইউনিটের শিক্ষার্থীদের ২ ডিসেম্বর ডাকা হয়েছে। এইচ ইউনিটে কোটাসহ সিট ৫০১টি, জি ইউনিটে ৮০টি।