জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ ইউনিটে ৮১০টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছিল ৪২,২৩৬ জন, আর পরীক্ষায় অংশ নিয়েছিল ৪০,০৮৮ জন। পরীক্ষার্থীদের মধ্য থেকে ১৩,১৫৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান শাখার ১২,৯৬৬ জন, বাকি ১৮৭ জন মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে দেয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে JNU<space>roll no.<space>unit লিখে পাঠাতে হবে 16242 নম্বরে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ফলাফল JnU_a_unit-science এই লিঙ্কে এবং অন্যান্য শাখার শিক্ষার্থীদের ফলাফল JnU_a unit-others এই লিঙ্কে পাওয়া যাবে।