চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের ১১-১৮ নভেম্বর। বিশ্ববিদ্যালয়টির ৩৬টি বিভাগ ও ৩টি ইন্সটিটিউটের পরীক্ষা মোট ৯টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়টির মোট ৪,০৯১টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে মোট ১,৪৬,২৯৫জন; গড়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন করে। ক ইউনিটে পরীক্ষা দিচ্ছে ১৫,৪৬২ জন, খ ইউনিটে ৩৩,২৪৫ জন, গ ইউনিটে ২৩,৯১০ জন, ঘ ইউনিটে ২৪,০৫২ জন, ঙ ইউনিটে ১৩,৩৯২ জন, চ ইউনিটে ২,৯৪২ জন, ছ ইউনিটে ৩,৬৩৮ জন, জ ইউনিটে ১৮,৩৬২ জন এবং ঝ ইউনিটে ১১,২৯২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৫ অক্টোবর ২০১২ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।