চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৬৫ সালের ৩ ডিসেম্বর। অধ্যাপক এ আর মল্লিক প্রজেক্ট ডিরেক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু করেন; তিনজন কর্মচারী, একটি টাইপরাইটার আর একটি ফটোকপিয়ার মেশিন নিয়ে, চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি বাসায়।পরে ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি হলে তাকেই বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে মনোনীত করা হয়। ৯ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করে সেই বছরেরই ২৮ নভেম্বর, এমএ শ্রেণীর ২০০ শিক্ষার্থী নিয়ে। শুরুতে বিশ্ববিদ্যালয়টিতে কলা অনুষদের অধীনে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল- বাংলা, ইংরেজি, ইতিহাস এবং অর্থনীতি। কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির আশেপাশে অবস্থিত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং আইন কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করে সেগুলোকে পৃথক অনুষদের স্বীকৃতি দেয়া হয়। অধিভুক্ত করা হয় এডুকেশন কলেজগুলোকেও। পরবর্তীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আরো বিস্তৃত করতে করতে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি চট্টগ্রাম শহরের ২২ কিলোমিটার দক্ষিণে হাটহাজারিতে অবস্থিত। ১৭৫৪ একরের বিশাল এই ক্যাম্পাসটি পাহাড়- লেক-পুকুরে ঘেরা; ক্যাম্পাসটি একটু বেশিই সবুজ। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণেই এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একই সাথে একটি ট্যুরিস্ট স্পটও বটে।
বিশ্ববিদ্যালয়টির কলাভবনের নাম রাখা হয়েছে বিশিষ্ট গবেষক অধ্যাপক আব্দুল করিম সাহিত্যবিশারদের (প্রফেসর আব্দুল করিম ভবন) নামে। আর সোশ্যাল সায়েন্স/ সামাজিক বিজ্ঞান ভবনের নাম রাখা হয়েছে প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশি ড. মুহম্মদ ইউনুসের নামে (প্রফেসর ড. ইউনুস ভবন)।
- Institute of Marine Sciences and Fisheries (বাংলাদেশের প্রথম মেরিন সায়েন্স ও ফিশারিজ ইন্সটিটিউট)
- Institute of Forestry and Environmental Sciences (বাংলাদেশের প্রথম ফরেস্ট্রি ও এনভায়রেনমেন্টাল সায়েন্স ইন্সটিটিউট)
- Institute of Fine Arts
- Institute of Modern Language (ইন্সটিটিউটটিতে বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, আরবি, জাপানিজসহ বেশ কিছু ভাষার কোর্স করানো হয়; কোর্সগুলো দুই প্রকার- এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স, এবং দেড় বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স)
- Social Science Research Institute
·RCMPS (গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র)
- Research Centre for Mathematical and Physical Sciences (RCMPS) (১৯৮৯ সালে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম)
- নজরুল গবেষণা কেন্দ্র
- Bureau of Business Research
- Social Science Research Institute
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১০টি হল রয়েছে, যার মধ্যে ৬টি ছেলেদের, ৩টি মেয়েদের এবং অন্যটি কো-এড (ছেলে এবং মেয়েদের জন্য)।
-
ছেলেদের জন্য
- শাহ আমানত হল
- শাহজালাল হল
- আলাওল হল
- এফ আর হল
- সোহরাওয়ার্দী হল
- আব্দুর রব হল
-
মেয়েদের জন্য
- শামসুন্নাহার হল
- প্রীতিলতা হল
- খালেদা জিয়া
-
কো-এড
- মাস্টারদা সূর্যসেন হল
এছাড়াও ক্যাম্পাসে বিশ্ব শান্তি প্যাগোডা নামে একটি বৌদ্ধ প্যাগোডা আছে। এই প্যাগোডাতে (বৌদ্ধদের মন্দির) বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ শিক্ষার্থীরা থাকে।
আর বর্তমানে ক্যাম্পাসটিতে আরো দুটি হলের নির্মাণ কাজ চলছে; ছেলেদের জন্য নির্মাণাধীন হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আর মেয়েদের জন্য নির্মাণাধীন হলের নাম জননেত্রী শেখ হাসিনা হল।
চট্টগ্রাম শহর থেকে গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে যেতে ৪০-৫০ মিনিট সময় লাগে। আগে এই রুটে কোন মিনিবাস না চললেও সম্প্রতি এই রুটে মিনিবাস চালু হয়েছে।
তবে পরিবহনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনই বিখ্যাত। প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে ১০ কম্পার্টমেন্টের এই শাটল ট্রেনটি বারকয়েক বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করে। এই শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রেন সার্ভিস। প্রকৃতপক্ষে, এটিই বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যাদের নিজস্ব ট্রেন সার্ভিস আছে।
জাদুঘরসমূহ (মোট ৩টি)
বিশ্ববিদ্যালয় জাদুঘর
১৯৭৩ সালের ১৪ জুন মধ্যযুগের চারটি কামান নিয়ে এই জাদুঘরটির কার্যক্রম শুরু হয়। জাদুঘরটিতে বেলে পাথরের একাধিক ভাস্কর্যসহ বেশকিছু প্রাচীন পাথর আর একটি কামান রয়েছে। মূল কক্ষের প্রবেশ পথে রয়েছে দ্বাদশ শতকের একটি প্রাচীন শিলালিপি। এখানে অষ্টম শতকের পাহাড়পুর থেকে প্রাপ্ত পোড়ামাটির চিত্রফলক, বৌদ্ধমূর্তি, মধ্যযুগের ১০-১৫টি বিষ্ণু মূর্তি, সৈন্যদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, নানারকম মুদ্রা, প্রাচীন বইপুস্তক, বাদ্যযন্ত্র, উপজাতি বা আদিবাসীদের নানা নিদর্শন, চিনামাটির পাত্র ইত্যাদি সংরক্ষিত আছে। ইসলামিক আর্ট গ্যালারীতে রয়েছে মোগল আমলের কামান, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, হস্তলিখিত কুরআন, মধ্যযুগীয় অস্ত্র, প্রাচীন মসজিদের ও তাদের ধ্বংসাবশেষের ছবি। প্রত্নতাত্ত্বিক ও প্রাগৈতিহাসিক গ্যালারীতে প্রাচীনকালের ছবি, জীবাশ্ম, মাটির মূর্তি রয়েছে। ভাস্কর্য গ্যালারীতে রয়েছে অষ্ট থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কালের কাঠের মূর্তি, বিষ্ণু মূর্তি, শিবলিঙ্গ। লোকশিল্প গ্যালারীতে সপ্তদশ ও অষ্টাদশ শতকের তামা, পিতল ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, বেতের ঝুড়ি, মাটির ভাস্কর্য, মাটির পুতুল প্রভৃতির বিশাল সম্ভার রয়েছে। আর্ট গ্যালারীতে শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, রশিদ চৌধুরী, জিয়া উদ্দীন চৌধুরী, নিতুন কুন্ডু চৌধুরীর পেইন্টিংস এবং সৈয়দ আব্দুল্লাহ খালিদের ভাস্কর্য রয়েছে। জাদুঘরটি সকল কার্যদিবসে দর্শকদের জন্য উম্মুক্ত থাকে।
প্রাণিবিদ্যা জাদুঘর
১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এই জাদুঘরটি স্থাপন করা হয়। জাদুঘরটিতে মোট ৫৪০টি নমুনা সংরক্ষিত আছে। এর মধ্যে প্রাণীর সংখ্যা ৫৭টি এবং ফরমালিনে সংরক্ষিত নমুনার সংখ্যা ৪৮৫টি।
সমুদ্র সম্পদ জাদুঘর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইন্সটিটিউটের একটি রুমে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। এখানে ৫৫০টির মতো সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করা আছে। হাঙ্গর থেকে শুরু করে বৈদ্যুতিক মাছ, আজব বাণাকেল, অক্টোপাস, শামুক, সাপ সহ রয়েছে অসংখ্য বিস্ময়কর বৈচিত্র্যময় সামু্দ্রিক জীব।
Information & Communication Technology Center
বিশ্ববিদ্যালয়টির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সেন্টারটি বিশ্ববিদ্যালয়টির ইন্টারনেট ব্যবস্থা নিয়ে কাজ করছে। একই সাথে সেন্টারটি বিভিন্ন কোর্স ও ট্রেনিং প্রোগ্রামও আয়োজন করে থাকে, যেমন-Certificate Courses in Computer Applications (CCCA)
Online CU Journals
- CU Journal of Science
- Online Journal of BAS-INASP-PERI
সাংস্কৃতিক সংগঠন
- চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
- চিটাগাং ইউনিভার্সিটি আবৃত্তি মঞ্চ
- নিক্কণ (আবৃত্তি সংগঠন)
- চিটাগাং ইউনিভার্সিটি অ্যাস্ট্রোনোমিক অ্যাসোসিয়েশন
কৃতি ব্যক্তিত্ব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নানা সময়ে শিক্ষকতা ও অন্যান্য সূত্রে কিছু কৃতী ব্যক্তিত্বের নাম জড়িয়ে গেছে। এরকম কিছু ব্যক্তিত্বের নাম নিচে দেওয়া হল-
- জামাল নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ ও বিশ্বতত্ত্ববিদ
- মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী (২০০৬)
- মুর্তজা বশীর, শিল্পী
- প্রয়াত দেবদাস চক্রবর্তী, শিল্পী
- আব্দুল্লাহ খালিদ, ভাস্কর, অপরাজেয় বাংলার ভাস্কর
- আলাউদ্দিন আল আজাদ, লেখক
- হুমায়ুন আজাদ, লেখক, ভাষাবিদ
- আনিসুজ্জামান, লেখক
- আবু হেনা মোস্তফা কামাল, কবি
- মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, কবি
- সৈয়দ আলী আহসান, কবি
- আবুল ফজল, কবি
- আবুল কালাম মনজুর মোরশেদ
এছাড়াও বিশ্ববিদ্যালয়টি নিম্নোক্ত ব্যক্তিদের সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে-
- আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), ডক্টর অব সায়েন্স, ১৯৮১
- জামাল নজরুল ইসলাম, ডক্টর অব সায়েন্স, ২০০৮
- মেডিকেল সেন্টার
- পোস্ট অফিস
- ব্যাংক
- প্রেস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৯৬৬
হাটহাজারি, চট্টগ্রাম
১৭৫৪ একর
৮টি
৩৭ টি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
প্রফেসর মোঃ আনোয়ারুল
CU/চবি
বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭০০ জন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তাদের মধ্যে প্রায় ২০৯ জন পিএইচডি ডিগ্রিধারী, ২২ জন এমফিল ডিগ্রিধারী এবং ৬১ জন বিদেশ থেকে মাস্টার্স করে এসেছেন।
বিভিন্ন অনুষদের সম্ভাব্য শিক্ষকসংখ্যা নিচে দেয়া হল-
Faculty |
Faculty Member |
Arts and Humanities |
149 |
Biological Science |
104 |
Business Administration |
94 |
Engineering |
33 |
Law |
13 |
Science |
150 |
Social Science |
113 |
- Textile Engineering College, Chittagong
- Begumgonj Textile Engineering College, Noakhali
- Chittagong Home Economics College
- Chittagong University Laboratory School and College
১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল কলা অনুষদের অধীনে মাত্র ৪টি বিভাগ নিয়ে। আর বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট অনুষদই আছে ৮টি। অনুষদগুলোর অধীনে মোট বিভাগ আছে ৩৮টি। এছাড়াও ৬টি ইন্সটিটিউট এবং ৫টি রিসার্চ সেন্টারও আছে। কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়টিতে ভেটেরিনারি মেডিসিন নামে আরো একটি অনুষদের অধীনে চট্টগ্রাম ভেটেরিনারি মেডিকেল কলেজ অধিভুক্ত ছিল। সম্প্রতি কলেজটিকে একটি পৃথক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।
অনুষদ ও বিভাগ
-
Faculty of Engineering
- Department of Computer Science and Engineering
- Department of Applied Physics, Electronics & Communication Engineering
-
Faculty of Science
- Department of Chemistry
- Department of Mathematics
- Department of Statistics
- Department of Physics
- Department of Applied and Environmental Chemistry (started at 2011)
-
Faculty of Biological Sciences
- Department of Botany
- Department of Zoology
- Department of Microbiology
- Department of Biochemistry and Molecular Biology
- Department of Geography and Environmental Science
- Department of Soil Science
- Department of Genetic Engineering and Biotechnology
- Department of Psychology
- Department of Pharmacy (started at 2011)
- Faculty of Arts
- Department of Bengali
- Department of English
- Department of History
- Department of Philosophy
- Department of Fine Arts
- Department of Islamic History & Culture
- Department of Farsi Language & Literature (started at 2011)
- Department of Pracchovasha
- Department of Communication & Journalism
- Department of Islamic Studies
- Department of Public Administration
- Department of Economics
- Department of Political Science
- Department of Sociology
- Department of Anthropology
- Department of International Relations (IR)
- Department of Home Economics
- Faculty of Social Science
-
Faculty of Business Administration
- Department of Accounting and Information System
- Department of Management Studies
- Department of Marketing studies and International Marketing(MSIM)
- Department of Finance and Banking
- Center for Business Studies (CBS) (City Campus) for MBA (Evening) program
-
Faculty of Law
- Department of Law
- Faculty of Medicine
- Chittagong Medical College
- Comilla Medical College
- Noakhli Medical College
- Cox's Bazar Medical College
- Maa o Shishu Medical College
- Southern Medical College
- BGC Trust Medical College
- Chittagong International Dental College
- Institute of Applied Health Sciences
- Institute of Community Ophthalmology
- Southern Medical College
- Central Medical College, Comilla
- Eastern Medical College, Comilla
- Moinamoti Medical College, Comilla
*মেডিসিন অনুষদের অধীনে কলেজগুলো পৃথক বিভাগ নয়, বরং প্রত্যেকটিই বিশ্ববিদ্যালয়টির মেডিসিন অনুষদের অধীনে অধিভুক্ত কলেজ
* Applied and Environmental Chemistry, Pharmacy and Farsi Language- বিভাগ তিনটি ২০১১-১২ সেশনে খোলা হয়েছে
*MBA প্রোগ্রামের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ (Faculty of Business Administration) চট্টগ্রাম শহরে Center for Business Studies (CBS) নামে একটি পৃথক শাখা খুলেছে; এখান থেকে ২ বছর মেয়াদী Evening MBA করানো হয়। University Grant Commission (UGC) এর অনুমোদন নিয়ে ২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে Center for Business Studies (CBS) শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
- Undergrad
- ৪ বছর মেয়াদী Bachelor of Arts (BA)
- ১ বছর মেয়াদী Masters of Arts (MA)
- ৪ বছর মেয়াদী Bachelor of Science (Honors) (B.Sc.)
- ১ বছর মেয়াদী Master of Science (M.Sc.)
- ২ বছর মেয়াদী MS
- ৪ বছর মেয়াদী Bachelor of Business Administration (BBA)
- ১ বছর মেয়াদী Masters of Business Administration (MBA)
- ৪ বছর মেয়াদী LLB
- ১ বছর মেয়াদী LLM
- ৪ বছর মেয়াদী Bachelor of Social Science (BSS)
- ১ বছর মেয়াদী Masters of Social Science (MSS)
- M.B.B.S.
- Postgrad
- ২ বছর মেয়াদী MPhil
- ৩ বছর মেয়াদী PhD
- M.D.
- M.P.H
এক নজরে প্রদত্ত ডিগ্রিসমূহ
একাডেমিক ডিগ্রি |
Graduate (Honours), Postgraduate (Masters), M.B.B.S., D.V.M |
(উচ্চতর ডিগ্রি) M.Phil., Ph.D., M.D., M.P.H., D.C.O |
|
ডিপ্রোমা ডিগ্রি |
Diploma, Postgraduate Diploma (PGD) |
ল্যাঙ্গুয়েজ কোর্স |
certificate courses, diploma courses |
আইসিটি কোর্স |
certificate course in computer applications (CCCA) |