ইতিহাস

১৯৭৪ সালে,বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘কুদরত-ই-খুদা কমিশন’ চূড়ান্ত রিপোর্টে খুলনা বিভাগের জন্য একটি সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় । সেই প্রেক্ষিতে সরকার ১৯৭৯ সালে খুলনায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিলে স্থানীয় জনগণ এর বিরোধিতা করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানায় । তাদের দাবির প্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুইটি কমিটি গঠন করে; জিল্লুর রহমান সিদ্দিকি কমিটি শিক্ষা ও প্রশাসনিক কাঠামো তৈরির জন্য এবং মাহবুবুজ্জামান কমিটি ক্যাম্পাসের স্থান নির্ধারণের জন্য কাজ শুরু করে । এই দুই কমিটির প্রস্তাবের ভিত্তিতে সরকার ১৯৮৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৯০ সালের জুলাই মাসে সংসদে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ পাস করা হয় । অবশেষে ১৯৯১ সালের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে ।

ক্যাম্পাস

এটি খুলনা শহর থেকে ৩ কিমি পশ্চিমে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে  গোল্লামারিতে অবস্থিত । ক্যাম্পাসের মোট আয়তন ১০১.৩১৬ একর ।
 
এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য হল, এটা ছাত্র রাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত । কোন একাডেমিক কর্মকাণ্ডে সেশন জট নেই ।

ইন্সটিটিউটসমূহ

এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে একটি ইন্সটিটিউটও রয়েছে-

  • Institute of Fine Arts

এই ইন্সটিটিউটের অধীনে ৩টি বিষয়ে বিএফএ কোর্স করানো হচ্ছে-

  1. Drawing and Print making
  2. Painting
  3. Sculpture (ভাস্কর্য)

 
এছাড়াও ২০১২ সালে (জুলাই) আরেকটি ইন্সটিটিউট চালু হওয়ার কথা

  • Institute of ICT
হলসমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তিনটি আবাসিক হল আছে-

  • ছাত্র হল
    • খান জাহান আলি হল
    • খান বাহাদুর আহসানুল্লাহ হল
  • ছাত্রী হল
    • অপরাজিতা হল
লাইব্রেরি

সেন্ট্রাল লাইব্রেরি
বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরিটি প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত যেখানে একসাথে ১২৫ জন শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষকের পড়াশুনা করতে পারে । লাইব্রেরিটিতে প্রায় সাড়ে ২২ হাজার বই আছে, আছে জার্নাল ও অন্যান্য উপকরণও ।
 
লাইব্রেরিটিতে ওয়াই-ফাই সুবিধাও রয়েছে; এখানে বসেই শিক্ষার্থীরা হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারে ।
 
এছাড়াও লাইব্রেরিটিকে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের  মাধ্যমে দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউটের সাথে সংযুক্ত করা হয়েছে । সম্প্রতি লাইব্রেরিটিকে Automation and Networking of Science Technology Libraries in Bangladesh প্রোগ্রামেও সংযুক্ত করা হয়েছে । প্রোগ্রামটি পরিচালনা করছে BANSDOC ।
 
শিক্ষার্থীরা যাতে লাইব্রেরির বই যথানিয়মে নিতে পারে সেজন্যে আলাদা লেন্ডিং সেকশন () আছে । সেকশনটি লাইব্রেরি ভবনের নিচতলায় অবস্থিত । এই সেকশন থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বই নেওয়া যায় (ছুটির দিন বন্ধ) । বই নেওয়ার জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত নিয়ম মেনে চলতে হয়-
সাধারণ শিক্ষার্থী : ১৪ দিনের জন্য একসাথে ৩টি বই ইস্যু করতে পারবে
শিক্ষক : এক সেমিস্টারের জন্য সর্বোচ্চ ২০টি
গবেষক : ১৫ দিনের জন্য সর্বোচ্চ ৫টি
সিন্ডিকেট সদস্য ও কর্মকর্তা : ভিসির বিশেষ অনুমতিক্রমে ৩০ দিনের জন্য সর্বোচ্চ ৪টি

অন্যান্য

অন্যান্য সেন্টারসমূহ

  • Khulna University Research Cell
  • Modern Language Center
  • Centre for Integrated Studies on the Sundarbans (CISS)

 

  • মেডিকেল সেন্টার
  • শারীরিক শিক্ষা কেন্দ্র
নাম

খুলনা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠা

১৯৯১

ঠিকানা

গোল্লামারি, খুলনা

মোট আয়তন

১০৫.৭৫ একর

মোট অনুষদ

৫টি

মোট বিভাগ

২২টি

আচার্য

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য

প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ

 

সংক্ষিপ্ত নাম

খুবি/ KU

ওয়েবসাইট :
অনুষদ ও বিভাগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫টি স্কুলের (অনুষদ) অধীনে মোট ২২টি ডিসিপ্লিনে (বিভাগ) শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়-

·Science, Engineering and Technology (SET) School

  • Architecture (ARCH)
  • Computer Science and Engineering (CSE)
  • Electronics and Communication Engineering (ECE
  • Mathematics (MATH
  • Urban and Rural Planning (URP)
  • Chemistry (CHEM)
  • Physics (PHY)
  • Statistics (STAT) [২০১১-১২ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত]

·Life Science (LS) School

[খুলনা বিশ্ববিদ্যালয়-ই প্রথম লাইফ সায়েন্স-র বিষয়গুলোকে কোর্সের অন্তর্ভূক্ত করে; এই স্কুল/অনুষদ এবং এই স্কুলের প্রতিটি ডিসিপ্লিন/বিভাগই বাংলাদেশে প্রথম চালু করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে]

  • Agrotechnology (AT)
  • Biotechnology and Genetic Engineering (BGE)
  • Environmental Science (ES)
  • Fisheries and Marine Resources Technology (FMRT)
  • Forestry and Wood Technology (FWT)
  • Pharmacy (PHARM)
  • Soil Science (SS)

·School of Management and Business Administration (SOMBA)

  • Business Administration/ব্যবসায় প্রশাসন (BA)

·Social Science School

  • Economics/অর্থনীতি (ECON)
  • Sociology/সমাজবিজ্ঞান (SOC)
  • Development Studies (DS)

·Arts and Humanities School

  • English
  • Bangla Language and Literature/বাংলা ভাষা ও সাহিত্য
প্রদত্ত ডিগ্রিসমূহ

উপরের স্কুল ,ডিসিপ্লিনের ও ইন্সটিটিউটের অধীনে এই বিশ্ববিদ্যালয়গুলোতে নিম্নোক্ত কোর্সসমূহে শিক্ষা কার্যক্রম চালু আছে-

·School of Life Science

  • Agrotechnology Discipline → BSc. (Hons.), MSc., PhD
  • Biotechnology Discipline → BSc., MSc.
  • Environment Science Discipline → BSc., MSc., PhD
  • Fisheries and Marine Resource Technology Discipline → BSc., MSc., PhD
  • Forestry and Wood Technology Discipline → BSc. (Hons.), MSc, PhD
  • Pharmacy Discipline → B. Pharm., M. Pharm. (Proposed)
  • Soil Science Discipline → BSc. (Hons.), MSc.

·School of Science, Engineering and Technology

  • Architecture Discipline → B. Arch., M. Arch. (Proposed)
  • Computer Science and Engineering Discipline → BSc. Engg., MSc. Engg., PGDIT
  • Chemistry Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
  • Electronics and Communication Engineering Discipline → BSc. Engg.,
  • Mathematics Discipline → BSc. (Hons.), MSc.
  • Physics Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
  • Statistics Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
  • Urban and Rural Planning Discipline → BURP, MURP

·School of Management and Business Administration

  • Business Administration Discipline → BBA, MBA, MBA (Evening), Defense MBA

·School of Social Science

  • Economics (অর্থনীতি) Discipline → BSS (Hons.), MSS
  • Social Science (সমাজবিজ্ঞান) Discipline → BSS (Hons.), MSS
  • Development Studies Discipline → BDS, MDS

·School of Arts and Literature

  • English Discipline → BA (Hons.), MA
  • Bangla (বাংলা) Discipline → BA (Hons.), MA

·Institute of Fine Arts

  • IFA offers BFA degree.