১৯৭৪ সালে,বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘কুদরত-ই-খুদা কমিশন’ চূড়ান্ত রিপোর্টে খুলনা বিভাগের জন্য একটি সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় । সেই প্রেক্ষিতে সরকার ১৯৭৯ সালে খুলনায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিলে স্থানীয় জনগণ এর বিরোধিতা করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানায় । তাদের দাবির প্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুইটি কমিটি গঠন করে; জিল্লুর রহমান সিদ্দিকি কমিটি শিক্ষা ও প্রশাসনিক কাঠামো তৈরির জন্য এবং মাহবুবুজ্জামান কমিটি ক্যাম্পাসের স্থান নির্ধারণের জন্য কাজ শুরু করে । এই দুই কমিটির প্রস্তাবের ভিত্তিতে সরকার ১৯৮৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৯০ সালের জুলাই মাসে সংসদে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ পাস করা হয় । অবশেষে ১৯৯১ সালের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে ।
এটি খুলনা শহর থেকে ৩ কিমি পশ্চিমে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গোল্লামারিতে অবস্থিত । ক্যাম্পাসের মোট আয়তন ১০১.৩১৬ একর ।
এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য হল, এটা ছাত্র রাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত । কোন একাডেমিক কর্মকাণ্ডে সেশন জট নেই ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে একটি ইন্সটিটিউটও রয়েছে-
- Institute of Fine Arts
এই ইন্সটিটিউটের অধীনে ৩টি বিষয়ে বিএফএ কোর্স করানো হচ্ছে-
- Drawing and Print making
- Painting
- Sculpture (ভাস্কর্য)
এছাড়াও ২০১২ সালে (জুলাই) আরেকটি ইন্সটিটিউট চালু হওয়ার কথা
- Institute of ICT
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তিনটি আবাসিক হল আছে-
-
ছাত্র হল
- খান জাহান আলি হল
- খান বাহাদুর আহসানুল্লাহ হল
-
ছাত্রী হল
- অপরাজিতা হল
অন্যান্য সেন্টারসমূহ
- Khulna University Research Cell
- Modern Language Center
- Centre for Integrated Studies on the Sundarbans (CISS)
- মেডিকেল সেন্টার
- শারীরিক শিক্ষা কেন্দ্র
খুলনা বিশ্ববিদ্যালয়
১৯৯১
গোল্লামারি, খুলনা
১০৫.৭৫ একর
৫টি
২২টি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ
খুবি/ KU
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫টি স্কুলের (অনুষদ) অধীনে মোট ২২টি ডিসিপ্লিনে (বিভাগ) শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়-
·Science, Engineering and Technology (SET) School
- Architecture (ARCH)
- Computer Science and Engineering (CSE)
- Electronics and Communication Engineering (ECE
- Mathematics (MATH
- Urban and Rural Planning (URP)
- Chemistry (CHEM)
- Physics (PHY)
- Statistics (STAT) [২০১১-১২ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত]
·Life Science (LS) School
[খুলনা বিশ্ববিদ্যালয়-ই প্রথম লাইফ সায়েন্স-র বিষয়গুলোকে কোর্সের অন্তর্ভূক্ত করে; এই স্কুল/অনুষদ এবং এই স্কুলের প্রতিটি ডিসিপ্লিন/বিভাগই বাংলাদেশে প্রথম চালু করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে]
- Agrotechnology (AT)
- Biotechnology and Genetic Engineering (BGE)
- Environmental Science (ES)
- Fisheries and Marine Resources Technology (FMRT)
- Forestry and Wood Technology (FWT)
- Pharmacy (PHARM)
- Soil Science (SS)
·School of Management and Business Administration (SOMBA)
- Business Administration/ব্যবসায় প্রশাসন (BA)
·Social Science School
- Economics/অর্থনীতি (ECON)
- Sociology/সমাজবিজ্ঞান (SOC)
- Development Studies (DS)
·Arts and Humanities School
- English
- Bangla Language and Literature/বাংলা ভাষা ও সাহিত্য
উপরের স্কুল ,ডিসিপ্লিনের ও ইন্সটিটিউটের অধীনে এই বিশ্ববিদ্যালয়গুলোতে নিম্নোক্ত কোর্সসমূহে শিক্ষা কার্যক্রম চালু আছে-
·School of Life Science
- Agrotechnology Discipline → BSc. (Hons.), MSc., PhD
- Biotechnology Discipline → BSc., MSc.
- Environment Science Discipline → BSc., MSc., PhD
- Fisheries and Marine Resource Technology Discipline → BSc., MSc., PhD
- Forestry and Wood Technology Discipline → BSc. (Hons.), MSc, PhD
- Pharmacy Discipline → B. Pharm., M. Pharm. (Proposed)
- Soil Science Discipline → BSc. (Hons.), MSc.
·School of Science, Engineering and Technology
- Architecture Discipline → B. Arch., M. Arch. (Proposed)
- Computer Science and Engineering Discipline → BSc. Engg., MSc. Engg., PGDIT
- Chemistry Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
- Electronics and Communication Engineering Discipline → BSc. Engg.,
- Mathematics Discipline → BSc. (Hons.), MSc.
- Physics Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
- Statistics Discipline → BSc. (Hons.), MSc. (Proposed)
- Urban and Rural Planning Discipline → BURP, MURP
·School of Management and Business Administration
- Business Administration Discipline → BBA, MBA, MBA (Evening), Defense MBA
·School of Social Science
- Economics (অর্থনীতি) Discipline → BSS (Hons.), MSS
- Social Science (সমাজবিজ্ঞান) Discipline → BSS (Hons.), MSS
- Development Studies Discipline → BDS, MDS
·School of Arts and Literature
- English Discipline → BA (Hons.), MA
- Bangla (বাংলা) Discipline → BA (Hons.), MA
·Institute of Fine Arts
- IFA offers BFA degree.