ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করা যাবে।
১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সময় নির্ধারণ করা ছিল। কিন্তু কারিগরি উন্নয়নের জন্য ৮ থেকে ১০ অক্টোবর আবেদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd ও www.iubd.net–এ ।