সমীকরণ |
প্রতীক পরিচিতি ও এক |
১.দৈর্ঘ্য বিকৃতি = l/L ২.আয়তন বিকৃতি = v /V ৩.পীড়ন = F /A ৪. $\mathrm{Y}=\frac{\mathrm{F} / \mathrm{A}}{l / \mathrm{T}}=\frac{\mathrm{FL}}{\mathrm{A} l}=\frac{\mathrm{mgL}}{\pi \mathrm{r}^{2} l}$ ৫.আয়তন গুণাঙ্ক = $\mathrm{Y}=\frac{\mathrm{F} / \mathrm{A}}{l / \mathrm{T}}=\frac{\mathrm{FL}}{\mathrm{A} l}=\frac{\mathrm{mgL}}{\pi \mathrm{r}^{2} l}$ ৬.দৃঢ়তা গুণাঙ্ক = $\mathrm{Y}=\frac{\mathrm{F} / \mathrm{A}}{l / \mathrm{T}}=\frac{\mathrm{FL}}{\mathrm{A} l}=\frac{\mathrm{mgL}}{\pi \mathrm{r}^{2} l}$ ৭.পয়সনের অনুপাত : $\sigma=\frac{d / D}{l / L}=\frac{L D}{i D}$ ৮.স্থিতিস্থাপক স্থিতিশক্তি : $\mathrm{W}=\frac{1}{2} \times \frac{\mathrm{YA} l^{2}}{\mathrm{~L}}$ ৯.একক আয়তনে স্থিথিশক্তি : E × ½ ×পীড়ন ×বিকৃতি ১০.হুকের সূত্র : পীড়ন /বিকৃতি = ধ্রুবক |
L = আদি দৈর্ঘ্য (m) l= দৈর্ঘ্যের পরিবর্তন (m) V = আদি আয়তন (m3) v = আয়তনের পরিবর্তন (N) F = প্রযুক্ত বল (N) A = ক্ষেত্রফল (m2) m = তারের ভর (kg) r = তারের ব্যাসার্ধ (m) g = অভিকর্ষজ ত্বরণ (ms-2) p = পীড়ন (Nm-2) θ = কোণ (rad) D = আদি ব্যাস (m) d = ব্যাসের পরিবতর্ন (m) Y = ইয়ংয়ের গুণাঙ্ক n = দৃঢ়তা গুণাঙ্ক (Nm-2) σ = পয়সনের অনুপাত
|
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. 3cm দীর্ঘ একটি তামার তারের এক প্রান্তে 10kg ভর চাপানো হলো, ফলে তারটির দৈর্ঘ্য 0.3cm বৃদ্ধি পেলো । তারের ব্যাসার্ধ্য 0.05cm হলে, ইয়ং এর গুণাংক বের কর ।
সমাধান :
Y = (FL)/(Al) = (mgl)/(πr2l) m = 10kg
= $\frac{10 \times 9.8 \times 3 \times 10^{-2}}{\pi \times\left(.05 \times 10^{-2}\right)^{2} \times .3 \times 10^{-2}}$ l = .3cm = .3×10-2m
∴ Y = 1.25×109Nm-2 [Answer] r = .05×10-2m
L = 3cm = 3×10-2m
২. একটি পদার্থের উপর প্রযুক্ত আয়তন পীড়ন 3×108Nm2 এবং আয়তন বিকৃতি 1.5×10-3 হলে ঐ পদার্থের উপাদানের আয়তন গুণাঙ্ক নির্ণয় কর।
সমাধান :
$\mathrm{K}=\frac{F / A}{v / V}$ F/A = 3×108Nm2
= (3×108)/(1.5×10-3) v/V = 1.5×10-3
∴ K = 2×1011Nm2
৩. একটি তামার ব্যাস 5mm এবং দৈর্ঘ্য 1m । উহার দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য 1cm বৃদ্ধি পায় । কিন্তু ব্যাস 0.01mm হ্রাস পায় । তারের উপাদানের পয়সনের অনুপাত বের কর ।
সমাধান :
σ = (Ld)/(lD) L = 1m
= $\frac{1 \times\left(.01 \times 10^{-8}\right)}{\left(1 \times 10^{-2}\right) \times\left(5 \times 10^{-8}\right)}$ d = 0.01×10-3m
∴ σ = 0.2 [ans.] l = 1×10-2m
D = 5×10-3m
৪. যদি বিকৃতি 0.002% হয় তবে 5m লম্বা তারের দৈর্ঘ্য কতটুকু বাড়বে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2mm2 এবং তারটিকে 2kg-wt বলে টানা হলে পীড়ন কত?
সমাধান :
বাড়বে = 0.002×(1/100)×5
= 1×10-4m
= 0.01cm [Answer]
পীড়ন = F/A = (2×9.8)/(2×10-6)
= 9.8×106Nm-2 [Answer]
৫. 2×1012dy/cm2 ইয়ং-এর গুণাঙ্ক বিশিষ্ট 20cm3 আয়তন বিশিষ্ট একটি তারে কিছু বল প্রয়োগ করার তার দৈর্ঘ্য 1012 ভাগে 12 ভাগ বৃদ্ধি পায় । মোট কৃত কাজ কত?
সমাধান :
w = ½ Yv(l/L)2
= ½ × 2 × 1012 × 20 × (12/1012)2
∴ W = 2.88×10-9 erg [Answer]