সূত্র :
সমীকরণ |
প্রতীক পরিচিতি ও একক |
১.কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সর্ম্পক :n = 1/T ২.তরঙ্গ বেগ :v =nλ ৩.তরঙ্গ দৈর্ঘ্য :λ = vT ৪.কৌণিক কম্পাঙ্ক:ω = 2π/T = 2πn ৫.কম্পনশীল কণার বার কম্পনে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব:S = Nλ ৬.অগ্রগামী তরঙ্গে সমীকরণ : $y=a \sin \frac{2 \pi}{\lambda}(v t-x)$ ৭.স্থির তরঙ্গের সমীকরণ : $\mathrm{y}=2 \mathrm{a} \cos \frac{2 \pi \mathrm{x}}{\lambda} \sin \frac{2 \pi v \mathrm{t}}{\lambda}=\mathrm{A} \sin \frac{2 \pi \mathrm{vt}}{\lambda}$ ৮.তরঙ্গ প্রবাহের জন্য একক আয়তনের মোট শক্তি : E = 2π2ρn2a2 ৯.দুটি মাধ্যমে : $\frac{V_{A}}{V_{B}}=\frac{\lambda_{A}}{\lambda_{B}}$
একই মাধ্যমে : $\frac{V_{1}}{V_{2}}=\frac{\lambda_{1}}{\lambda_{2}}=\frac{\mathrm{n}_{2}}{\mathrm{n}_{1}}$
১০.দশা পার্থক্য, $\delta=\frac{2 \pi}{\lambda} \times$ x পথ পার্থক্য |
T = দোলন কাল (s) n = কম্পাঙ্ক (Hz) λ = তরঙ্গ দৈর্ঘ্য (m) ω = কৌণিক কম্পাঙ্ক (rads-1) N = পূর্ণ কম্পনের সংখ্যা S = দূরত্ব (m) y = সরণ(m) a = বিস্তার (m) x = সরণ(m) v = তরঙ্গ বেগ (ms-1) t = সময় (s) ω = সমকৌণিক বেগ(ms-1) ρ = মাধ্যমের দূরত্ব (Kgm3) E = মোট শক্তি (J)
|
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. 224Hz কম্পাংক বিশিষ্ট একটি সুর শলাকা হতে উতপন্ন শব্দ বাতাসে 3sec এ 1008m দুরত্ব অতিক্রম করে । তরঙ্গ দৈর্ঘ্য বের কর ।
সমাধান :
S = vt = nλt S = 1008m
⟹ λ = S/nt t = 3s
= 1008/(224×3) n = 224Hz
∴ S = 1.5m [ans]
২. বাতাসে শব্দের বেগ 332ms-1 । 664Hz কম্পাংকের সুর শলাকাকে বাজালে 100 বার কম্পন কালে কত দূরত্ব অতিক্রম করবে ।
সমাধান :
S = Nλ n = 664Hz
= N(v/n) v = 332 ms-1
= 100×(332/664) N = 100
∴ S = 50m [ans]
৩. তরঙ্গস্থিত 0.297m ব্যবধানে অবস্থিত দুটি কনার মধ্যে দশা পার্থক্য 1.57 রেডিয়ান । তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 280Hz হলে তরঙ্গ বেগ কত?
সমাধান :
θ = (2πx)/λ n = 280Hz
⟹ λ = (2πx)/θ x = .297m
⟹ λ = (2π×.297)/1.57 = 1.188m θ = 1.57rad
∴ v = nα = 280×1.188
∴ v = 332.6ms-1 [ans]
৪. একটি সুরশলাকার বাহুদ্বয় যে সময়ে 200 বার কম্পন সম্পন্ন করে,সে সময়ে এটি দ্বারা সৃষ্টি শব্দ তরঙ্গ বাতাসে 140m দূরত্ব অতিক্রম করে । শলাকাটির কম্পাঙ্ক 490Hz হলে বাতাসের মধ্যে শব্দের বেগ নির্নয় কর ।
সমাধান :
v = nλ = n(S/N) n = 490Hz
⟹ v = 490×(140/200) S = 140m
∴ v = 343ms-1 [ans] N = 200
৫. Y = 10 sin2(t/0.02 – x/15) সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গ প্রকাশ করে । দৈর্ঘ্যর একক cm ও সময়ের sec । তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গের বেগ নির্ণয় কর ।
সমাধান :
y = 10 sin2(t/0.02 – x/15)
⟹ y = 10 sin2(5ot - x/15)
= 10 sin(2π/15)(750t-x)...(i)
we know,
y = a sin(2π/α)(vt-x)...(ii)
from equation (i) & (ii) ⟹
বিস্তার, a = 10cm [ans]
তরঙ্গ দৈর্ঘ্য, λ = 15cm [ans]
বেগ, v = 750mcs-1 [ans]
কম্পাঙ্ক, n = v/λ = 750/15 = 50Hz [ans]