বিষয়াবলী
বীমা : মানুষের জীবন ও সম্পদ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে অপরপক্ষ কর্তৃক উক্ত নিশ্চয়তা ও ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকারকেই বীমা বলে।
- বীমা ক্রমবিকাশ লাভ করে ১৪০০ সাল থেকে
- বীমার অগ্রযাত্রা শুরু হয় নৌ বীমার মাধ্যমে
- পৃথিবীতে সর্বপ্রথম নৌ-বীমা ব্যবসায়ের উৎপত্তি হয়। এরপর আসে অগ্নিবীমা ও সবার পরে জীবন বীমা
- ইউরোপীয় বণিকরা প্রথম দিকে সমবায় সংস্থার মাধ্যমে বীমা ব্যবস্থার প্রচলন করেন
- উপমহাদেশে ১৯২৮ সালে The Indian Insurance Companies Act নামে সর্বপ্রথম বীমা আইন প্রণীত হয় (সংশোধিত ও পরিমার্জিত হয় ১৯৩৮ সালে)
- ১ম সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ বীমা সংগঠন- ASPA (Amicable Society for Perpetual Assurance)
বাংলাদেশে বীমা বিবর্তনের ইতিহাস
- বাংলাদেশে প্রচলিত বর্তমান বীমা আইন- ২০০৯ সালের (পূর্বে ১৯৩৮ সালের বীমা আইন প্রচলিত ছিল)
- বর্তমানে বীমা কোম্পানি- অর্থ মন্ত্রণালয়ের অধীনে (পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল)
- বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ পাস করা হয়- ২০০৮ সালে
- নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯’ পাস হয়
- বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IRA) - এর পূর্ব নাম ‘বীমা অধিদপ্তর’
- বীমা প্রতিষ্ঠান : ফাস্ট লিজ ইন্টারন্যাশনাল লিঃ-এর বর্তমান নাম- ফাস্ট লিজ ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ
- বাংলাদেশে ৬২টি বীমা কোম্পানি রয়েছে।
এর মধ্যে ২টি সরকারি (জীবন বীমা ও সাধারণ বীমা)
৬০টি বেসরকারি (১টি বিদেশি- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)
- বাংলাদেশে জীবন বীমার জন্য শুধু জীবন বীমা কোম্পানি কাজ করে বাকি অন্য সব ধরনের বীমা (অগ্নিবীমা, নৌবীমা, মটরযান বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি)-এর জন্য সাধারণ বীমা কোম্পানি কাজ করে থাকে
- সাধারণ বীমা (জেনারেল ইন্স্যুরেন্স)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে- নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
- বেসরকারি খাতে বীমা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়- ১৯৮৪ সাল থেকে
এক নজরে কতিপয় বীমার উৎপত্তিস্থল
বীমা |
উৎপত্তি |
অগ্নি বীমা |
যুক্তরাজ্য |
বেকার ও স্বাস্থ্যহানি বীমা |
যুক্তরাজ্য (১৯১১) |
রপ্তানি বীমা |
যুক্তরাজ্য (১৯১৮) |
শস্য বীমা |
জার্মানি (১৯৪০) |
ডাক জীবন বীমা |
ভারতীয় উপমহাদেশ (১৯৭২) |
গোষ্ঠী বীমা |
যুক্তরাষ্ট্র (১৯১১) |
১. দুর্ঘটনা বীমা : আকস্মিক কোন দুর্ঘটনাজনিত ক্ষয়-ক্ষতি বা আর্থিক ক্ষতির বিরুদ্ধে যে বীমা করা হয়।
ক. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা
খ. সম্পত্তি দুর্ঘটনা বীমা
গ. দায় বীমা
২. পুনঃবীমা : বীমাকারী বা বীমা কোম্পানি তার ঝুঁকি আংশিক পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোন বীমা কোম্পানির উপর অর্পণ করলে তাকে পুনঃবীমা বলে।
৩. দ্বৈত বীমা : কোন সম্পত্তি বা জীবন একাধিক বীমাকারীর নিকট বীমা করা হলে তাকে দ্বৈত বীমা বলে।
বীমা সংক্রামত্ম কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- একজন ব্যক্তিকে মৃত বলে গণ্য করা হয়- ৭ বছর নিখোঁজ থাকলে
- উত্তরাধিকার সনদ সংগ্রহ করতে হয়- জেলা জজের নিকট থেকে
- বীমার পেশাগত উন্নয়নের জন্য অবদান রাখছে- বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি
- জীবন বীমা তহবিলে মূল্যায়ন বলতে- বীমাকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা স্বচ্ছলতা ও গতিধারা নিরূপণের প্রক্রিয়াকে বোঝায়।
- ডাকজীবন বীমা বাংলাদেশ ডাক বিভাগ পরিচালনা করছে
- সর্বপ্রথম নৌ বীমাপত্র ইস্যু করা হয়- ইতালি জেনেয়া শহরে
- নৌ বীমার আদর্শ নমুনা পাওয়া যায়- লন্ডনে
- আধুনিক নৌ বীমার জনক হচ্ছে- Edward Lloyd (যুক্তরাজ্য)
- লন্ডনের টালি স্টেটে অগ্নিকা- ঘটে- ১৮৬১ সালে
- ইংল্যান্ডের সর্বপ্রথম আনুষ্ঠানিক অগ্নিবীমা ব্যবস্থার প্রচলন ঘটে- ১৮৬৫ সালে
- অগ্নিবীমা কোম্পানি প্রথম প্রিমিয়াম পাওয়ার পর টাকা প্রাপ্তির রসিদ স্বরূপ বীমাগ্রহীতাকে একটি স্বীকারপ্রত প্রেরণ করে। একে প্রতিরক্ষা পত্র বলে।
- Everything is sweetened by risk- Alexander Smith
- Fire is a good servant but a bad master- Lord Brok