বিষয়াবলী
- নির্দেশনা হল- বাস্তবায়ন সম্পর্কিত কাজ
- নির্দেশনা সর্বদা- নিমণগামী
- ‘প্রশাসনের হৃৎপিন্ড হচ্ছে নির্দেশনা’- মার্শাল ই ডিমক
- পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে- নির্দেশনা
- যে পদ্ধতিতে নির্দেশ একবারই প্রদান ও বুঝিয়ে দেওয়া হয় তাকে বলা হয়- নির্ধারিত বা আদর্শ পদ্ধতি
- নির্দেশনার আধুনিক পদ্ধতিই হচ্ছে- পরামর্শমূলক নির্দেশনা
- পরামর্শমূলক নির্দেশনা গণতান্ত্রিক নেতৃত্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়
- পরামর্শমূলক নির্দেশনাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়
- কর্মীবৃন্দের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শের ভিত্তিতে যে নির্দেশনা দেয়া হয়- পরামর্শমূলক নির্দেশনা
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিচার বিবেচনায় যেটি সঠিক তারই নির্দেশ দান করে থাকে- স্বৈরাচারী নির্দেশনায়
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশের সাথে নির্দেশ সম্পর্কে ব্যাখ্যা বিশেলষণও প্রদান করে থাকে- ব্যাখ্যা সহযোগে নির্দেশনায়
- নেতৃত্ব হল- একটি কৌশল
- নেতৃত্ব বিকশিত হয়- যোগাযোগের মাধ্যমে
- যোগাযোগকে বলা হয়- প্রশাসনের প্রাণ
- নেতৃত্বকে ভাগ করা যায়- ৩ ভাগে। যথা :
১. প্রেষণাভিত্তিক নেতৃত্ব
২. ক্ষমতাভিত্তিক নেতৃত্ব
৩. মৌলভিত্তিক নেতৃত্ব
- ক্ষমতাভিত্তিক নেতৃত্বকে ভাগ করা যায়- ৪ ভাগে। যথা :
১. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
২. গণতান্ত্রিক নেতৃত্ব
৩. পিতৃসুলভ নেতৃত্ব
৪. লাগামহীন নেতৃত্ব
- স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে বলা হয়- আমলাতান্ত্রিক প্রশাসন
- স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত ও ইতিবাচক সংস্করণ হল- পিতৃসুলভ নেতৃত্ব
- মৌলভিত্তিক নেতৃত্বের প্রবক্তা হলেন- F. E. Fidler
- নির্দেশনার ক্রমধারা সংরক্ষণ বৈশিষ্ট্যকে নির্দেশনার ঐক্যর সাথে তুলনা করেছেন- হেনরি ফেয়ল
- ডগলাস ম্যাকগ্রেগর স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে Theory X -এর মাধ্যমে প্রকাশ করেছেন
- ডগলাস ম্যাকগ্রেগর গণতান্ত্রিক নেতৃত্বকে Theory Y -এর মাধ্যমে প্রকাশ করেছেন