আন্তর্জাতিক বাণিজ্য : যে ব্যবসায় সরকারি বা বেসরকারি যে কোন পক্ষের মাধ্যমে দুটি দেশের মধ্যে বিভিন্ন পণ্য বা সেবা বিনিময়ের দ্বারা সম্পাদিত হয়, তাই আন্তর্জাতিক বাণিজ্য।

 

উদ্দেশ্য
১. বৈদেশিক বিক্রয় বাড়ানো
২. সম্পদের আহরণ
৩. কাঁচামাল ও বিক্রয় এর উৎসের বিকেন্দ্রীকরণ

 

আমদানি : কোন দেশ বা দেশের ব্যবসায়ী বিদেশ হতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সামগ্রী দেশের অভ্যন্তরে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আনলে তবে তাকে বলা হয় আমদানি (Import)

 

আমদানি প্রণালী বা পদ্ধতি (ধাপ ১১টি)
১. আমদানি অনুমতিপত্র সংগ্রহ
২. তথ্যাদি অনুসন্ধান
৩. ফরমায়েশ প্রদান
৪. বৈদেশিক মুদ্রা সংগ্রহ
৫. প্রত্যয়পত্র খোলা
৬. বিনিময় হার নির্ধারণ
৭. পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তি
৮. বিল প্রাপ্তি, বিল পরিশোধ ও দলিল পত্রাদি সংগ্রহ
৯. শুল্ক বিষয়ক আনুষ্ঠানিকতা সম্পন্ন
১০. পণ্য খালাস
১১. লেনদেনের পরিসমাপ্তি

 

রপ্তানি : রপ্তানি (Export) হল এক দেশের উদ্বৃত্ত পণ্য ও সেবা সামগ্রী অন্য দেশে বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করার প্রক্রিয়া

 

রপ্তানি প্রণালী বা পদ্ধতি (পদক্ষেপ ১৪টি)
১. ফরমায়েশ প্রাপ্তি
২. ফরমায়েশ গ্রহণ
৩. প্রত্যয়পত্র খোলার নির্দেশ
৪. বিনিময় হার নির্ধারণ
৫. সরকারের অনুমতিপত্র সংগ্রহ
৬. পণ্য সংগ্রহ
৭. জাহাজ ভাড়ার চুক্তি সম্পাদন
৮. পণ্যের বীমাকরণ
৯. শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা
১০. জাহাজে মালো বোঝাই
১১. পণ্য প্রেরণের সংবাদ প্রেরণ
১২. দলিল পত্র তৈরি ও প্রেরণ
১৩. মূল্য প্রাপ্তি
১৪. লেনদেনের পরিসমাপ্তি

 

পুনঃরপ্তানি : কোন দেশ বা এর কোন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য প্রথমে আমদানি করে তা আবার তৃতীয় অন্য কোন দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি ব্যবসায় (Re-Export) বলে।

 

বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিল পত্রাদি :

 

(ক) জাহাজী দলিলপত্র : ৬টি
১. বহনপত্র বা চালানি রশিদ (Bill of Lading)

  • জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই এবং ভাড়া ‍চুক্তি স্বীকার করে রপ্তানিকারককে যে রশিদ প্রদান করে তাই বহনপত্র বা চালানি রশিদ।
  • আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানার দলিল- বহনপত্র বা চালানি রশিদ
  • বহনপত্র তৈরি করা হয়- ৩ প্রস্থে
  • বহনপত্র দেওয়া হয়- কাঁচা রশিদের পরিবর্তে
  • বহনপত্র প্রথমে প্রেরণ করা হয়- রপ্তানিকারকের নিকট

 

২. বীমাপত্র (Insurance policy)

  • রপ্তানিকারক পণ্য জাহাজে বোঝাই করার আগে বীমা কোম্পানির সাথে জাহাজে প্রেরিত পণ্যের নিরাপত্তার জন্য একটি নৌ-বীমা চুক্তি করে, যাকে বীমাপত্র বলে।
  • বীমাপত্র তৈরি করে- বীমাকারী/বীমা কোম্পানি (রপ্তানিকারকের আদেশে)
  • বীমাপ্রত তৈরি করা হয়- প্রেরিত পণ্যের নিরাপত্তার জন্য

 

৩. বিনিময় বিল (Bill of Exchange)

  • বিনিময় বিল তৈরি করে- রপ্তানিকারক
  • বিনিময় বিল এক প্রকার- স্বল্পমেয়াদী ঋণপত্র
  • বিনিময় বিলের মাধ্যমে- বৈদেশিক বাণিজ্যে লেনদেনের টাকা পরিশোধ করা হয়

 

৪. চালান (Invoice)

  • চালান পত্রে- পণ্যের বিবরণ, দর, পরিমাণ, পরিবহন খরচ, প্যাকিং খরচ, বীমা প্রিমিয়ামসহ ইত্যাদির উল্লেখ থাকে
  • চালান তৈরি করা হয়- ৩ কপি
  • চালান তৈরি করে- রপ্তানিকারক

 

৫. বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান (Consular Invoice)

  • রপ্তানিকারক তিন কপি পণ্যের চালান তৈরি করে তার দেশে নিযুক্ত আমদানিকারকদের দেশের বাণিজ্যিক দূতের নিকট পেশ করে
  • রপ্তানিকারকের দেশে নিযুক্ত আমদানিকারকের দেশের বাণিজ্যদূত কর্তৃক চালানপত্র পরীক্ষিত হতে হয়

 

৬. প্রভবলেখ (Certificate of Origin)

  • পণ্যের উৎপত্তিস্থল সম্পর্কিত ঘোষণাকে বলা হয় প্রভবলেখ
  • প্রভবলেখ আমদানিকারকের নিজ দেশের শুল্ক থেকে রেহাই পেতে সাহায্য করে
  • প্রভবলেখ তৈরি করে- রপ্তানিকারক
  • প্রভবলেখ সত্যায়িত হতে হয়- স্থানীয় বণিক সংঘ দ্বারা

 

(খ) অজাহাজী দলিলপত্র :
১. নমুনা চালান (Pro-Forma Invoice)

  • ফরমায়েশ পাওয়ার পর রপ্তানিকারক চালানের মতো পণ্য সম্পর্কিত যাবতীয় বিষয়াদির উল্লেখ করে যে প্রাথমিক বিবরণী পাঠায় তাই নমুনা চালান
  • নমুনা চালানে মূল্য নিরূপণ পদ্ধতি বা মূল্য পরিশোধ পদ্ধতির উল্লেখ থাকে

২. জাহাজ ভাড়া চুক্তি/নৌ ভাটক পত্র (Charter Party)

  • কোন নির্দিষ্ট সময় বা যাত্রার জন্য রপ্তানিকারক এবং জাহাজ কর্তৃপক্ষের মধ্যে জাহাজ ভাড়ার (সম্পূর্ণ বা আংশিক) যে চুক্তি হয় তাকে বলা হয় জাহাজ ভাড়া চুক্তি/নৌ ভাটক পত্র
  • জাহাজ ভাড়া চুক্তি হতে পারে- ৩ ধরনের। যথা :
  • নির্দিষ্ট সময়ের জন্য
  • নির্দিষ্ট যাত্রার জন্য
  • নির্দিষ্ট সময় ও যাত্রার জন্য
  • নির্দিষ্ট সময়ের জন্য জাহাজ ভাড়া করা হলে তাকে বলে- Time Charter
  • নির্দিষ্ট যাত্রার জন্য জাহাজ ভাড়া করা হলে তাকে বলে- Voyage Charter

 

৩. প্রত্যয়পত্র (Letter of Credit)

  • ব্যাংক আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে যে পত্রের মাধ্যমে তাকে বলা হয়- প্রত্যয়পত্র
  • প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের দেনার দায়িত্ব গ্রহণ করে। তাই এটাকে ব্যাংকের ঋণ হিসেবে গণ্য করা হয়।
  • পণ্য রপ্তানি প্রক্রিয়ায় প্রত্যয়পত্র খোলা হয়- ৩ প্রস্থে
  • প্রত্যয়পত্রের মূল পক্ষ- ৩টি। যথা :

১. আমদানিকারক
২. আদিষ্ট
৩. রপ্তানিকারক

 

৪. ফরমায়েশ পত্র (Indent)

  • যে পত্রের মাধ্যমে আমদানিকারক রপ্তানিকারককে পণ্য রপ্তানি করতে অনুরোধ করে তাকে বলা হয়- ফরমায়েশ পত্র
  • এতে আমদানিকৃত পণ্যের নাম, পরিমাণ, ট্রেডমার্ক, মূল্য পরিশোধের পদ্ধতি, প্রেরণের সম্ভাব্য সময়, বীমা, ব্যাংকিং এবং পণ্য প্রেরণ ইত্যাদি উল্লেখ থাকে।
  • শুধু পণ্যের নাম, পরিমাণ উল্লেখ থাকে- মুক্ত ফরমায়েশ পত্রে

 

৫. কাঁচা রশিদ (Mates Receipt)

  • রপ্তানিকৃত পণ্য জাহাজ বোঝাই করে জাহাজের অধ্যক্ষ যে রশিদ প্রদান করে তাকে বলা হয়- কাঁচা রশিদ

 

৬. ডক রশিদ (Dock Receipt)

  • ডক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানিকারক জাহাজ পণ্য প্রেরণ করলে ডক কর্তৃপক্ষ পণ্যের যাবতীয় বিবরণ লিখে যে রশিদ প্রদান করে তাকে বলা হয়- ডক রশিদ

 

৭. ডক পরওয়ানা (Dock Warrent)

  • ডকের গুদামে রক্ষিত আমদানিকৃত পণ্যের উপর আমদানিকারকের মালিকানা স্বত্বের স্বীকৃতি দিয়ে কর্তৃপক্ষ যে সনদ প্রদান করে তাকে বলা হয়- ডক পরওয়ানা
  • ডক ওয়ারেন্ট তৈরি করেন- ডক কর্তৃপক্ষ

 

৮. ক্ষতিপূরণ পত্র

  • জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে আমদানিকারক যে নিশ্চয়তা পত্র প্রদান করে তাকে বলা হয়- ক্ষতিপূরণ পত্র
  • ক্ষতিপূরণ পত্র স্বাক্ষরিত হয়- ব্যাংক কর্তৃক
  • জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়- আমদানিকারক

 

৯. জাহাজি রিপোর্ট (Ships Report)

  • কোন বন্দরে জাহাজ ভিড়ার ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের অধ্যক্ষ বন্দর শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাকে বলা হয়- জাহাজি রিপোর্ট
  • জাহাজি রিপোর্ট পেশ করে- জাহাজ অধ্যক্ষ
  • জাহাজি রিপোর্ট প্রদান করতে হয়- জাহাজ বন্দরে পৌছানোর ২৪ ঘণ্টার মধ্যে

 

১০. আগমন পত্র (Bill of Entry)

  • আগমন পত্র প্রস্তুত করে- আমদানিকারক
  • আগমন পত্র প্রদান করতে হয়- শুল্ক কর্তৃপক্ষের নিকট

 

১১. কড়তা (Tare)

  • পণ্যের মোড়কের ওজনকে কড়তা বলে
  • মোড়কসহ পণ্যের ওজনকে বলা হয়- Gross Weight
  • মোড়কহীন পণ্যের ওজনকে বলা হয়- Net Weight

 

বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত মূল্য জ্ঞাপন পদ্ধতি :

 


5/10, N/30

মূল অর্থের ৫% ছাড় দেওয়া হবে, যদি ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হয়। এবং ৩০ দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে।

Loco

ক্রেতা/আমদানিকারককে বিক্রেতার গুদাম মূল্যে পণ্য সরবরাহ করা হবে এবং যাবতীয় পরিবহন খরচও আমদানিকারককেই বহন করতে হবে।

Franco

পণ্যের মূল্যসহ আমদানিকারক পর্যন্ত পৌছানোর সকল ব্যয়ভার রপ্তানিকারকের।

C & F (Cast & Freight)

বিক্রেতা/রপ্তানিকারক পণ্যের সকল প্রকার খরচ ও ভাড়া বহন করবে।

CIFCI (Cost, Insurance, Freight, Commission & Interest

বিক্রেতা/রপ্তানিকারক যাবতীয় খরচ, বীমা, ভাড়া, কমিশন ও সুদ বহন করবে।

CWO (Cost with Order)

ফরমায়েশ দেওয়ার সাথে সাথে ক্রেতা/আমদানিকারককে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে।

COD (Cost with Delivery)

পণ্য সরবরাহ গ্রহণ কালে মূল্য প্রদান করতে হবে।

FOW (Free of Wagon)

রেলওয়ে ওয়াগনের মাল বোঝাই পর্যন্ত সমস্ত খরচ বিক্রেতা/রপ্তানিকারক বহন করবে।

FOB (Free on Board)

পণ্য জাহাজে ওঠানো পর্যন্ত যাবতীয় খরচ বিক্রেতা বহন করবে এবং পণ্যের মূল্যের সাথে যাবতীয় খরচ যোগ করা হবে।

  • FOB Destination- আমদানিকারকের নিকট পর্যন্ত পৌছানোর ব্যয় রপ্তানিকারকের
  • FOB Shipping Point- শুধু জাহাজে পণ্য বোঝাই পর্যন্ত পৌছানো ব্যয় রপ্তানিকারকের

 

Some Commercial Abbreviations :

B/R- Bill Receivable
B/L- Bill of Lading
BICA- Bangladesh Institute of Chartered Accountants
BSCIC- Bangladesh Small & Cottage Industries Corporation
BASIC- Bank of Small Industries & Commerce
CEO- Chief Executive Officer
D.D- Demand Draft
DL.O- Dead Letter Office
EPZ- Export Processing Zone
FOT- Free of Tax
FIFO- First In First Out
IDBB- Industrial Development Bank of Bangladesh
O/D- Over Draft
O/d- Over Demand
PSI- Pre-Shipment Inspection
RMS- Registered Mail Service
TMO- Telegraphic Money Order

 

Some Commercial Terms :

 


Accomodation Bill (অর্থসংস্থানকারী বিল)

যে বিশেষ বিলের সাহায্যে একে অপরের উপর বিল ইস্যু করে এবং বাট্টা করে অর্থের সংস্থান করে তাকে অর্থসংস্থানকারী বিল বলে।

Act of God (দৈব ঘটনা)

িএর দ্বারা মানুষের ক্ষমতা বহির্ভূত কোনো ঘটনা বা দুর্ঘটনাকে বোঝানো হয়। এটি বৈদেশিক বাণিজ্য ও নৌ-বীমায় বিশেষভাবে ব্যবহৃত।

Auction (নিলাম)

প্রকাশ্য প্রতিযোগিতার মাধ্যমে বিক্রয় প্রক্রিয়াকে নিলাম বলে।

Bear (মন্দা কারবারি)

ভবিষ্যত পণ্যের মূল্য কমে যেতে পারে অনুমান কের যে ব্যবসায়ী বর্তমান বাজার দরে পণ্য বিক্রি করে তাকে মন্দাকারবারি বলে।

Bonded Goods (শুল্কাধীন পণ্য)

শুল্ক আদায় না হওয়া পর্যন্ত শুল্ক কর্তৃপক্ষের গুদামে রক্ষিত পণ্যকে শুল্ক পণ্য বলে।

Caveat Emporter (ক্রেতা সাবধান)

ক্রয় করা পণ্যের যাবতীয় দায়-দায়িত্ব ক্রেতার।

Caveat Vendor (বিক্রেতা সাবধান)

এটা দ্বারা বিক্রেতার দায়িত্বে বিক্রি করাকে বোঝায়।

Embargo (নিষেধাজ্ঞা)

কোনো বৈদেশিক পণ্য আমদানি বা বিমান ও জাহাজ চলাচলের উপর জারিকৃত সরকারি নিষেধাজ্ঞা।

Earnest Money (বায়না অর্থ)

প্রতিশ্রুতি/চুক্তি পালনে বাধ্য করার জন্য যে অগ্রিম অর্থ গ্রহণ করা হয় তাকে Earnest maoney বলে।

Haggling (দর কষাকষি)

পণ্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় ও বিক্রেতার ক্রয়-বিক্রয় বিষয়ে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব।

Jobber (শেয়ার দালাল)

লন্ডন শেয়ার বাজারে যারা নগদ অর্থে কারবার করে তাদেরকে Jobber বলে।

Trade Mark (ব্যবসায় প্রতীক)

উৎপাদনকারী তার পণ্যের পরিচয় জ্ঞাপক যে চিহ্ন, ছাপ, নিবন্ধিত নাম ইত্যাদি পণ্যের জন্যে ব্যবহার করে তাকে Trade Mark বলে।

Jetsam (নিক্ষিপ্ত পণ্য)

বিপদকালে জাহাজ হালকা করার জন্য যে পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয় তাকে Jetsam বলে।

Jetision (পণ্য নিক্ষেপ)

বিপদকালে জাহাজ হালকা করার জন্য সমুদ্রে পণ্য নিক্ষেপ করাকে Jetision বলে।

Dumping (কমদামে বিক্রয়)

কমদামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখলের কৌশলকে Dumping বলে।

Tarrif (ধার্যকৃত শুল্ক তালিকা)

কযে তালিকায় আমদানিকৃত পণ্য সামগ্রীর উপর ধার্যকৃত শুল্ক প্রদর্শন হয় তাকে Tarrif বলে।

 

অন্যান্য তথ্য

 

  • বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে মধ্যস্থকারী ব্যবসায়কে বলা হয়- Indent Business
  • একটি নির্দিষ্টি সময়ের মধ্যে জাহাজ হতে পণ্য খালাস না করলে প্রদান করতে হয়- Damarrage(খেসারত)
  • Ship Delivery Order and Gate Pass প্রয়োজন হয়- পণ্য খালাসের জন্য
  • পুনঃরপ্তানির বন্দরকে বলা হয়- Entrepot
  • পণ্য রপ্তানির সময়সীমাকে বলা হয়- Cut off time
  • পণ্য সরবরাহের সময়কে বলা হয়- Lead time
  • আমদানিকৃত পণ্য বন্দর হতে খালাসে নিয়োজিত প্রতিনিধিকে বলা হয়- Clearing Agent
  • রপ্তানি কাজে নিয়োজিত প্রতিনিধিকে বলা হয়- Forwarding Agent
  • দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত তথা ব্যবহারকৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয়- আবগারি শুল্ক
  • আমদানি বা রপ্তানিকৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয়- Customs Duty
  • রপ্তানিকারক রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর প্রদান করে তাকে বলে- Export Duty
  • বাংলাদেশে আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান- রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB (Export Promotion Bureau), TCB (Trading Corporation of Bangladesh)
  • বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
  • বাণিজ্য নীতি ২ ভাগে বিভক্ত। যথা : আমদানি নীতি ও রপ্তানি নীতি।
  • Users Forum হলো- বন্দর ব্যবহারীদের সমন্বিত সংস্থা
  • জাহাজ ভাড়া নির্ধারণকারী প্রতিষ্ঠান হলো- Freight For Warding Association
  • শুল্ক বন্দরে মালামাল উঠানো ও নামানোর জন্য অনুমোদিত স্থানকে বলা হয়- জেটি
  • কন্টেইনার জাহাজে উঠানো এবং নামানোকে বলা হয়- Handling
  • এক বন্দর হতে অন্য বন্দরে জাহাজযোগে পরিবাহিত পণ্যকে বলা হয়- উপকূলীয় পণ্য (Coastal Goods)