বিষয়াবলী

অগ্নিবীমা

বীমা আইনের ২৬(৬ক) ধারায় বলা হয়েছে, ‘অগ্নিবীমা বলতে এরূপ বীমা চুক্তি বোঝায় যা দ্বারা অন্য কোন প্রকার বীমার আনুষঙ্গিক হিসাব ছাড়া, অগ্নিকা--র ফলে ক্ষতির দরুণ অথবা এরূপ অন্য কোন ঝুঁকির কারণে বীমা করা হয়। ’

 

অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি।

 

অগ্নিবীমার প্রকারভেদ

 

মূল্যায়িত বীমাপত্র

বীমাপত্রের বিষয়বস্ত্তর মূল্য পূর্ব হতে নির্ধারিত

অমূল্যায়িত বীমাপত্র

বীমাপত্রের বিষয়বস্ত্তর মূল্য পূর্ব হতে নির্ধারিত থাকে না

সুনির্দিষ্ট বীমাপত্র

নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য বীমা করা হয়

ভাসমান বীমাপত্র

একাধিক স্থানে অবস্থিত মালামালের নিরাপত্তার জন্য একই প্রিমিয়ামের অধীনে বীমাপত্র গ্রহণ করা হয়

উদ্বৃত্ত বীমাপত্র

বীমাগ্রহীতা যে পরিমাণ মজুদ মাল সবসময় থাকে তার জন্য একটি সাধারণ অগ্নিবীমাপত্র এবং উদ্বৃত্ত পরিবর্তনশীল মালের জন্য অন্য আরেকটি বীমাপত্র গ্রহণ করা হলে অন্য বীমাপত্রটিকে উদ্বৃত্ত বীমাপত্র বলা হয়।

ঘোষণাযুক্ত বীমাপত্র

বীমাগ্রহীতা তার মজুদ মালের সর্বোচ্চ পরিমাণের জন্য বীমাপত্র গ্রহণ করে এবং মোট প্রিমিয়ামের ৭৫% অগ্রিম প্রদান করতে হয়

পুনঃস্থাপন বীমাপত্র

যে বীমাপত্রে অগ্নিকা--র ফলে বীমাকৃত সম্পত্তি নষ্ট হলে তার জন্য বীমাকারী কোন ক্ষতিপূরণ না দিয়ে সম্পত্তি পুনরায় প্রতিস্থাপনের জন্য প্রতিশ্রম্নতি দেয়, তাকে পুনঃস্থাপন বীমাপত্র বলে।

 

 

 

 

অগ্নিবীমার অপরিহার্য উপাদান

 

অগ্নিবীমার অপরিহার্য উপাদান