প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টির অত গভীর থেকে সাধারণত প্রশ্ন করা হয় না। প্রধান অংশ থেকেই কিছু প্রশ্ন আসে।

 

অধ্যায় সারবস্তু:

 

১. ঝিনুকের ম্যান্টল ও ন্যাকারস্তরের মাঝখানে মুক্তা থাকে।

 

২. মুক্তা উৎপাদনকারী ঝিনুকের শ্রেণিবিন্যাস:

  • পর্ব (Phylum) = Mollusca
  • শ্রেণী (Class) = Bivalvia (দুইটা hinged অংশ বা ভাল্‌ব থাকার জন্য, যেমন শামুকের চোয়ালের মত থাকে)
  • বর্গ (Order) = Pterioida
  • গোত্র (Family) = Pteriidae
  • গণ (Genus) = Pinctada

 

৩. মুক্তার নির্দিষ্ট কোন বর্ণ নেই। মুক্তা-ঝিনুকের স্বভাব ও পরিবেশের উপর মুক্তার বর্ণ নির্ভর করে। মুক্তার বর্ণ সাধারণত সাদা, গোলাপী, ধূসর, নীল, হলুদ, সবুজ, কালো প্রভৃতি হয়।

 

৪. মুক্তার মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও কনকিওলিন ও পানি কিছু পরিমাণে থাকে।

 

৫. জাপানের ককিচি মিকিমটো কে মুক্তা শিল্পের স্থপতি বলা হয়।

 

৬. অ্যামিবায়োসিস সৃষ্টিকারী প্রোটোজোয়ান পরজীবী Enamoeba histolytica

 

৭. ফাইলেরিয়া বা গোদ রোগ সৃষ্টিকারী পরজীবী গোলকৃমি হচ্ছে Wuchereria bancrofti

 

৮. ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী গোলকৃমির শ্রেণিবিন্যাস:

  • পর্ব (Phylum) = Nematoda
  • শ্রেণী (Class) = Phasmida
  • বর্গ (Order) = Filaroidae
  • গোত্র (Family) = Filariidae
  • গণ (Genus) = Wuchereria
  • প্রজাতি (Species) = Wuchereria bancrofti

 

৯. Wuchereria bancrofti এর জীবনচক্রে দু’টি পোষকের প্রয়োজন হয়: ১) মানুষ ও ২) মশকী । তাই একে দ্বিপোষকী পরজীবী বলে।

 

১০. বাংলাদেশে ফাইলেরিয়া রোগ ছড়ানোর জন্য একমাত্র যে মশাটি দায়ী = Culex quinquefasciatus

 

১১. পরজীবী দেহে প্রবেশের ১ বছর পর রোগের প্রকাশ ঘটে।

 

১২. লসিকানালী বন্ধ হয়ে যাবার ফলে যখন লসিকা জমে যায় তখন হাত, পা, স্তর, অণ্ডথলি ফুলে উঠে । এ অবস্থাকে লিম্ফেডেমা বলে। (lymph = লসিকা)

 

১৩. ত্বক ও লসিকাতন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে আক্রান্ত ত্বক শক্ত ও পুরু হয়ে যায়, এ অবস্থাকে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস বলে।